COP‑29 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
A
তেহরান, ইরান
B
গ্লাসগো, যুক্তরাজ্য
C
তিবলিসি, জর্জিয়া
D
বাকু, আজারবাইজান
উত্তরের বিবরণ
COP-29 জলবায়ু সম্মেলন ২০২৪ সালের ১১-২২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের সভাপতিত্ব করেন মুখতার বাবায়েভ। COP বা Conferences of the Parties হলো জাতিসংঘের আওতায় আয়োজিত জলবায়ু সংক্রান্ত বৈশ্বিক সম্মেলন, যা ১৯৯৪ সালে কার্যকর হয়। প্রথম COP-1 অনুষ্ঠিত হয় ১৯৯৫ সালে জার্মানির বার্লিনে, যেখানে জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তি তৈরি হয়।
-
COP-এর পূর্ণরূপ: Conferences of the Parties
-
কার্যকর হওয়ার বছর: ১৯৯৪ সালে জাতিসংঘের জলবায়ু রূপরেখা কনভেনশন (UNFCCC) কার্যকর হয়
-
প্রথম সম্মেলন: COP-1, ১৯৯৫ সালে বার্লিন, জার্মানি
-
অংশগ্রহণকারী: UNFCCC ভুক্ত সব সদস্য রাষ্ট্র
-
COP-29: ২০২৪ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হয়, সভাপতিত্ব করেন মুখতার বাবায়েভ
-
COP-30: ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে

0
Updated: 20 hours ago
'এজেন্ডা ২১' কোন সম্মেলনে গৃহীত হয়?
Created: 1 day ago
A
রিও ডি জেনিরো সম্মেলন
B
স্টকহোম সম্মেলন
C
কোপেনহেগেন সম্মেলন
D
প্যারিস সম্মেলন
এজেন্ডা ২১ এবং Earth Summit সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য
১. Earth Summit (জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন সম্মেলন)
-
স্থান ও তারিখ: ৩–১৪ জুন ১৯৯২, রিও ডি জেনিরো, ব্রাজিল
-
পরিচিতি: রিও সামিট, রিও-কনফারেন্স, ধরিত্রী সম্মেলন
-
উদ্দেশ্য: পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের কর্মপরিকল্পনা গ্রহণ
-
অংশগ্রহণকারী: ১৭৯টি দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিজ্ঞানী, মিডিয়া প্রতিনিধি, এবং বেসরকারি সংস্থা (NGO)
-
উল্লেখযোগ্য নীতি: Polluter pays principle (দূষক নিজেই ক্ষতিপূরণ দেবে)
২. গুরুত্বপূর্ণ অর্জন ও নথি:
নথি/নীতি | বিবরণ |
---|---|
রিও ঘোষণা | ২৭টি সার্বজনীন নীতি সহ পরিবেশ ও উন্নয়নের কাঠামো |
এজেন্ডা ২১ | ২১শ শতাব্দীর জন্য টেকসই উন্নয়নের কর্মপরিকল্পনা |
UNFCCC | জলবায়ু পরিবর্তন মোকাবিলার কনভেনশন; পরে কিয়োটো প্রোটোকল হিসেবে পরিচিত |
জৈবিক বৈচিত্র্য কনভেনশন | জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবহার নিশ্চিত করা |
বন ব্যবস্থাপনা নীতিমালা | বন সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা |
ছোট দ্বীপ রাষ্ট্র সম্মেলন (১৯৯৪) | ছোট দ্বীপ রাষ্ট্রের টেকসই উন্নয়ন বিষয়ক প্রথম সম্মেলন |
উল্লেখ্য: এজেন্ডা ২১ হলো ধরিত্রী সম্মেলনের একটি মূল ফলাফল, যা সদস্য দেশগুলোর জন্য টেকসই উন্নয়নের বিস্তারিত কর্মপরিকল্পনা হিসেবে প্রণীত।

0
Updated: 1 day ago
জোট নিরপেক্ষ দেশসমূহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
দিল্লি
B
কায়রো
C
বেলগ্রেড
D
জাকার্তা
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM)
জোট নিরপেক্ষ আন্দোলন, সংক্ষেপে NAM (Non-Aligned Movement), একটি আন্তর্জাতিক সংগঠন যা মূলত উন্নয়নশীল ও তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ ও ন্যায্য আকাঙ্ক্ষা রক্ষার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব যখন দুটি প্রধান শক্তিশালী জোটে বিভক্ত হয়ে পড়ে—একদিকে পুঁজিবাদী দেশগুলোর ন্যাটো এবং অন্যদিকে সমাজতান্ত্রিক দেশগুলোর ওয়ারশ জোট—তখন নিরপেক্ষ অবস্থানে থাকা কিছু দেশ এই নতুন আন্দোলনের সূচনা করে।
প্রতিষ্ঠা ও ঐতিহাসিক প্রেক্ষাপট
এই আন্দোলনের ধারণার বীজ বপিত হয় ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুংয়ে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলনের মাধ্যমে।
এরপর ১৯৬১ সালের ১ থেকে ৬ সেপ্টেম্বর সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম শীর্ষ সম্মেলনের মাধ্যমে NAM আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। এই সম্মেলনেই জোট নিরপেক্ষ আন্দোলন একটি সুসংগঠিত রূপ পায়।
প্রাথমিক উদ্যোক্তারা
NAM-এর ভিত্তি স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেন বিশ্বের পাঁচ বিশিষ্ট রাষ্ট্রনেতা:
-
ড. আহমদ সুকর্ণ – ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি
-
জওহরলাল নেহরু – ভারতের প্রথম প্রধানমন্ত্রী
-
মার্শাল জোসিপ ব্রজ টিটো – যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট
-
জামাল আবদুল নাসের – মিসরের দ্বিতীয় প্রেসিডেন্ট
-
ড. কাওয়ামে ন্ক্রুমা – ঘানার রাষ্ট্রপতি
সাম্প্রতিক ও অতীত সম্মেলন:
-
প্রথম শীর্ষ সম্মেলন: ১৯৬১ সালে বেলগ্রেডে
-
দ্বিতীয় সম্মেলন: ১৯৬৪ সালে মিসরের কায়রোতে
-
সর্বশেষ (১৯তম) সম্মেলন: ২০২৪ সালের জানুয়ারিতে উগান্ডায় অনুষ্ঠিত হয়েছে
সংগঠন সম্পর্কে আরও কিছু তথ্য
-
প্রতিষ্ঠার তারিখ: ১ সেপ্টেম্বর, ১৯৬১
-
বর্তমান সদস্যসংখ্যা: ১২১টি দেশ
-
বর্তমান চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ
NAM আজও বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, বিশেষত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ঐক্য ও নিরপেক্ষ অবস্থান বজায় রাখার ক্ষেত্রে।
উৎস: NAM ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
ঢাকা
B
কাঠমাণ্ডু
C
থিম্পু
D
মালে
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।
২০১০ সালে ভুটানের থিম্পুতে ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সার্ক (SAARC)
-
সার্কের পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation।
-
এটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সহযোগিতার একটি ফোরাম।
-
প্রতিষ্ঠা: ৮ ডিসেম্বর ১৯৮৫ সালে ঢাকায়।
-
সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।
সদস্য দেশ:
-
প্রতিষ্ঠাতা সদস্য ছিল ৭টি দেশ।
-
বর্তমানে মোট ৮টি দেশ সদস্য।
-
সদস্য দেশগুলো হল: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান।
-
আফগানিস্তান সর্বশেষ ২০০৭ সালের ৩ এপ্রিল সদস্য হয়।
সম্মেলন:
-
প্রথম সার্ক শীর্ষ সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর বাংলাদেশে হয়েছিল।
-
সর্বশেষ ১৮তম সম্মেলন ২০১৪ সালে নেপালে অনুষ্ঠিত হয়।
উৎস: সার্কের অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 1 month ago