'Loss and Damage Fund'- কোন COP সভার প্রধান ফলাফল ছিল?
A
COP27, শর্ম আল-শেখ
B
COP21, প্যারিস
C
COP26, গ্লাসগো
D
COP15, কোপেনহেগেন
উত্তরের বিবরণ
Loss and Damage Fund মূলত একটি আন্তর্জাতিক তহবিল, যা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে গঠিত হয়। এ তহবিলটি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২০২২ সালে মিশরের শার্ম এল-শেখে অনুষ্ঠিত ২৭তম জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (COP-27)।
- 
প্রস্তাব গৃহীত হয়: ২৭তম জলবায়ু পরিবর্তন সম্মেলনে (COP-27)। 
- 
মূল উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তনের ফলে উন্নয়নশীল ও দুর্বল দেশগুলোতে সৃষ্ট ক্ষতি ও ক্ষয়ক্ষতির জন্য আর্থিক সহায়তা প্রদান। 
- 
দায়ী পক্ষ: জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী বিশ্বের উন্নত দেশগুলো। 
- 
প্রতিশ্রুতি: ২০০৯ সালে উন্নত দেশগুলো প্রতিবছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। 
- 
তহবিল প্রতিষ্ঠা: দীর্ঘ প্রতীক্ষার পর ২০২২ সালে শার্ম এল-শেখে চুক্তির মাধ্যমে Loss and Damage Fund প্রতিষ্ঠিত হয়। 
- 
লক্ষ্য: জলবায়ু বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা। 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
'স্মাইল ট্রেন' কী নিয়ে কাজ করে?
Created: 1 month ago
A
শিশুশ্রম নিরসন
B
নারী অধিকার
C
শিশু চিকিৎসা
D
মানবাধিকার
স্মাইল ট্রেন হলো একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা, যা বিশ্বব্যাপী শিশুদের ঠোট ও তালুকাটা রোগের বিনামূল্যে অস্ত্রোপচার প্রদান করে।
- 
প্রতিষ্ঠিত: ১৯৯৯ সালে 
- 
সদর দপ্তর: যুক্তরাষ্ট্র 
- 
মূল কার্যক্রম: শিশুদের ঠোট ও তালুকাটা সমস্যার চিকিৎসা ও জীবনমান উন্নয়ন 
তথ্যসূত্র:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা কোনটি?
Created: 1 month ago
A
ICAO
B
WMO
C
IOM
D
IMO
IMO বা International Maritime Organization হলো সমুদ্র চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক একটি সংস্থা, যা সমুদ্র নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা ও আন্তর্জাতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- 
প্রতিষ্ঠার উদ্দেশ্যে ১৯৪৮ সালের ৬ মার্চ জেনেভায় একটি কনভেনশন গৃহীত হয়, যা ১৭ মার্চ ১৯৫৮ কার্যকর হয় 
- 
শুরুতে নাম ছিল Inter-governmental Maritime Consultative Organisation (IMCO), পরে নামকরণ করা হয় International Maritime Organization (IMO) 
- 
১৯৫৯ সালের ১৩ জানুয়ারি IMO জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে মর্যাদা লাভ করে 
- 
সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য 
- 
বর্তমান সদস্য সংখ্যা: ১৭৬টি (জুন, ২০২৫) 
- 
বাংলাদেশ ১৯৭৬ সালে IMO-এর সদস্যপদ লাভ করে 
অন্য আন্তর্জাতিক সংস্থাসমূহ:
- 
IOM: আন্তর্জাতিক অভিবাসী সংস্থা 
- 
WMO: বিশ্ব আবহাওয়া সংস্থা 
- 
ICAO: আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা 
তথ্যসূত্র:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
Created: 5 months ago
A
জাপানের নাগাসাকিতে
B
অস্ট্রেলিয়ার ক্যানবেরায়
C
রাশিয়ার আশখাবাদে
D
কানাডার ভেঙ্কুবারে
সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন ফ্রান্সের ফন্টেব্লিউতে অনুষ্ঠিত হয়।
IUCN:
- IUCN এর পূর্ণরুপ: International Union for the Conservation of Nature.
- এটি বিশ্ব জীববৈচিত্র সংরক্ষণকারী সংস্থা।
- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার উদ্দেশ্যে ফ্রান্সের ফন্টেইনব্লিউতে 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ৫ অক্টোবর, ১৯৪৮।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- এটি বিশ্বের ১৭০টির অধিক দেশ কাজ করছে।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।
উল্লেখ্য,
- এটি প্রজাতিকে নয়টি বিভাগে বিভক্ত করে।
- যথা: মূল্যায়ন করা হয়নি, ডেটার ঘাটতি, ন্যূনতম উদ্বেগ, কাছাকাছি হুমকির মুখে, ঝুঁকিপূর্ণ, বিপন্ন, গুরুতরভাবে বিপন্ন, বন্য অঞ্চলে বিলুপ্ত এবং বিলুপ্ত।
⇒ প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা (IUCN) ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফন্টেনব্লিউতে প্রতিষ্ঠিত হয়।
- সংস্থাটির প্রথম অধিবেশ অনুষ্ঠিত হয় ১৯৪৮ সালের ৩০ সেপ্টেম্বর - ৭ অক্টোবর ফ্রান্সের ফন্টেব্লিউতে।
- দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় বেলজিয়ামের ব্রাসেলসে।
উৎস: IUCN ওয়েবসাইট।
                                                                                             
                                    
                                
                                
                                
                                0
Updated: 5 months ago