কোন দুটি দেশের সংঘাতের প্রেক্ষাপটে “অপারেশন রাইজিং লায়ন” পরিচালিত হয়?
A
ইসরায়েল ও সিরিয়া
B
ইসরায়েল ও ইরান
C
যুক্তরাষ্ট্র ও ইরান
D
ইসরায়েল ও ফিলিস্তিন
উত্তরের বিবরণ
অপারেশন রাইজিং লায়ন (Operation Rising Lion) হলো ইসরায়েল কর্তৃক ইরানে পরিচালিত একটি সামরিক অভিযান, যার মূল লক্ষ্য ছিল ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতাকে দুর্বল করা। এই অভিযানের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পায়।
-
অভিযান শুরুর তারিখ: ১৩ জুন, ২০২৫।
-
লক্ষ্যবস্তু: ইরানের পারমাণবিক অবকাঠামো, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক সক্ষমতা।
-
ব্যবহৃত সামরিক শক্তি: ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (IDF) জানিয়েছে, এই অভিযানে ২০০টিরও বেশি যুদ্ধবিমান ব্যবহার করা হয়।
-
টার্গেট: আইআরজিসি (IRGC) ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞানীদের ওপর হামলা চালানো হয়।
-
যুদ্ধবিরতি: ২৪ জুন, ২০২৫ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
উল্লেখযোগ্য বিষয়সমূহ:
-
এই অভিযানের জবাবে ইরান “ট্রু প্রমিজ ৩” নামে পাল্টা অভিযান চালায়, যেখানে ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটি ও বিমানঘাঁটিতে হামলা চালানো হয়।
-
পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে “অপারেশন মিডনাইট হ্যামার” পরিচালনার মাধ্যমে এই সংঘাতে প্রত্যক্ষভাবে যুক্ত হয়।

0
Updated: 20 hours ago
হাইফা কোন দেশের প্রধান বন্দরনগরী?
Created: 3 weeks ago
A
জর্ডান
B
ইসরায়েল
C
তুরস্ক
D
সিরিয়া
হাইফা হলো ইসরায়েলের প্রধান বন্দর নগরী।
ইসরাইল:
- মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে ছোট্ট একটি দেশ ইসরাইল।
- ফিলিস্তিন অংশের ভূমি দখল করে রাষ্ট্র গঠন করে ইসরাইল।
- মুসলমান, ইহুদি ও খ্রিস্টান এই তিন ধর্মাবলম্বীদের কাছে পবিত্রভূমি ফিলিস্তিনের জেরুজালেম।
- বেলফোর ঘোষণা ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত।
- ১৯৪৮ সালের ১৪ই মে ব্রিটিশ ও মার্কিনদের সহায়তায় ইহুদিরা আরব ভূমিতে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করে।
- গোয়েন্দা সংস্থা: মোসাদ, আমান।
- ইসরাইলের স্বপ্নদ্রষ্টা অস্ট্রিয়ান সাংবাদিক থিওডর হার্জেল।
- ইহুদিবাদ অন্দোলনের প্রবক্তা থিওডোর হার্জল।
- হাইফা ইসরায়েলের প্রধান বন্দরনগরী।

0
Updated: 3 weeks ago
‘ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলি’ কোন দেশের পার্লামেন্টের নাম?
Created: 3 weeks ago
A
কাতার
B
ইরাক
C
কুয়েত
D
ইরান

0
Updated: 3 weeks ago
ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ কোনটি?
Created: 1 month ago
A
বাণিজ্যিক
B
পারমানবিক শক্তি
C
অর্থনৈতিক
D
কোনটিই নয়
ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের মূল কারণ
ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার প্রধান কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি। ইসরায়েলের দাবি, ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরি করতে চায়, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য বড় হুমকি। এই কারণেই ইসরায়েল একতরফাভাবে ইরানের উপর হামলা চালায়।
যুদ্ধের শুরু ও পরিস্থিতি
-
২০২৫ সালের ১৩ জুন, ইসরায়েল হঠাৎ করেই ইরানের বিভিন্ন স্থানে বড় ধরনের হামলা চালায়।
-
এর প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েলের উপর পাল্টা হামলা শুরু করে।
-
এভাবে দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয়।
-
এরপর ২১ জুন, যুক্তরাষ্ট্রও ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।
-
অবশেষে ২৩ জুন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ওই দিনই উভয় দেশ যুদ্ধ বন্ধের বিষয়টি নিশ্চিত করে।
বিশেষ অভিযান
-
ইসরায়েলের হামলার নাম ছিল ‘অপারেশন রাইজিং লায়ন’, যার লক্ষ্য ছিল ইরানের রাজধানী তেহরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন্দ্র ধ্বংস করা।
-
ইরানের পাল্টা হামলার নাম ছিল ‘ট্রু প্রমিজ ৩’, যেখানে তারা ইসরায়েলের কয়েকটি সামরিক ঘাঁটি ও বিমানঘাঁটিতে আক্রমণ চালায়।
তথ্যসূত্র: CSIS ওয়েবসাইট ও The Economic Times

0
Updated: 1 month ago