'No Second Troy' is a-
A
short story
B
novel
C
poem
D
drama
উত্তরের বিবরণ
No Second Troy হলো W. B. Yeats রচিত একটি বিখ্যাত কবিতা। এটি তিনি তার প্রেমিকা Maud Gonne এর কাছ থেকে পাওয়া চূড়ান্ত প্রত্যাখ্যানের পর রচনা করেন। Maud Gonne হঠাৎ করে John MacBride কে বিয়ে করেন, যাকে পরবর্তীতে Yeats-এর প্রচেষ্টায় আইরিশ স্বাধীনতা আন্দোলনের শহীদ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
কবিতাটি blank verse এ রচিত এবং এটি দুই স্তবকের সমন্বয়ে গঠিত। পুরো কবিতায় মোট ১২টি লাইন রয়েছে।
-
কবিতার শেষ দুটি পঙক্তি হলো:
Why, what could she have done, being what she is?
Was there another Troy for her to burn? -
William Butler Yeats আধুনিক যুগের একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক ব্যক্তিত্ব।
-
তিনি কেবল একজন কবি নন, বরং একজন নাট্যকারও ছিলেন।
-
তার সাহিত্যকর্মগুলো আয়ারল্যান্ডের ঐতিহ্য, সংস্কৃতি ও রাজনীতির গভীর প্রভাব বহন করে।
-
নিজের জন্মভূমি আয়ারল্যান্ডের প্রতি ভালোবাসা তার কবিতাগুলোতে স্পষ্টভাবে ফুটে ওঠে।
-
তাকে আয়ারল্যান্ডের জাতীয় কবি বলা হয়।
-
তিনি ১৯২৩ সালে প্রথম আইরিশ হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
তার রচিত কিছু বিখ্যাত কবিতা হলো:
-
No Second Troy
-
A Prayer for My Daughter
-
The Tower
-
Sailing to Byzantium
-
The Second Coming
-
Easter 1916
-
The Man Who Dreamed of Fairyland
-
The Stolen Child
-
The Lake Isle of Innisfree
-
September 1913
-
An Irish Airman Foresees His Death
-
-
তার রচিত কিছু নাটক হলো:
-
The Countess Cathleen
-
The Hour Glass
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Calvary
-
At Hawk’s Wall
-

0
Updated: 21 hours ago
The Silent Woman is written by -
Created: 1 month ago
A
John Webster
B
Alexander Pope
C
Ben Jonson
D
John Dryden
• The Silent Woman:
- এটি Ben Jonson রচিত।
- এটি একটি play.
- The play is about a man named Dauphine, who creates a scheme to get his inheritance from his uncle Morose.
- The plan involves setting Morose up to marry Epicoene, a boy disguised as a woman
• Ben Jonson:
- তিনি একজন English writer.
- তিনি একাধারে English Stuart dramatist, lyric poet এবং literary critic.
- তাকে Father of Comedy of Humours বলা হয়।
• Famous Plays:
- The Silent Woman,
- Every Man in His Humour,
- Every Man out of His Humour,
- Sejanus,
- The Alchemist,
- The Poetaster,
- Volpone.

0
Updated: 1 month ago
What is 'Hamartia'?
Created: 2 days ago
A
The protagonist's error or flaw
B
A humorous twist in the plot
C
The purification of emotions
D
A minor character in a play
• 'Hamartia' is the protagonist's error or flaw.
• Hamartia:
- An error or flaw in the character of the protagonist of a tragedy.
- এটি একটি গ্রিক শব্দ, যার অর্থ "ত্রুটি" বা "ভুল"। এটি সাহিত্য এবং নাটকের ক্ষেত্রে ব্যবহৃত হয়, বিশেষ করে গ্রিক ট্র্যাজেডিতে, যেখানে প্রধান চরিত্রের নৈতিক বা বুদ্ধিবৃত্তিক ত্রুটি বা ভুল সিদ্ধান্তই তার পতনের কারণ হয়ে দাঁড়ায়।
- অর্থাৎ, এই literary termsটি দ্বারা , ট্র্যাজিডির protagonist এর চরিত্রের error or flaw বোঝায়।
- এটি protagonist এর চরিত্রে একটি এমন ত্রুটি বা ভুল, যা তার উঁচু সাফল্যের শীর্ষ থেকে তাকে দুঃখ-দুর্দশার নিম্নমুখী অবস্থানে নিয়ে যায়।
- এটি "tragic flaw" হিসেবেও পরিচিত।
- এটি সাধারণত স্বভাবগত বা মনস্তাত্ত্বিক ত্রুটি হতে পারে, যেমন অহংকার, অতিরিক্ত আত্মবিশ্বাস, অথবা মোহ।
- নাটকে, বিশেষ করে গ্রীক ট্র্যাজেডিতে, এটি নায়কের একটি অন্তর্নিহিত ত্রুটি বা ভুল বোঝাবুঝি বোঝায়, যা তার পতনের কারণ হয়। সাধারণত নায়কের চরিত্রগত ত্রুটি বা ভুল বিচারকে বোঝায়, যা তার পতনের দিকে নিয়ে যায়।
- যেমন, শেক্সপিয়রের Othello নাটকে ওথেলোর ঈর্ষা বা Hamlet নাটকে হ্যামলেটের অনিশ্চয়তা Hamartia এর উদাহরণ।

0
Updated: 2 days ago
"She almost missed the train." - Identify the Adverb.
Created: 1 week ago
A
Adverb of time
B
Adverb of Degree
C
Adverb of manner
D
Adverb of frequency
The correct answer is খ) Adverb of Degree
Explanation:
-
Adverb of Degree tells us how much or to what extent something happens.
-
It modifies verbs, adjectives, or other adverbs to indicate intensity.
Examples of Adverbs of Degree:
-
almost, quite, very, much, fully, partly, wholly, completely, strongly, totally, entirely, deeply, greatly, poorly, half, enough, somewhat, altogether, too, little, a little, rather.
Example Sentence:
-
She almost missed the train.
Other Adverb Types for Comparison:
-
Adverb of Time: Tells when something happens.
-
Examples: now, then, before, since, ago, already, once, twice, yesterday, today, tomorrow, daily, early, formerly, frequently.
-
Sentence: I have already finished my homework.
-
-
Adverb of Manner: Tells how something happens.
-
Examples: slowly, carefully, quickly, sadly, softly, steadily, suddenly.
-
Sentence: She walked slowly because she was tired.
-
-
Adverb of Frequency: Tells how often something happens.
-
Examples: always, usually, often, sometimes, rarely, never.
-
Sentence: He usually goes to school by bus.
-
Source: Applied English Grammar and Composition by P. C. DAS

0
Updated: 1 week ago