BROCHURE means
A
Opening
B
Pamphlet
C
Bureau
D
Censor
উত্তরের বিবরণ
Brochure (noun)
- কোনো স্থান বা কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণসংবলিত পুস্তিকা।
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
ক) Opening (noun)
- খোলা জায়গা; যাওয়া বা আসার পথ।
খ) Pamphlet (Noun)
- পুস্তিকা।
গ) Bureau (noun)
- দেরাজযুক্ত লেখার টেবিল; বুওরো।
ঘ) Censor (verb)
- পুস্তকাদির অংশবিশেষ) পরীক্ষা করা, কেটে বাদ দেওয়া।
• সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Pamphlet শব্দটি Brochure এর সমার্থক অর্থ প্রকাশ করে।
- তাই সঠিক উত্তর হবে - Pamphlet.
- Brochure means: Pamphlet.
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago
What is the meaning of the word "Jocular"?
Created: 3 weeks ago
A
Boring and dull
B
Angry and rude
C
Silent and thoughtful
D
Humorous and playful
Correct Answer: Humorous and playful
Jocular (adjective)
English Meaning:
-
Humorous
-
Enjoying making people laugh
Bangla Meaning:
রসিকতাপ্রিয়; রসিক।
Synonyms: Cheerful (আনন্দমুখর), Jolly (প্রফুল্ল), Jovial (উৎফুল্ল), Amusing (চিত্তাকর্ষক), Comic (হাস্যকর)।
Antonyms: Serious (গুরুগম্ভীর), Humourless (রসহীন), Gloomy (বিষণ্ন), Depressed (হতাশ), Demoralized (অবদমিত)।
Other Forms:
-
Jocularly (adverb)
-
Jocularity (noun)
Example Sentences:
-
She explained in a jocular fashion that I was the problem.
Bangla Meaning: তিনি রসিকভাবে ব্যাখ্যা করলেন যে সমস্যা আমার। -
She sighed and turned her head to look behind her and gave him a jovial smile.
Bangla Meaning: তিনি নিশ্বাস ছাড়লেন, মাথা ঘুরিয়ে পেছনে তাকালেন এবং তাকে একটি প্রফুল্ল হাসি দেখালেন।
Source: Live MCQ lecture

0
Updated: 3 weeks ago
The verb 'succumb' means-
Created: 1 month ago
A
achieve
B
submit
C
win
D
conquer
Succumb (Verb)
English meaning: Fail to resist pressure, temptation, or some other negative force; die from the effect of a disease or injury.Bangla Meaning: (প্রলোভন, তোষামোদ ইত্যাদির) বশীভূত হওয়া; মারা যাওয়া। • অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -ক) achieve - অর্জন করা; সম্পন্ন/সমাধা করা/ নিষ্পন্ন করা; সফল হওয়া।খ) submit - আনুগত্য/অধীনতা/বশ্যতা স্বীকার করা; অনুবর্তী হওয়া।গ) win - কঠোর পরিশ্রম, অধ্যবসায়, নিরলস প্রচেষ্টা দ্বারা অর্জন করা; জিতে নেওয়া।ঘ) conquer - জয় করা; শক্তিবলে দখল করা।
• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - submit শব্দটি Succumb এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - submit শব্দটি Succumb এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.

0
Updated: 1 month ago
Which word is closest in meaning to "Guileless"?
Created: 3 weeks ago
A
Shrewd
B
Calculating
C
Astute
D
Ingenuous
• The closest in meaning to 'Guileless' is - Ingenuous.
• Guileless (adjective)
English Meaning: free from cunning or deceit; innocent and straightforward.
Bangla Meaning: নির্দোষ; মিথ্যা ছাড়া; সরল।
অপশন আলোচনা:
Shrewd - কূটচালাক; বিচক্ষণ।
Calculating - সুবিধাবাদী; কৌশলী।
Astute - তীক্ষ্ণ বুদ্ধির; বিচক্ষণ।
Ingenuous - সরল; নির্দোষ; সৎ।

0
Updated: 3 weeks ago