'He contemplated marrying his cousin.' Here 'marrying' is a/an-
A
present participle
B
gerund
C
verb
D
infinitive
উত্তরের বিবরণ
বাক্য ‘He contemplated marrying his cousin.’-এ marrying হলো একটি Gerund। কারণ এখানে contemplate একটি verb, আর marrying verb-এর object হিসেবে ব্যবহৃত হয়েছে। object সবসময় noun হয়, তাই verb+ing যখন noun-এর কাজ করে তখন সেটি gerund হয়।
Gerund:
-
Verb-এর সাথে ing যোগ হয়ে যদি noun-এর কাজ করে অর্থাৎ verb ও noun—উভয়ের বৈশিষ্ট্য বহন করে, তবে সেটিকে gerund বলে।
-
সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun
-
এটি এমন একটি শব্দ যা verb থেকে তৈরি হয় কিন্তু noun-এর মতো কাজ করে।
-
Gerund কোনো action বর্ণনা করে না, বরং noun-এর ভূমিকা পালন করে।
Functions of the Gerund:
Gerund বিভিন্নভাবে বাক্যে ব্যবহৃত হয়, যেমন:
-
As subject: Rising early is a good habit.
-
As object: I like playing Badminton.
-
As an object of a preposition: The old woman is tired of walking.
-
As a complement of a verb: Working is earning.

0
Updated: 21 hours ago
Identify the word that can be used as both singular and plural:
Created: 5 days ago
A
wood
B
issue
C
fish
D
light
Wood শব্দটি Singular এবং plural উভয় অর্থেই ব্যবহৃত হতে পারে।
- কিন্তু Singular হলে wood অর্থ কাঠ অথবা বন হতে পারে।
- plural হলে এটি শুধুই বন অর্থে ব্যবহৃত হয়।
• Issue-এর plural form issues
• Light এর plural হিসেবে lights ব্যবহৃত হয়।
• কিন্তু fish শব্দটির plural হিসেবে আমরা fish এবং fishes দুটোকেই ব্যবহার করতে পারি।
- এবং plural হিসেবে ব্যবহার করলেও এটির অর্থ মাছের বহুবচন হিসেবেই ব্যবহৃত হবে।
- অর্থাৎ, wood-এর মত এর অর্থ সীমাবদ্ধ হয়ে যাবে না।
- তাই, সঠিক উত্তর fish.
Source: Cambridge Dictionary

0
Updated: 5 days ago
I will call you when I reach home. The underlined part is an example of -
Created: 1 week ago
A
Noun clause
B
Adjective clause
C
Adverb clause
D
Principal clause
• I will call you when I reach home.
-
Underlined part: when I reach home
-
Type: Adverb clause (of time)
-
Explanation:
-
এখানে when I reach home কাজটি (call) কখন ঘটবে তা নির্দেশ করছে।
-
যেহেতু এটি verb (call) কে modify করছে এবং সময় নির্দেশ করছে, তাই এটি adverbial clause of time।
-
Adverbial Clause:
-
একটি subordinate clause যা বাক্যে adverb-এর মতো কাজ করে।
-
এটি verb, adjective, বা অন্য adverbial clause কে modify করে।
-
সাধারণত time, place, cause, effect, purpose, manner ইত্যাদি প্রকাশ করে।

0
Updated: 1 week ago
No sooner had we started our journey than the bus _____ down.
Created: 1 week ago
A
had broken
B
break
C
broke
D
broken
Complete Sentence Example:
No sooner had we started our journey than the bus broke down.
Explanation:
-
No sooner…than is a correlative conjunction used to indicate that one event happens immediately after another.
-
Structure:
No sooner had + subject + past participle (verb) + than + subject + past tense (verb)
Similar Expressions:
-
Hardly had → used with when
-
Scarcely had → used with when
-
All three expressions convey the meaning of “করে না করতেই / হতে না হতেই” (as soon as / hardly).
Rules:
-
After No sooner, use than (not then).
-
After Hardly or Scarcely, use when (not than).
More Examples:
-
No sooner had he finished his breakfast than the phone rang.
-
No sooner had she stepped outside than it started raining.
-
No sooner had we sat down for dinner than the phone rang.

0
Updated: 1 week ago