Which gender is the word 'orphan'?
A
neuter
B
feminine
C
common
D
masculine
উত্তরের বিবরণ
Orphan শব্দটির অর্থ হলো এতিম শিশু বা এতিম, অর্থাৎ সেই শিশু যার বাবা-মা মৃত। এটি ছেলে-মেয়ে উভয়কেই বোঝাতে পারে। তাই, এই শব্দটির Gender হলো common gender।
Gender হলো এমন একটি বৈশিষ্ট্য যা দ্বারা noun বা pronoun-এর পুরুষ, স্ত্রী বা উভয়ই নয় এমন অবচেতন বা নিরপেক্ষ অবস্থাকে বোঝানো হয়। সাধারণত Gender চার প্রকারের হয়:
- 
Masculine Gender: যে noun বা pronoun দ্বারা কোনো প্রাণীর পুরুষ অবস্থাকে বোঝানো হয়। 
 উদাহরণ: Man, Boy, Brother, Bull, He, Dog, Cock ইত্যাদি।
- 
Feminine Gender: যে noun বা pronoun দ্বারা কোনো প্রাণীর স্ত্রী অবস্থাকে বোঝানো হয়। 
 উদাহরণ: Woman, Cow, Sister, Girl, She, Bitch, Hen ইত্যাদি।
- 
Neuter Gender: যে noun দ্বারা কোনো প্রাণীর পুরুষ বা স্ত্রী অবস্থাকে বোঝানো হয় না। 
 উদাহরণ: Book, Pen, Table ইত্যাদি।
- 
Common Gender: যে noun বা pronoun দ্বারা কোনো প্রাণীর পুরুষ বা স্ত্রী যে কোনো অবস্থাকে বোঝানো যায়। 
 উদাহরণ: Baby, Cousin, Student, Teacher, Citizen, Enemy ইত্যাদি।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
What is the antonym of 'Exculpate'?
Created: 1 month ago
A
Incriminate
B
Abrogate
C
Discharge
D
Vindicate
Exculpate শব্দটির অর্থ ও বিপরীতার্থক বোঝার জন্য নিম্নলিখিত তথ্যগুলো প্রাসঙ্গিক।
- 
Exculpate (Verb, transitive) - 
ইংরেজি অর্থ: Show or declare that (someone) is not guilty of wrongdoing 
- 
বাংলা অর্থ: অভিযোগাদি থেকে নিষ্কৃতি দেওয়া 
 
- 
- 
দেওয়া অপশনগুলোর অর্থ: - 
ক) Incriminate - দোষারোপ করা; অভিযুক্ত করা 
- 
খ) Abrogate - (আনুষ্ঠানিক) ক্ষমতাবলে বাতিল/রদ/স্থগিত করা 
- 
গ) Discharge - দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া; অপরাধ থেকে খালাস দেওয়া 
- 
ঘ) Vindicate - (বিবাদ বা আক্রমণের উপজীব্য কোনোকিছুর সত্যতা, ন্যায্যতা, যথার্থতা ইত্যাদি) প্রমাণ বা প্রতিপাদন করা 
 
- 
- 
অপশনগুলোর অর্থ বিবেচনা করে দেখা যায়, Exculpate শব্দের বিপরীতার্থক হলো Incriminate। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
'A Christmas Carol' is a _________ by Charles Dickens.
Created: 1 month ago
A
ballad
B
sketch story
C
historical novel
D
short novel
A Christmas Carol (Charles Dickens)
- 
A Christmas Carol হলো চার্লস ডিকেন্সের লেখা একটি Novella (Short Novel)। 
- 
এটি প্রথম প্রকাশিত হয় 1843 সালে। 
- 
Novella বলতে বোঝায় ছোট উপন্যাস, যা Short Story-এর চেয়ে বড় এবং Full Novel-এর চেয়ে ছোট। 
মূল চরিত্র
- 
এই কাহিনীর নায়ক Ebenezer Scrooge, যিনি অত্যন্ত কৃপণ ও কঠোর স্বভাবের মানুষ। 
- 
তাঁকে তিনটি ভিন্ন ভিন্ন আত্মা (Ghost of Christmas Past, Present, Yet to Come) স্বপ্নে এসে শিক্ষা দেয় যে— 
 জীবনে সুখ আসে শুধু অর্থ-সম্পদে নয়, বরং উদারতা, দয়া ও মানবিকতায়।
প্রধান চরিত্রসমূহ
- 
Ebenezer Scrooge 
- 
Jacob Marley 
- 
Bob Cratchit 
- 
Tiny Tim 
- 
Ghost of Christmas Past 
- 
Ghost of Christmas Present 
- 
Ghost of Christmas Yet to Come 
- 
Fred 
- 
Fezziwig 
- 
Mrs. Emily Cratchit 
- 
Martha Cratchit, ইত্যাদি। 
লেখক পরিচিতি
- 
Charles Dickens ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে পরিচিত। 
- 
তিনি “Boz” ছদ্মনামে লিখতেন। 
তাঁর বিখ্যাত উপন্যাসসমূহ
- 
A Christmas Carol 
- 
David Copperfield 
- 
Bleak House 
- 
A Tale of Two Cities 
- 
Great Expectations 
- 
Our Mutual Friend 
- 
Hard Times 
- 
The Pickwick Papers 
উৎস: Britannica ও Live MCQ Lecture
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Irksome (Similar)
Created: 1 month ago
A
Obloquy
B
Annoying
C
Delightful
D
Refreshing
Irksome (Adjective)
- 
English Meaning: Causing irritation or annoyance. 
- 
Bangla Meaning: বিরক্তিকর; ক্লেশকর 
Synonyms (সমার্থক):
- 
Annoying → উত্তেজনা উদ্রেককারী 
- 
Bothersome → বিরক্তিকর 
- 
Worsening → অধিকতর খারাপ করা 
- 
Bothering → বিরক্তিকর 
Antonyms (বিপরীতার্থক):
- 
Helpful → সহায়ক 
- 
Assisting → সহায়তাকারী 
- 
Pleasant → আনন্দায়ক 
- 
Enjoyable → উপভোগ্য 
- 
Fun → প্রশান্তিদায়ক, উপভোগ্য 
Related Options:
- 
Obloquy → গণধিক্কার; নিন্দা; অপযশ 
- 
Annoying → উত্তেজনা উদ্রেককারী 
- 
Delightful → ইচ্ছাকৃত; উদ্দেশ্যপ্রণোদিত; সুচিন্তিত 
- 
Refreshing → শক্তিদায়ক; শ্রান্তিহর 
Example Sentences:
- 
His constant complaints became irksome to everyone around him. 
- 
The long and boring lecture was extremely irksome. 
Source:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago