What is the antonym for the word 'deformation'?
A
distortion
B
contortion
C
wholeness
D
disfigurement
উত্তরের বিবরণ
Deformation একটি বিশেষ্য যা কোনো বস্তু বা আকারের বিকৃতি বা পরিবর্তনের প্রক্রিয়া বোঝায়, অথবা বিকৃত আকারের ফলাফল নির্দেশ করে। বাংলায় এটি বোঝায় বিকৃতি বা বিকলতা।
- 
Synonyms (সমার্থক শব্দ): distortion, malformation, contortion, buckling, twisting, warping, bending, disfigurement 
- 
Antonyms (বিপরীত শব্দ): straightening, unbending, wholeness 
এতে দেখা যায়, deformation বা আকৃতি পরিবর্তনের বিপরীত হলো wholeness, অর্থাৎ সম্পূর্ণতা বা সমগ্রতা।
- 
contortion বোঝায় দুমড়ানো অবস্থা। 
- 
disfigurement এবং distortion দুটোই বিকৃতি বোঝায় এবং এগুলো deformation এর সমার্থক। 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
The antonym of the word "Inane" is -
Created: 1 month ago
A
Profound
B
Vacuous
C
Fatuous
D
Asinine
Inane হলো একটি বিশেষণ (adjective) এবং বিশেষ্য (noun)।
- 
ইংরেজি অর্থ: Extremely silly or having no real meaning or importance. 
- 
বাংলা অর্থ: অসার; নিঃসার; তুচ্ছ; ফাঁকা 
- 
সমার্থক শব্দ (Synonyms): - 
Vacuous – চিন্তা বা বুদ্ধিমত্তার অভাবসূচক; শূন্য; ফাঁকা; উদাস; শূন্যগর্ভ 
- 
Fatuous – বোকা; জড়বুদ্ধি; বোকার ন্যায় আত্মতুষ্টি প্রদর্শনকারী 
- 
Asinine – নির্বোধ; গর্দভসুলভ 
 
- 
- 
বিপরীতার্থক শব্দ (Antonyms): - 
Profound – গভীর; অগাধ; সুগভীর; প্রগাঢ়; অবগাঢ় 
- 
Astute – বিচক্ষণ; চতুর 
- 
Judicious – সুবিবেচনাপূর্ণ; বিচক্ষণ 
 
- 
- 
উদাহরণ বাক্য: - 
It was a fatuous idea to go hiking during the storm. 
- 
He always makes inane comments during serious discussions. 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
The antonym for inimical -
Created: 1 week ago
A
hostile
B
friendly
C
indifferent
D
angry
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 week ago
Antonym of Whimsical -
Created: 1 month ago
A
Eccentric
B
Reasonable
C
Capricious
D
Impulsive
Whimsical (adjective)
English Meaning: Unusual and strange in a way that might be funny or annoying.
Bangla Meaning: বাতিকগ্রস্ত; খেয়ালি; অদ্ভুত।
Synonyms:
Mischievous (অনিষ্টকর)
Eccentric (অদ্ভুত; খামখেয়ালি)
Peculiar (বিচিত্র)
Capricious (খামখেয়ালি)
Impulsive (আবেগপ্রবন)
Antonyms:
Hardheaded (বাস্তববুদ্ধিসম্পন্ন)
Logical (যৌক্তিক)
Reasonable (যুক্তিপরায়ণ)
Sensible (সুবুদ্ধিসম্পন্ন; কাণ্ডজ্ঞানসম্পন্ন)
Respectful (সম্মানযোগ্য)
Example Sentences:
The question is whimsical, but perhaps it illustrates something.
She has a whimsical sense of humor.
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago