'চিকিৎসাশাস্ত্র' কোন সমাস?
A
কর্মধারয়
B
বহুব্রীহি
C
অব্যয়ীভাব
D
তৎপুরুষ
উত্তরের বিবরণ
কর্মধারয় সমাস হলো সেই ধরনের সমাস যেখানে পরপদের অর্থই প্রধান্য পায়। এটি সাধারণত বিশেষ্য ও বিশেষণ পদে অথবা বিশেষ্য ও বিশেষণ ভাবাপন্ন পদে গঠিত হয়। অর্থাৎ সমাসে যে পদটি অন্যটির ওপর নির্ভরশীল, তার অর্থ প্রধানভাবে প্রকাশ পায়। উদাহরণস্বরূপ:
- 
গোলাপ নামের ফুল → গোলাপফুল 
- 
ঘরে আশ্রিত জামাই → ঘরজামাই 
মধ্যপদলোপী কর্মধারয় সমাস হলো সেই কর্মধারয় সমাস যেখানে মধ্যপদ লোপ পায়, অর্থাৎ সমাসে মধ্যবর্তী পদটি বাদ দিয়ে শব্দটি গঠিত হয়। উদাহরণস্বরূপ:
- 
সিংহ চিহ্নিত আসন → সিংহাসন 
- 
চিকিৎসা বিষয়ক যে শাস্ত্র → চিকিৎসাশাস্ত্র 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
সমাস নির্ণয় করুন – বেআইনি।
Created: 2 months ago
A
অব্যয়ীভাব
B
নঞ তৎপুরুষ
C
উপপদ তৎপুরুষ
D
নিত্য সমাস
না বাচক নঞ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে সমাস হয় তাই নঞ তৎপুরুষ সমাস। যেমন: নৃ বিষয়ক তত্ত্ব= নৃতত্ত্ব (মধ্যপদলোপী কর্মধারয়); নয় কাঁড়া = আকাঁড়া; নাকে খত = নাকে খত (অলুক তৎপুরুষ); দায়ে ঠেকা = দায়েঠেকা (অলুক তৎপুরুষ); উল্লেখ্য, লুনের অভাব = আলুনি (অবয়ীভাব সমাস)।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
নিচের কোনটি নিত্য সমাস?
Created: 1 month ago
A
পঞ্চনদ
B
বেয়াদব
C
দেশান্তর
D
ভালমন্দ
যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্যসমাস বলে। তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়। যেমন: অন্য গ্রাম = গ্রামান্তর, কেবল দর্শন দর্শনমাত্র, অন্য গৃহ = গৃহান্তর, (বিষাক্ত) কাল (যম) তুল্য (কাল = বর্ণের নয়) সাপ = কালসাপ, তুমি আমি ও সে = আমরা, দুই এবং নব্বই = বিরানব্বই।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
কোনটি দ্বিগু সমাস?
Created: 2 months ago
A
সপ্তাহ
B
পরিভ্রমণ
C
আমরণ
D
মনগড়া
'সপ্তাহ' দ্বিগু সমাস। সমাহার (সমষ্টি) বা মিলন অর্থ সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাই দ্বিগু সমাস। 'সপ্তাহ' বিশ্লেষণ করলে পাই - সপ্ত অহের সমাহার ।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago