In the following four questions, choose the word or phrase that is most nearly similar or opposite in meaning to the word given in the question:
A
Transgress
B
Purloin
C
Invade
D
Intrude
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হবে - ক) Transgress.
• Infringe (verb)
১. ভঙ্গ/লঙ্ঘন/খণ্ডন করা; অতিবর্তন/অতিক্রম করা
২. লঙ্ঘন/আক্রমণ করা
• Transgress (verb)
(১) (সীমা) লঙ্ঘন করা।
(২) (আইন, চুক্তি) ভঙ্গ করা।
(৩) পাপ করা, নীতিভ্রষ্ট হওয়া।
• অন্য অপশনগুলোর মধ্যে -
খ) Purloin (verb transitive)
(আনুষ্ঠানিক) চুরি করা।
গ) Invade (verb)
১. সশস্ত্রবাহিনী নিয়ে প্রবেশ করা; হানা দেওয়া; উপদ্রব করা; অধিক্রম পরিচালনা করা; (লাক্ষণিক) ভিড় করা; আকীর্ণ/সংকুল করা: দুশ্চিন্তা-দুর্ভাবনায় আকীর্ণ মন।
(২) হামলা/হস্তক্ষেপ/লঙ্ঘন করা।
ঘ) Intrude (verb)
- জোর করে প্রবেশ করা বা করানো; অনাহূত/অবাঞ্ছিতভাবে প্রবেশ করা.
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago