'চিকিৎসাশাস্ত্র' কোন সমাস?
A
কর্মধারয়
B
বহুব্রীহি
C
অব্যয়ীভাব
D
তৎপুরুষ
উত্তরের বিবরণ
কর্মধারয় সমাস হলো সেই ধরনের সমাস যেখানে পরপদের অর্থই প্রধান্য পায়। এটি সাধারণত বিশেষ্য ও বিশেষণ পদে অথবা বিশেষ্য ও বিশেষণ ভাবাপন্ন পদে গঠিত হয়। অর্থাৎ সমাসে যে পদটি অন্যটির ওপর নির্ভরশীল, তার অর্থ প্রধানভাবে প্রকাশ পায়। উদাহরণস্বরূপ:
-
গোলাপ নামের ফুল → গোলাপফুল
-
ঘরে আশ্রিত জামাই → ঘরজামাই
মধ্যপদলোপী কর্মধারয় সমাস হলো সেই কর্মধারয় সমাস যেখানে মধ্যপদ লোপ পায়, অর্থাৎ সমাসে মধ্যবর্তী পদটি বাদ দিয়ে শব্দটি গঠিত হয়। উদাহরণস্বরূপ:
-
সিংহ চিহ্নিত আসন → সিংহাসন
-
চিকিৎসা বিষয়ক যে শাস্ত্র → চিকিৎসাশাস্ত্র

0
Updated: 21 hours ago
দ্বিগু সমাসে কোন পদ প্রধান?
Created: 1 week ago
A
পরপদ
B
অন্য পদ
C
উভয় পদ
D
উভয়
সংখ্যাবাচক শব্দ + বিশেষ্য = দ্বিগু সমাস।

0
Updated: 1 week ago
কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে?
Created: 1 month ago
A
অব্যয়ীভাব
B
বহুব্রীহি
C
দ্বন্দ্ব
D
কর্মধারয়
যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন - নীল যে পদ্ম = নীলপদ্ম, যিনি জজ তিনিই সাহেব = জজ সাহেব, মহান যে নবি = মহানবি।

0
Updated: 1 month ago
‘গায়ে হলুদ’ কোন সমাসের উদাহরণ?
Created: 1 week ago
A
তৎপুরুষ সমাস
B
বহুব্রীহি সমাস
C
কর্মধারয় সমাস
D
দ্বন্দ্ব সমাস
'গায়ে হলুদ' বহুব্রাহী সমাসের উদাহরণ। যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি। এখানের 'বহু' কিংবা 'ধান' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়।

0
Updated: 1 week ago