'সপ্তকাণ্ড রামায়ণ' বাগ্ধারার অর্থ কী?
A
রামায়ণের সাত পর্ব
B
রামায়ণে বর্ণিত বৃক্ষ
C
রামায়ণে বর্ণিত সাতটি সমুদ্র
D
বৃহৎ বিষয়
উত্তরের বিবরণ
‘সপ্তকাণ্ড রামায়ণ’ বাগ্ধারাটি সাধারণত বৃহৎ বিষয় বোঝাতে ব্যবহৃত হয়। বাংলায় কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারার অর্থ নিচে দেওয়া হলো:
-
ঢাকের বাঁয়া – অকেজো বা অর্থহীন।
-
ঢেঁকির কুমির – অপদার্থ বা অযোগ্য।
-
ঢাক পেটানো – প্রচার করা বা ব্যাপকভাবে জানান।
-
উড়নচণ্ডী – বেহিসেবি বা অপ্রয়োজনীয়ভাবে আচরণ করা।
-
হাড়হদ্দ – সবকিছু বা সর্বোচ্চ।
-
ঢাকঢাক গুড় গুড় – লুকোচুরি বা গোপন কার্যকলাপ।
-
দিবাস্বপ্ন – অলীক কল্পনা বা বাস্তব নয় এমন চিন্তা।

0
Updated: 22 hours ago
‘হাতে দূর্বা গজানো’ বাগধারাটির অর্থ কী?
Created: 1 week ago
A
ছন্নছাড়া
B
অলুক্ষণে
C
আলসেমির লক্ষণ
D
অতিশয় দূর্বল
হাড় হাভাতে - বাগধারার অর্থ হলো - লক্ষীছাড়া, কুলক্ষুণে বা অলুক্ষণে। তালপাতার সেপাই - বাগধারার অর্থ হলো - অতিশয় দুর্বল। সঠিক উত্তর - আলসেমির লক্ষণ।

0
Updated: 1 week ago
‘ফপর দালালি’– এ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
Created: 1 week ago
A
ঠোঁট কাটা
B
গায়ে পড়ে মাতব্বরী
C
কাণ্ডজ্ঞানহীন
D
ধনের অহংকার
ফপর দালালি - গায়ে পড়ে মাতব্বরি বা অতিরিক্ত চালবাজি।
উদাহরণ : সবখানে ফপর দালালি চলে না, জায়গা বুঝে কাজ করতে হয়।

0
Updated: 1 week ago
‘যার কোন মূল্যে নাই’- সমার্থক বাগধারা কোনটি?
Created: 6 days ago
A
ডাকা বুকো
B
তুলসি বনের বাঘ
C
কাঠের পুতুল
D
ঢাকের বায়া
কাঠের পুতুল - নির্জীব, তুলসী বনের বাঘ - ভন্ড, ঢাকের বায়া - যার কোন মূল্য নেই।

0
Updated: 6 days ago