মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?
A
মনসামঙ্গল
B
মনসাবিজয়
C
পদ্মপুরাণ
D
পদ্মাবতী
উত্তরের বিবরণ
মনসা দেবীকে কেন্দ্র করে লেখা মনসামঙ্গল কাব্যগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ রচনা হলো পদ্মপুরাণ, যা কবি বিজয়গুপ্ত রচনা করেছেন। পদ্মপুরাণ মনসামঙ্গল কাব্যের একটি শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে পরিচিত এবং কাব্যধারার ইতিহাসে এটি বিশেষ গুরুত্ব রাখে।
মনসামঙ্গল কাব্যসমূহে দেবতা, মানুষের সম্পর্ক, সামাজিক দ্বন্দ্ব এবং অলৌকিক শক্তির বিষয়গুলি ফুটে উঠেছে। এছাড়া, মনসামঙ্গলের অন্যান্য কবিরাও এই ধারা অনুসরণ করেছেন, যেমন নারায়ণ দেব ও বিপ্রদাস পিপিলাই।
মনসামঙ্গল ও পদ্মপুরাণ
- 
মনসামঙ্গল কাব্যধারার অন্যতম কবি বিজয়গুপ্ত, যিনি পদ্মপুরাণ রচনা করেছেন। 
- 
পদ্মপুরাণ মনসামঙ্গল কাব্যের অপর নাম হিসেবেও পরিচিত। 
- 
বিজয়গুপ্ত প্রাপ্ত পুঁথিভিত্তিক প্রাচীনতম মনসামঙ্গল কাব্যের কবি। 
- 
মনসামঙ্গলের আরেকজন কবি নারায়ণ দেব, যিনি তার রচিত কাব্যেও পদ্মপুরাণ নাম ব্যবহার করেছেন। 
- 
বিপ্রদাস পিপিলাই রচনা করেছেন মনসাবিজয়। 
মনসামঙ্গল কাব্যের বৈশিষ্ট্য ও আখ্যান
- 
মনসামঙ্গল কাব্যগুলির মধ্যে প্রাচীনতম। 
- 
সাপের দেবী মনসাকে কেন্দ্র করে স্তব, কাহিনি ও অলৌকিক ঘটনা নিয়ে রচিত। 
- 
চাঁদ সওদাগর প্রথমে মনসার প্রতি বিরূপতা দেখান, পরে তার অলৌকিক শক্তির প্রভাব স্বীকার করে বশ্যতা স্বীকার করেন। 
- 
দেবতা ও মানুষের দ্বন্দ্ব, সামাজিক শ্রেণিবৈষম্য এবং আর্য-অনার্য দ্বন্দ্ব কাব্যে প্রতিফলিত। 
- 
কাব্যের প্রাথমিক কবি: কানা হরিদত্ত। 
মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র:
- 
বেহুলা 
- 
লখিন্দর 
- 
সনকা 
- 
সাপের দেবী মনসা 
- 
মধ্যযুগের সংগ্রামী নারী চরিত্র হিসেবে বেহুলা উল্লেখযোগ্য। 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন?
Created: 2 months ago
A
আবুল হাসান
B
হুমায়ুন কবির
C
সোমেন চন্দ
D
কল্যাণ মিত্র
সোমেন চন্দ
- 
সোমেন চন্দ মূলত একজন সাহিত্যিক ও রাজনীতিবিদ ছিলেন। 
- 
জন্ম: ২৪ মে ১৯২০, বালিয়া গ্রাম, পলাশ, নরসিংদী। 
- 
পূর্ণ নাম: সোমেন্দ্র কুমার চন্দ। 
- 
তিনি ঢাকার প্রগতি লেখক সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন। 
- 
তাঁর বিখ্যাত ছোটগল্প ‘ইঁদুর’ বহু ভাষায় অনূদিত হয়েছে। 
- 
বিখ্যাত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ জানিয়েছেন, ‘ইঁদুর’ গল্পটি পড়ে তিনি সাহিত্য রচনার প্রেরণা পেয়েছিলেন। 
- 
মৃত্যু: ৮ মার্চ ১৯৪২, ঢাকায় ফ্যাসিবাদ সমর্থকদের হাতে ছুরিকাঘাতে নিহত। 
রচিত গ্রন্থসমূহ:
- 
সংকেত ও অন্যান্য গল্প 
- 
বনস্পতি ও অন্যান্য গল্প 
- 
সোমেন চন্দের গল্পগুচ্ছ 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
মানুষের দেহের যে সব অঙ্গ-প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে?
Created: 1 month ago
A
বাক প্রত্যঙ্গ
B
অঙ্গধ্বনি
C
স্বরতন্ত্রী
D
নাসিকাতন্ত্র
মানবদেহে যেসব অঙ্গ-প্রত্যঙ্গ ধ্বনি সৃষ্টি করতে সহায়তা করে, তাদেরকে বাক-প্রত্যঙ্গ বলা হয়। এই বাক-প্রত্যঙ্গগুলোকে একত্রে বাগ্যন্ত্র নামে পরিচিত। বাগ্যন্ত্র হল সেই সকল অঙ্গ-প্রত্যঙ্গের সমষ্টি, যা ধ্বনি উচ্চারণে সরাসরি ভূমিকা রাখে। মানবদেহের উপরের অংশে ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত যে কোনো অঙ্গ ধ্বনি উৎপাদনে কাজে লাগে, তা বাগ্যন্ত্রের অন্তর্ভুক্ত।
বাগ্যন্ত্রের অংশগুলো:
- 
ফুসফুস 
- 
শ্বাসনালী 
- 
স্বরযন্ত্র 
- 
জিভ 
- 
আলজিভ 
- 
তালু 
- 
মূর্ধা 
- 
দন্তমূল ও দন্ত 
- 
ওষ্ঠ 
- 
নাসিকা 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?
Created: 1 month ago
A
জবাবদিহি
B
মিথস্ক্রিয়া
C
অধীনস্থ
D
গৌরবিত
প্রত্যয়ের অপপ্রয়োগ-জনিত অশুদ্ধি
প্রত্যয়ের অপপ্রয়োগের ফলে শব্দগঠন বা বাক্যে পদ ব্যবহারের সময় বানানে যে সব ভুল হয় সেরকম কিছু শব্দের তালিকা নিচে দেওয়া হলো:
• অশুদ্ধ শব্দ - শুদ্ধ শব্দ:
- আবশ্যকীয় - আবশ্যক;
- একত্রিত - একত্র;
- অধীনস্থ - অধীন;
- করিতকর্মী - করিতকর্মা;
- গণ্যনীয় - গণনীয়;
- জ্ঞানমান - জ্ঞানবান;
- ঘূর্ণীয়মান - ঘূর্ণায়মান;
- পুজ্য - পূজ্য;
- বাহ্যিক - বাহ্য।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
                                                                                             
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago