দৌলত উজির বাহরাম খান সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্ঠপােষকতা লাভ করেন?
A
সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ
B
কোরেশী মাগন ঠাকুর
C
সুলতান বরবক শাহ
D
জমিদার নিজাম শাহ
উত্তরের বিবরণ
দৌলত উজির বাহরাম খান ছিলেন একজন প্রখ্যাত কাব্যকার, যিনি রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারা অনুসরণ করে ‘লাইলী-মজনু’ কাব্য রচনা করেন, যা বাংলা সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হয়।
তিনি সাহিত্য সৃষ্টিতে ‘জমিদার নিজাম শাহ’-এর পৃষ্ঠপোষকতা লাভ করেন। কবির আত্মপরিচয় থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায় না, তবে জানা যায় যে তিনি চট্টগ্রামের ফতেহবাদ বা জাফরাবাদের অধিবাসী ছিলেন। তার পিতা মোবারক খান চট্টগ্রামের অধিপতির কাছ থেকে ‘দৌলত উজির’ উপাধি লাভ করেন এবং পূর্বপুরুষ হামিদ খান গৌড়ের সুলতান হুসেন শাহের প্রধান আমত্য ছিলেন।
বাহরাম খান অল্প বয়সে পিতৃহীন হলে চট্টগ্রামের অধিপতি নেজাম শাহ সুর তাঁকে পিতৃপদ (উজির) হিসেবে গ্রহণ করেন। নিজাম শাহ গৌড়ের নৃপতি থাকাকালীন সময়ে তিনি ‘লাইলী-মজনু’ কাব্য রচনা করেন।
প্রধান তথ্যসমূহ:
-
দৌলত উজির বাহরাম খান রচিত ‘লাইলী-মজনু’ কাব্যটি রোমান্টিক প্রণয়োপাখ্যান কাব্যধারায় গুরুত্বপূর্ণ।
-
সাহিত্য সৃষ্টিতে তিনি জমিদার নিজাম শাহ-এর পৃষ্ঠপোষকতা পান।
-
কবির ব্যক্তিজীবন থেকে জানা যায়, তিনি চট্টগ্রামের ফতেহবাদ বা জাফরাবাদ এলাকার অধিবাসী ছিলেন।
-
পিতা মোবারক খান ‘দৌলত উজির’ উপাধি লাভ করেন; পূর্বপুরুষ হামিদ খান ছিলেন গৌড়ের সুলতান হুসেন শাহের প্রধান আমত্য।
-
পিতৃহীন অবস্থায় নেজাম শাহ সুর তাঁকে উজির পদ দেন।
-
নিজাম শাহ গৌড়ের নৃপতি থাকাকালীন সময়ে ‘লাইলী-মজনু’ রচনা করা হয়।
-
দৌলত উজির বাহরাম খানের দুটি আখ্যানকাব্য: লায়লী-মজনু ও ইমাম-বিজয়।

0
Updated: 22 hours ago
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কী ধরনের রচনা?
Created: 1 month ago
A
ছোটগল্প
B
কাব্যনাটক
C
উপন্যাস
D
পত্রপন্যাস
পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক রচিত একটি কাব্যনাট্য। এখানে মুক্তিযুদ্ধকে মহাকাব্যিক ব্যঞ্জনায় তুলে ধরা হয়েছে। নাটকটিতে ১৯৭১ সালের বাংলাদেশ শত্রু মুক্ত হওয়ার সময়কালে একটি প্রত্যন্ত গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে।
পায়ের আওয়াজ পাওয়া যায় মূলত মুক্তিযোদ্ধাদের আগমনের পদধ্বনি। তাঁর রচিত অন্যান্য কাব্যনাট্য নূরলদীনের সারাজীবন, এখানে এখন, গণনায়ক, বাংলার মাটি বাংলার জল ইত্যাদি।

0
Updated: 1 month ago
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Created: 6 days ago
A
এ কথা প্রমাণ হয়েছে।
B
‘গীতাঞ্জলি’ পড়েছ কি?
C
অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন।
D
আবশ্যক ব্যয়ে কার্পণ্য করা অনুচিত।
১/এ কথা প্রমানিত হয়েছে। (সঠিক) ২/ অল্প দিনের মধ্যে তিনি আরোগ্যলাভ করবেন। (সঠিক) ৩/আবশ্যক ব্যয়ে কৃপণতা করা অনুচিত। (সঠিক) তাই সঠিক বাক্য - "গীতাঞ্জলী " পড়েছো কি?

0
Updated: 6 days ago
কালি ও কলম কী?
Created: 2 weeks ago
A
উপন্যাস
B
কাব্যগ্রন্থ
C
পত্রিকা
D
প্রবন্ধ
কলকাতা থেকে ১৯২৬ খ্রিষ্টাব্দ থেকে মাসিক কালিকলম সচিত্র সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন মুরলীধর বসু, শৈলজানন্দ মুখোপাধ্যায় ও প্রেমেন্দ্র মিত্র। পরবর্তীতে শৈলজানন্দ মুখোপাধ্যায় দীর্ঘদিন সম্পাদনা করেন। পত্রিকাটি কলকাতা কলেজ স্ট্রিট মার্কেটের বরদা এজেন্সি থেকে প্রকাশিত।

0
Updated: 2 weeks ago