সংসদীয় রাজনৈতিক ব্যবস্থায় "আস্থা ভোট" বলতে নিম্নের কোনটি বোঝায়?
A
জনগণের প্রতি আস্থা যাচাই
B
রাষ্ট্রপতির প্রতি আস্থা যাচাই
C
বিরোধীদলের সমর্থন যাচাই
D
সংসদে প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন যাচাই
উত্তরের বিবরণ
সংসদীয় রাজনৈতিক ব্যবস্থায় আস্থা ভোট বলতে বোঝায় সংসদে প্রধানমন্ত্রীর প্রতি সদস্যদের সমর্থন যাচাই করা। সংসদীয় ব্যবস্থায় এটি সাধারণত একটি প্রস্তাবের ওপর ভোটের মাধ্যমে সম্পন্ন হয়, যার উদ্দেশ্য হলো সরকার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থার অধীনে ক্ষমতায় আছে কিনা তা নির্ধারণ করা।
- 
যদি সংখ্যাগরিষ্ঠ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেন, সরকার ক্ষমতায় টিকে থাকে। 
- 
যদি সংখ্যাগরিষ্ঠ সদস্য প্রস্তাবের বিপক্ষে ভোট দেন, সরকারকে পদত্যাগ করতে হয়। 
সংবিধানের ৭০ নং অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা (এমপি) তাদের দলের বিপক্ষে ভোট দিতে পারেন না। এতে বলা হয়েছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত ব্যক্তি যদি ওই দল থেকে পদত্যাগ করেন বা সংসদে দলের বিপক্ষে ভোট দেন, তাহলে তাঁর আসন শূন্য হবে।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ড. মুহাম্মদ ইউনূস কোন উপদেষ্টা ছিলেন?
Created: 1 month ago
A
পররাষ্ট্র, স্বরাষ্ট্র, তথ্য মন্ত্রণালয়
B
আইন, বিচার ও সংসদ এবং স্থানীয় সরকার
C
বিজ্ঞান ও প্রযুক্তি, প্রাথমিক ও গণশিক্ষা
D
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়
বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার হলো এমন একটি শাসন ব্যবস্থা, যেখানে দুইটি নির্বাচিত সরকারের মধ্যে সময়কালীনভাবে অনির্বাচিত ব্যক্তি বা কর্মকর্তারা দেশের শাসনভার গ্রহণ করেন। এটি সাধারণত নির্বাচনের পূর্বপর্যায় সরকারের মধ্যবর্তী ব্যবস্থাপনা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য গঠিত হয়।
- 
১৯৯০ সালে সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের পতনের পর জাতীয় নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালনের জন্য নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। 
- 
১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণআন্দোলনের প্রেক্ষিতে হুসেইন মুহম্মদ এরশাদ পদত্যাগ করেন। 
- 
ওই দিনই প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 
পরবর্তীতে
- 
বিএনপি সরকারের পদত্যাগের পর ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি যোগ করা হয়। 
- 
একই বছর বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান দেশের প্রথম সংবিধানসম্মত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। 
- 
এর চারদিন পর সংবিধান অনুযায়ী ১০ জন উপদেষ্টা নিয়োগ করা হয়। তারা হলেন: ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, ড. মুহাম্মদ ইউনূস, অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, অধ্যাপক মো. শামসুল হক, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, শেগুফতা বখত চৌধুরী, এ জেড এম নাছিরুদ্দিন, সৈয়দ মঞ্জুর এলাহী, অধ্যাপক নাজমা চৌধুরী ও মেজর জেনারেল (অব.) আব্দুর রহমান খান। 
- 
ড. মুহাম্মদ ইউনূস এই সরকারের অধীনে বিজ্ঞান ও প্রযুক্তি, প্রাথমিক ও গণশিক্ষা, এবং পরিবেশ ও বন—এই তিনটি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। 
- 
এই তত্ত্বাবধায়ক সরকার মোট ৮৬ দিন ক্ষমতায় ছিল। 
- 
তারা ১৯৯৬ সালের ১২ জুন জাতীয় সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করেন। 
- 
অবশেষে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ১৯৯৬ সালের ১২ জুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
LGED-এর পূর্ণরূপ কী?
Created: 1 month ago
A
Local Growth & Engineering Development
B
Local Government Economic Division
C
Local Government Engineering Department
D
Local Governance & Education Directorate
LGED-এর পূর্ণরূপ হলো Local Government Engineering Department বা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এটি দেশের অন্যতম বৃহৎ প্রকৌশল সংস্থা, যার কার্যক্রম শুরু হয়েছিল ৬০ এর দশকে পল্লীপূর্ত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে। সময়ের সাথে সাথে এর পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে এবং বর্তমানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের সীমানা পর্যন্ত এর বিস্তৃত কর্মযজ্ঞ রয়েছে।
- 
স্থানীয় পর্যায়ে গ্রামীণ ও নগর অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ এলজিইডির অন্যতম প্রধান দায়িত্ব। 
- 
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন বিষয়ে কারিগরি সহায়তা প্রদানও এর কাজের অংশ। 
- 
বিভিন্ন মন্ত্রণালয়কেও প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিয়ে থাকে এলজিইডি। 
এলজিইডির মিশন
- 
কৃষি ও অকৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনা। 
- 
কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থ-সামাজিক উন্নয়ন। 
- 
স্থানীয় সরকার শক্তিশালীকরণ ও দারিদ্র্য দূরীকরণ। 
- 
স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তনে প্রভাবক হিসেবে কাজ করা। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
চাপসৃষ্টিকারী 'সুজন'-এর সম্পাদক কে?
Created: 1 month ago
A
রেহমান সোবহান
B
বদিউল আলম মজুমদার
C
সৈয়দা রেজওয়ানা হাসান
D
আদিলুর রহমান খান
বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে সচেতন নাগরিকদের উদ্যোগে গড়ে ওঠা একটি নির্দলীয় সংগঠন হলো সুজন (সুশাসনের জন্য নাগরিক)। এটি নাগরিক সমাজের এক স্বেচ্ছাব্রতী উদ্যোগ, যা শুরু থেকেই দেশের রাজনৈতিক ও সামাজিক সংস্কৃতিকে ইতিবাচকভাবে প্রভাবিত করার জন্য কাজ করছে।
- 
সুজন দেশের সচেতন নাগরিকদের সমন্বয়ে গঠিত একটি সংগঠন। 
- 
এর মূল লক্ষ্য হলো গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, রাষ্ট্রের সকল স্তরে সুশাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে আত্মনির্ভরশীল করে তোলা। 
- 
সংগঠনটি পরিচালিত হয় দলনিরপেক্ষতা, একতা, সততা, স্বচ্ছতা, সমতা ও অসাম্প্রদায়িকতা নীতির ভিত্তিতে। 
- 
২০০২ সালের ১২ নভেম্বর আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটি প্রথম আত্মপ্রকাশ করে, তখন এর নাম ছিল সিটিজেন্স ফর ফেয়ার ইলেকশন্স (সিএফই)। 
- 
বর্তমানে এর একটি ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি রয়েছে। 
- 
সুজনের সভাপতি জনাব এম হাফিজউদ্দিন খান এবং সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। 
উল্লেখযোগ্য তথ্য
- 
প্রথমে সংগঠনটি কাজ শুরু করে নির্বাচনী প্রক্রিয়ায় সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীদের নির্বাচিত করার লক্ষ্যে। তবে পরবর্তীতে এর লক্ষ্য সম্প্রসারিত হয়ে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনকেই কেন্দ্র করে। 
- 
২০০৩ সালের ২১ ডিসেম্বর সংগঠনের নাম পরিবর্তন করে রাখা হয় সুশাসনের জন্য নাগরিক (সুজন)। 
- 
সুজন কোনো দাতা সংস্থার অর্থে পরিচালিত এনজিও নয়। 
- 
এটি একটি নির্দলীয় স্বেচ্ছাব্রতী নাগরিক উদ্যোগ, যা সমাজের প্রতি দায়বদ্ধতার চেতনায় গড়ে উঠেছে। 
- 
সংগঠনের কার্যক্রম পরিচালিত হয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত নাগরিকদের নেতৃত্ব ও অর্থায়নে। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago