সংসদীয় রাজনৈতিক ব্যবস্থায় "আস্থা ভোট" বলতে নিম্নের কোনটি বোঝায়?
A
জনগণের প্রতি আস্থা যাচাই
B
রাষ্ট্রপতির প্রতি আস্থা যাচাই
C
বিরোধীদলের সমর্থন যাচাই
D
সংসদে প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন যাচাই
উত্তরের বিবরণ
সংসদীয় রাজনৈতিক ব্যবস্থায় আস্থা ভোট বলতে বোঝায় সংসদে প্রধানমন্ত্রীর প্রতি সদস্যদের সমর্থন যাচাই করা। সংসদীয় ব্যবস্থায় এটি সাধারণত একটি প্রস্তাবের ওপর ভোটের মাধ্যমে সম্পন্ন হয়, যার উদ্দেশ্য হলো সরকার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থার অধীনে ক্ষমতায় আছে কিনা তা নির্ধারণ করা।
-
যদি সংখ্যাগরিষ্ঠ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেন, সরকার ক্ষমতায় টিকে থাকে।
-
যদি সংখ্যাগরিষ্ঠ সদস্য প্রস্তাবের বিপক্ষে ভোট দেন, সরকারকে পদত্যাগ করতে হয়।
সংবিধানের ৭০ নং অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা (এমপি) তাদের দলের বিপক্ষে ভোট দিতে পারেন না। এতে বলা হয়েছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত ব্যক্তি যদি ওই দল থেকে পদত্যাগ করেন বা সংসদে দলের বিপক্ষে ভোট দেন, তাহলে তাঁর আসন শূন্য হবে।

0
Updated: 22 hours ago
প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (NICAR) কত সালে গঠিত হয়?
Created: 1 day ago
A
১৯৮১ সালে
B
১৯৮২ সালে
C
১৯৮৩ সালে
D
১৯৮৪ সালে
NICAR হলো National Implementation Committee for Administrative Reform, যা প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নামে পরিচিত। এটি ১৯৮২ সালে গঠিত হয় এবং গঠনের সময় তৎকালীন উপ-প্রধান সামরিক আইন প্রশাসক রিয়ার এডমিরাল এম.এ. খানকে সভাপতি করা হয়। কমিটির আহবায়ক হন মাননীয় প্রধানমন্ত্রী, আর বর্তমানে এই দায়িত্বে আছেন ড. মুহাম্মদ ইউনূস।
-
প্রতিষ্ঠিত: ১৯৮২
-
প্রথম সভাপতি: রিয়ার এডমিরাল এম.এ. খান
-
কমিটির আহবায়ক: মাননীয় প্রধানমন্ত্রী
-
বর্তমান আহবায়ক: ড. মুহাম্মদ ইউনূস

0
Updated: 1 day ago
বাংলাদেশে বর্তমানে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?
Created: 1 month ago
A
৩
B
৪
C
৫
D
৬
স্থানীয় সরকার কাঠামো
বাংলাদেশে স্থানীয় সরকার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যবস্থা, যা পল্লী ও শহর – উভয় অঞ্চলে পৃথক কাঠামোর মাধ্যমে পরিচালিত হয়।
পল্লী এলাকাগুলোর জন্য তিন স্তরে গঠিত স্থানীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। এ তিনটি স্তর হলো:
-
ইউনিয়ন পরিষদ,
-
উপজেলা পরিষদ,
-
জেলা পরিষদ।
অন্যদিকে, শহরাঞ্চলে দুই স্তরের স্থানীয় সরকার কাঠামো কার্যকর রয়েছে, যা হলো:
-
সিটি কর্পোরেশন,
-
পৌরসভা।
তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা (নবম-দশম শ্রেণি), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
কত সালে বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক করে?
Created: 22 hours ago
A
২০০৬ সালে
B
২০০৭ সালে
C
২০০৮ সালে
D
২০০৯ সালে
বাংলাদেশে রাজনৈতিক দলের নিবন্ধন ব্যবস্থা প্রথম চালু হয় ২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে। সে সময় এটিএম শামছুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণের জন্য নিবন্ধন বাধ্যতামূলক করে। ওই বছরই প্রথম দফায় বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামীসহ মোট ৩৯টি রাজনৈতিক দলকে নিবন্ধন প্রদান করা হয়।
গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) অনুযায়ী, কোনো রাজনৈতিক দল নিবন্ধন পেতে হলে তিনটি শর্তের যেকোনো একটি পূরণ করতে হবে।
-
স্বাধীনতার পর অনুষ্ঠিত যে কোনো সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে অন্তত একটি আসনে বিজয় অর্জন করতে হবে।
-
সংসদ নির্বাচনে অংশ নেওয়া আসনগুলোতে দলীয় প্রার্থীদের মোট প্রাপ্ত ভোট ন্যূনতম ৫ শতাংশ হতে হবে।
-
দলের একটি সক্রিয় কেন্দ্রীয় অফিস থাকতে হবে। সেই সঙ্গে কেন্দ্রীয় কমিটি থাকতে হবে এবং দেশের অন্তত এক-তৃতীয়াংশ জেলায় জেলা অফিস স্থাপন করতে হবে। পাশাপাশি কমপক্ষে ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন থানায় অফিস থাকতে হবে, এবং প্রতিটি অফিসে অন্তত ২০০ জন ভোটার সদস্য হিসেবে থাকতে হবে।
এই শর্তগুলো পূরণ করলে রাজনৈতিক দল নিবন্ধনের যোগ্য হয় এবং নিবন্ধিত দলগুলো নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক তত্ত্বাবধানে নির্বাচনে অংশগ্রহণের অধিকার পায়।

0
Updated: 22 hours ago