বাংলাদেশে ভোটার হওয়ার জন্য প্রাপ্ত বয়স্ক নাগরিক হতে হবে। সংবিধানের ১২২(২) অনুচ্ছেদ অনুযায়ী, একজন ব্যক্তি ভোটার হওয়ার জন্য সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে।
ভোটার তালিকায় নামভুক্ত হওয়ার যোগ্যতার শর্তসমূহ সংবিধান অনুযায়ী:
-
প্রাপ্ত বয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
-
কোনো ব্যক্তি সংসদের নির্বাচনের জন্য নির্বাচনী এলাকায় ভোটার তালিকায় নামভুক্ত হওয়ার অধিকারী হবেন যদি:
-
তিনি বাংলাদেশের নাগরিক হন;
-
তাঁর বয়স আঠার বছরের কম না হয়;
-
কোনো যোগ্য আদালত তাঁর সম্পর্কে অপ্রকৃতিস্থ বলে ঘোষণা দেয়নি;
-
তিনি ঐ নির্বাচনী এলাকার অধিবাসী বা আইন অনুযায়ী ঐ এলাকার অধিবাসী হিসেবে বিবেচিত হন;
-
তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশ অনুযায়ী কোনো অপরাধের জন্য দণ্ডিত না হয়েছেন।
-