রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?
A
করণ কারক
B
সম্প্রদান কারক
C
অপাদান কারক
D
অধিকরণ কারক
উত্তরের বিবরণ
বাক্যের ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক স্থাপন করা হয় তাকে কারক বলা হয়। কারকের বিভিন্ন প্রকার আগে ছয়টি বলে জানা যেত, তবে সাম্প্রতিক পরিবর্তনের সঙ্গে কিছু পরিবর্তন এসেছে।
- 
কারকের প্রাথমিক ছয়টি প্রকার হলো: কর্তৃ কারক, কর্ম কারক, করণ কারক, অপাদান কারক, সম্প্রদান কারক, অধিকরণ কারক। 
- 
মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ (২০২১ সংস্করণ) অনুসারে, সম্প্রদান কারককে বাদ দেওয়া হয়েছে। 
- 
নতুন সংস্করণে কারকের ছয়টি প্রকার হলো: কর্তৃ কারক, কর্ম কারক, করণ কারক, অপাদান কারক, অধিকরণ কারক, সমন্ধ কারক। 
- 
ড. হায়াৎ মামুদ তার ভাষা শিক্ষা বইয়ে একটি নিমিত্ত কারক নামে নতুন শ্রেণি অন্তর্ভুক্ত করেছেন। 
- 
আধুনিক ব্যাকরণ এবং হায়াৎ মামুদসহ অনেক বইয়ে সম্প্রদান কারক নেই, কারণ এর তাত্ত্বিক বৈধতা স্বীকৃত নয়। 
- 
বাংলায় সম্প্রদান কারকের প্রয়োজনীয়তা নেই, এ বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরসহ বহু ভাষাবিদ মন্তব্য করেছেন। 
- 
নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই (২০২১) অনুসারে, সম্প্রদান কারককে কর্ম কারকের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং সম্বন্ধ পদকে সম্বন্ধ কারক হিসেবে দেখানো হয়েছে। 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
'শ্রদ্ধাবান লভে জ্ঞান অন্যে কভু নয়।' - এখানে 'শ্রদ্ধাবান' কোন কারক?
Created: 5 months ago
A
করণ
B
কর্তা
C
অপাদান
D
কর্ম
কর্তা কারক
যে ব্যক্তি বা বস্তু ক্রিয়াটি সম্পাদন করে, তাকে কর্তা কারক বলে। অর্থাৎ, বাক্যে যে কর্তা ক্রিয়ার কার্য সম্পাদন করে, সেই কর্তার দ্বারাই কর্তা কারক নির্ধারিত হয়। কর্তা কারকে সাধারণত কোনও বিভক্তি যোগ হয় না।
উদাহরণ
- 
বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? 
- 
সপ্তপুরুষ যেথায় মানুষ। 
- 
শ্রদ্ধাবান লভে জ্ঞান, অন্যে কভু নয়। 
উৎস
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি – নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)
বাংলা ব্যাকরণ ও নির্মিতি – সপ্তম শ্রেণি
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 5 months ago
কোন কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়?
Created: 5 months ago
A
অপাদান
B
করণ
C
অধিকরণ
D
কর্ম
অপাদান কারক
- 
যে কারক দ্বারা কোন ক্রিয়ার উৎস বোঝানো হয়, তাকে অপাদান কারক বলা হয়। সাধারণত এই কারক ‘হতে’, ‘থেকে’ ইত্যাদি অনুসর্গের পরে ব্যবহৃত হয়। 
উদাহরণস্বরূপ:
- 
জমি থেকে ফসল পাওয়া যায়। 
- 
কাপটি উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল। 
- 
কুকর্ম থেকে বিরত থাকো। 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 5 months ago
‘সবাই মিলে বিদ্যালয় পরিষ্কার করল।' - ‘সবাই' কোন কারকের উদাহরণ?
Created: 1 month ago
A
কর্তৃকারক
B
কর্মকারক
C
করণ কারক
D
অপাদান কারক
• কর্তৃকারক:
বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক।
ক্রিয়াকে ‘কে/কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক।
যেমন:
- 
সবাই মিলে বিদ্যালয় পরিষ্কার করল। 
- 
এখানে ‘সবাই’ হলো কর্তৃকারকের উদাহরণ। 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৯)।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago