বাগযন্ত্রের অংশ কোনটি?
A
স্বরযন্ত্র
B
ফুসফুস
C
দাঁত
D
উপরের সবকটি
উত্তরের বিবরণ
বাগ্যন্ত্র হলো ধ্বনি উৎপাদনের জন্য যেসব প্রত্যঙ্গ ব্যবহৃত হয়, তাদের সমষ্টি। এটি মানবদেহের ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত সমস্ত অংশকে অন্তর্ভুক্ত করে, যা ধ্বনি উচ্চারণে সক্রিয় ভূমিকা রাখে।
বাগ্যন্ত্রের মূল অংশগুলো হলো:
- 
ফুসফুস 
- 
শ্বাসনালি 
- 
স্বরযন্ত্র 
- 
জিভ 
- 
আলজিভ 
- 
তালু 
- 
মূর্ধা 
- 
দন্তমূল 
- 
ওষ্ঠ 
- 
নাসিকা 
- 
দাঁত 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
বাংলা ভাষায় নিলীন বর্ণ আছে কয়টি?
Created: 1 month ago
A
১টি
B
২টি
C
৩টি
D
৪টি
‘অ’ নিলীন বর্ণ
- 
সংজ্ঞা: ‘অ’ বর্ণ অন্য বর্ণের সঙ্গে যুক্ত হলে দেখা যায় না। 
- 
কারণ: ‘অ’-এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই। তাই এটি নিলীন বর্ণ। 
- 
বৈশিষ্ট্য: - 
একমাত্র নিলীন বর্ণ হলো ‘অ’। 
- 
অন্য সব স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ আছে, তাই অন্য বর্ণের সঙ্গে যুক্ত হলে দেখা যায়। 
 
- 
উদাহরণ:
- 
কর = কর্ + অ → ‘অ’ দেখা যায় না 
- 
করা = কর্ + আ → ‘আ’ দেখা যায় 
মন্তব্য: ‘অ’ অন্য বর্ণের সঙ্গে লুকিয়ে থাকতে পারে বা নিঃশেষে লীন হয়ে থাকে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
অস্বচ্ছ যুক্তবর্ণ কোনটি?
Created: 2 weeks ago
A
শ্চ
B
ঞ্জ
C
দ্ম
D
ষ্ঠ
অস্বচ্ছ যুক্তবর্ণ হলো সেই ধরনের যুক্তবর্ণ যা সহজে আলাদা করা যায় না। যেমন ঞ্জ (ঞ + জ)।
• অন্যান্য উদাহরণ:
- 
শ্চ = শ্ + চ 
- 
দ্ম = দ্ + ম 
- 
ষ্ঠ = ষ্ + ঠ 
• উল্লেখযোগ্য বিষয়:
- 
একাধিক বর্ণ একত্রিত হয়ে যুক্তবর্ণ গঠিত হয়। 
- 
সহজে চেনা যায় এমন যুক্তবর্ণকে স্বচ্ছ যুক্তবর্ণ বলা হয়। 
- 
সহজে চেনা না গেলে তাকে অস্বচ্ছ যুক্তবর্ণ বলা হয়। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 weeks ago
নিচের কোনটি বাগযন্ত্রের অংশ?
Created: 1 month ago
A
স্বরযন্ত্র
B
ফুসফুস
C
আলজিভ
D
সবগুলো
বাগ্যন্ত্র হলো ধ্বনি উচ্চারণে ব্যবহৃত প্রত্যঙ্গগুলির সমষ্টি। মানবদেহের উপরিভাগে, ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত যে প্রত্যঙ্গগুলো ধ্বনি উৎপাদনে ব্যবহৃত হয়, সেগুলো বাগ্যন্ত্রের অন্তর্ভুক্ত।
বাগ্যন্ত্রের বিভিন্ন অংশ:
- 
ফুসফুস: ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস। 
- 
শ্বাসনালি: ফুসফুস থেকে বাতাস শ্বাসনালির মাধ্যমে মুখবিবর ও নাসারন্ধ্র দিয়ে বের হয়। 
- 
স্বরযন্ত্র: শ্বাসনালির উপরের অংশে অবস্থান। 
- 
জিভ: মুখগহ্বরের নিচের অংশে অবস্থিত। 
- 
আলজিভ: মুখগহ্বরের কোমল তালুর পিছনে ঝুলন্ত মাংসপিণ্ড। 
- 
তালু: মুখবিবরের ছাদ। 
- 
মূর্ধা: শক্ত তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশ। 
- 
দন্তমূল ও দন্ত: দাঁতের গোড়ার অংশকে দন্তমূল বলে। 
উৎস:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago