'নীল লােহিত' কোন লেখকের ছদ্মনাম?
A
অরুণ মিত্র
B
সমরেশ বসু
C
সুনীল গঙ্গোপাধ্যায়
D
সমরেশ মজুমদার
উত্তরের বিবরণ
সুনীল গঙ্গোপাধ্যায় সাহিত্য রচনার ক্ষেত্রে বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করতেন, যা তার রচনার ভিন্নধর্মী প্রকাশকে তুলে ধরে। তার ব্যবহৃত ছদ্মনামের মধ্যে উল্লেখযোগ্য:
- 
নীল লোহিত 
- 
নীল উপাধ্যায় 
- 
সনাতন পাঠক 
এছাড়া অন্যান্য বিভিন্ন লেখক ও তাদের ব্যবহৃত ছদ্মনামগুলো হলো:
- 
সমরেশ বসু - কালকূট 
- 
সোমেন চন্দ - ইন্দ্রকুমার সোম 
- 
বিমল ঘোষ - মৌমাছি 
- 
সতীনাথ ভাদুড়ী - চিত্রগুপ্ত 
- 
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় - যাযাবর 
- 
বিমল মিত্র - জাবালি 
- 
কালিকানন্দ এ - অবধূত 
- 
সৈয়দ মুজতবা আলী - প্রিয়দর্শী 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি?
Created: 2 months ago
A
নীল লোহিত
B
কমলাকান্ত
C
বীরবল
D
সুনন্দ
সুনীল গঙ্গোপাধ্যায়
- 
প্রধান ছদ্মনাম: নীল লোহিত 
- 
অন্যান্য ছদ্মনাম: - 
নীল উপাধ্যায় 
- 
সনাতন পাঠক 
 
- 
অন্য সাহিত্যিকদের ছদ্মনাম:
- 
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় → কমলাকান্ত 
- 
প্রমথ চৌধুরী → বীরবল 
- 
নারায়ণ গঙ্গোপাধ্যায় → সুনন্দ 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
কায়কোবাদের প্রকৃত নাম কী?
Created: 2 months ago
A
কাজেম আল কোরেশী
B
আবু নাসের কায়কোবাদ
C
কায়কোবাদ ইসলাম
D
আবুল হোসেন কায়কোবাদ
কায়কোবাদের প্রকৃত নাম হলো:
ঘ) আবুল হোসেন কায়কোবাদ ✅
তিনি বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য মুসলিম কবি ছিলেন।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
কোনটি 'কায়কোবাদ' এর উপাধি?
Created: 3 weeks ago
A
কবিকঙ্কন
B
কাব্যভূষণ
C
শান্তিপুরের কবি
D
কবিকন্ঠহার
কায়কোবাদ ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশী, এবং ‘কায়কোবাদ’ তাঁর সাহিত্যিক ছদ্মনাম। বাঙালি মুসলমান কবিদের মধ্যে তিনি প্রথম সনেট ও মহাকাব্য রচয়িতা হিসেবে পরিচিত। মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্য ‘বিরহবিলাপ’ প্রকাশিত হয়। নিখিল ভারত সাহিত্য সংঘ তাঁকে কাব্যভূষণ, বিদ্যাভূষণ এবং সাহিত্যরত্ন উপাধিতে ভূষিত করেছে।
অন্যদিকে:
• কবিকন্ঠহার ছিল মধ্যযুগের কবি বিদ্যাপতির উপাধি।
• ‘শান্তিপুরের কবি’ হিসেবে পরিচিত মোজাম্মেল হক বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক ‘কাব্যকণ্ঠ’ উপাধিতে ভূষিত হন।
• মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি ছিল ‘কবিকঙ্কন’।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago