রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?
A
করণ কারক
B
সম্প্রদান কারক
C
অপাদান কারক
D
অধিকরণ কারক
উত্তরের বিবরণ
বাক্যের ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক স্থাপন করা হয় তাকে কারক বলা হয়। কারকের বিভিন্ন প্রকার আগে ছয়টি বলে জানা যেত, তবে সাম্প্রতিক পরিবর্তনের সঙ্গে কিছু পরিবর্তন এসেছে।
-
কারকের প্রাথমিক ছয়টি প্রকার হলো: কর্তৃ কারক, কর্ম কারক, করণ কারক, অপাদান কারক, সম্প্রদান কারক, অধিকরণ কারক।
-
মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ (২০২১ সংস্করণ) অনুসারে, সম্প্রদান কারককে বাদ দেওয়া হয়েছে।
-
নতুন সংস্করণে কারকের ছয়টি প্রকার হলো: কর্তৃ কারক, কর্ম কারক, করণ কারক, অপাদান কারক, অধিকরণ কারক, সমন্ধ কারক।
-
ড. হায়াৎ মামুদ তার ভাষা শিক্ষা বইয়ে একটি নিমিত্ত কারক নামে নতুন শ্রেণি অন্তর্ভুক্ত করেছেন।
-
আধুনিক ব্যাকরণ এবং হায়াৎ মামুদসহ অনেক বইয়ে সম্প্রদান কারক নেই, কারণ এর তাত্ত্বিক বৈধতা স্বীকৃত নয়।
-
বাংলায় সম্প্রদান কারকের প্রয়োজনীয়তা নেই, এ বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরসহ বহু ভাষাবিদ মন্তব্য করেছেন।
-
নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই (২০২১) অনুসারে, সম্প্রদান কারককে কর্ম কারকের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং সম্বন্ধ পদকে সম্বন্ধ কারক হিসেবে দেখানো হয়েছে।

0
Updated: 23 hours ago
কারক নির্ণয় করুন _____ লোভে পাপ পাপে মৃত্যু।
Created: 2 weeks ago
A
কর্মকারক
B
সম্প্রদান কারক
C
অপাদান কারক
D
অধিকরণ কারক
যা থেকে কিছু বিচ্যুত, গৃহিত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। এখানে লোভে মানে লোভ থেকে, তাই প্রদত্ত বাক্যটি অপাদান কারকে ৭মী।

0
Updated: 2 weeks ago
'বাবা বাড়ি নেই' বাক্যটিতে 'বাড়ি' কোন কারকে কোন বিভক্তি?
Created: 1 month ago
A
কর্তায় শূন্য
B
করণে শূন্য
C
অপাদানে শূন্য
D
অধিকরণে শূন্য
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে (স্থান) অধিকরণ কারক বলে। ক্রিয়ার সাথে কোথায়/কখন/কিসে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক। যেমন: বাবা বাড়ি নেই।

0
Updated: 1 month ago
গাড়ি ‘স্টেশন’ ছাড়ল- এখানে ‘স্টেশন’ কোন কারকের কোন বিভক্তি?
Created: 2 weeks ago
A
কর্মকারকে শূণ্য বিভক্তি
B
অধিকরণ কারকের শূণ্য
C
অপাদান কারকের শূণ্য
D
করণ কারকের শূণ্য
যা থেকে কিছু গৃহীত, বিচ্যুত, জাত, বিরত, রক্ষিত হয় তাকে যা দেখে কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে। যেমন - গাড়ি স্টেশন ছাড়ে। এখানে স্টেশন অপাদানে শূন্য বিভক্তি।

0
Updated: 2 weeks ago