'তাতে সমাজজীবন চলে না।' - এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি?
A
তাতে সমাজজীবন চলে।
B
তাতে না সমাজজীবন চলে।
C
তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
D
তাতে সমাজজীবন সচল হয়ে পড়ে।
উত্তরের বিবরণ
বাক্য রূপান্তর হলো একটি প্রক্রিয়া যেখানে মূল ভাব বা অর্থ অপরিবর্তিত রেখে একটি বাক্যকে অন্য ধরনের বাক্যে পরিবর্তন করা হয়। নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করার জন্য কিছু সাধারণ নিয়ম মেনে চলা প্রয়োজন, যা মূল অর্থ বজায় রাখে।
- 
মূল অর্থ অপরিবর্তিত রাখা: বাক্য পরিবর্তন করার পরও বাক্যের মৌলিক অর্থ অক্ষুণ্ণ থাকতে হবে। 
 উদাহরণ:
 নেতিবাচক: সেটা কখনোই সফল হতে পারে না।
 অস্তিবাচক: সেটা সর্বদাই অসফল হয়।
- 
নেংর্থক পদ সরানো ও হ্যা-বাচক ভাব তৈরি করা: 'না', 'নয়', 'নি', 'নেই', 'নহে' ইত্যাদি নেতিবাচক পদগুলো তুলে দিয়ে বাক্যকে হ্যা-বাচক অর্থে রূপান্তর করা হয়। 
 উদাহরণ:
 নেতিবাচক: কোথাও শান্তি ছিল না
 অস্তিবাচক: সর্বত্র অশান্তি ছিলো।
- 
বাক্যাংশ অনুযায়ী নেতিবাচক শব্দ প্রতিস্থাপন: প্রয়োজনমতো নেতিবাচক শব্দের জায়গায় অস্তিবাচক শব্দ বসিয়ে বাক্যকে সম্পূর্ণ অস্তিবাচক করা হয়। 
 উদাহরণ:
 নেতিবাচক: শহিদের মৃত্যু নেই।
 অস্তিবাচক: শহিদেরা অমর।নেতিবাচক: তাতে সমাজজীবন চলে না। 
 অস্তিবাচক: তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
'ভিমরুলের চাকে ঢিল মারা' প্রবাদটির অর্থ-
Created: 1 month ago
A
অহেতুক দুর্ভাবনা পোহানো
B
সামান্য লাভের জন্যে অসম্মানের ভাগি হওয়া
C
অপরের ক্ষতি করার অভিপ্রায়ে নিজের ক্ষতি সাধন
D
নির্বুদ্ধিতায় শত্রুদের সজাগ করা
বাংলা বাগ্ধারা সাধারণ অভিজ্ঞতা ও বাস্তব জীবনের ঘটনাকে রূপকভাবে প্রকাশ করে। এগুলো সংক্ষিপ্ত হলেও অর্থে সমৃদ্ধ। নিচে কয়েকটি বাগ্ধারার ব্যাখ্যা দেওয়া হলো—
- 
ভিমরুলের চাকে ঢিল মারা অর্থ নির্বুদ্ধিতার কারণে শত্রু বা প্রতিপক্ষকে সজাগ করে তোলা। 
- 
মাথা নেই তার মাথাব্যথা অর্থ অহেতুক দুর্ভাবনা বা অকারণে দুশ্চিন্তা করা। 
- 
মাছি মেরে হাত কালো করা অর্থ সামান্য লাভের জন্য অপমান বা অসম্মানের ভাগী হওয়া। 
- 
নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ অর্থ অন্যকে ক্ষতি করার উদ্দেশ্যে নিজের ক্ষতি করে ফেলা। 
উৎস:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
‘পোস্টাল কোড’ কী নির্দেশ করে?
Created: 1 month ago
A
ডাক বিভাগের নাম
B
পোস্ট অফিসের নাম
C
প্রেরকের এলাকা
D
প্রাপকের এলাকা
পোস্টাল কোড একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ । নিজের ঠিকানার পূর্ণতা দান করতে পোস্টাল কোডের কোন বিকল্প নেই। এছাড়া শেয়ার বাজারের স্টক হোল্ডারদের এনুয়াল রিপোর্ট/প্রসপেক্টাস পোস্টাল কোড অনুসারে ডাক বক্সএ এসে থাকে।
আবার অনেক সময় চাকরির ইন্টারভিউর তারিখ/সময়, এপইন্টমেন্ট লেটার ইত্যাদি ডাক যোগে প্রেরন করা হয়। বিভিন্ন সময়ে আমাদের চিঠি আদান প্রদান ও দাপ্তরিক কাজে পোস্টাল কোড ব্যবহার করতে হয়।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
যাযাবর’ কোন লেখকের ছদ্মনাম?
Created: 1 month ago
A
বিমল ঘোষ
B
বালাইচাঁদ মুখোপাধ্যায়
C
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
D
বিমল মিত্র
বাংলা সাহিত্যে অনেক লেখক ছদ্মনাম ব্যবহার করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—
- 
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় – ছদ্মনাম: যাযাবর 
- 
বিমল ঘোষ – ছদ্মনাম: মৌমাছি 
- 
বালাইচাঁদ মুখোপাধ্যায় – ছদ্মনাম: বনফুল 
- 
বিমল মিত্র – ছদ্মনাম: জাবালি 
আরও কিছু গুরুত্বপূর্ণ ছদ্মনাম
- 
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় – হাবু শর্মা 
- 
সমরেশ বসু – কালকূট 
- 
সতীনাথ ভাদুড়ী – চিত্রগুপ্ত 
- 
অচিন্ত্যকুমার সেনগুপ্ত – নীহারিকা দেবী 
উৎস:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago