গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী, কোন নিবন্ধিত রাজনৈতিক দলের কত শতাংশ নারী সদস্য থাকতে হবে?
A
২৫%
B
২৮%
C
৩৩%
D
৩৮%
উত্তরের বিবরণ
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার অন্যতম মূল আইন। নির্বাচন বিশ্লেষক ও বিশেষজ্ঞদের মতে, সংবিধানের আওতায় নির্বাচন সংশ্লিষ্ট যতগুলো আইন আছে, তার মধ্যে নির্বাচন পরিচালনার প্রধান আইন হলো আরপিও। স্বাধীনতার পর সংবিধান প্রণীত হওয়ার পর প্রথমবারের মতো ১৯৭২ সালে এই আইন প্রণীত হয়।
গণপ্রতিনিধিত্ব আদেশ–১৯৭২ এ সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন সংশোধনী আনা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত পরিবর্তন আনা হয়েছিল Chapter-VI–এর মাধ্যমে। এখানে রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচন কমিশনের সাথে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়। একইসঙ্গে দলীয় কাঠামোতে নারী নেতৃত্বের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নতুন বিধান যোগ করা হয়।
- 
রাজনৈতিক দলগুলোর তৃণমূল থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত অন্তত ৩৩% নারী অন্তর্ভুক্তি ২০২০ সালের মধ্যে বাধ্যতামূলক করা হয়। 
- 
২০০৮ সালে যখন রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনে নিবন্ধন নেয়, তখন তারা এ লক্ষ্য পূরণের প্রতিশ্রুতিও দিয়েছিল। কিন্তু বাস্তবে নির্ধারিত সময়ের মধ্যে দলগুলো এ শর্ত পূরণ করতে ব্যর্থ হয়। 
- 
বর্তমান নির্বাচন কমিশন পরবর্তীতে আরপিও সংশোধনের উদ্যোগ নিয়ে এ সময়সীমা ২০২০ সালের পরিবর্তে ২০৩০ সাল পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব দিয়েছে। 
এই আইন নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা ও রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
নিচের কোনটি সুশীল সমাজের অন্তর্ভুক্ত নয়?
Created: 1 month ago
A
রাজনৈতিক দল
B
পেশাজীবী গোষ্ঠী
C
নাগরিক সংগঠন
D
গণমাধ্যম
সুশীল সমাজ ও রাজনৈতিক দল
১. সুশীল সমাজে অন্তর্ভুক্ত নয় এমন প্রতিষ্ঠান:
- 
রাজনৈতিক দলগুলো সাধারণত সুশীল সমাজের অন্তর্ভুক্ত নয়, কারণ তারা সরাসরি রাষ্ট্রের সঙ্গে জড়িত। 
- 
সুশীল সমাজ রাষ্ট্রের বাইরে বা স্বাধীনভাবে কাজ করে। 
২. সুশীল সমাজের অংশ:
- 
সমাজ ও মানবতাবাদী কর্মকাণ্ডে নিয়োজিত বিভিন্ন সংগঠন। 
- 
অন্তর্ভুক্ত: এনজিও, গণমাধ্যম, সামাজিক ও ধর্মীয় সংগঠন, পেশাজীবী গোষ্ঠী, জনগণের বিভিন্ন সংগঠন। 
- 
এরা রাষ্ট্রীয় কাঠামোর বাইরে থেকে সমাজ ও রাষ্ট্র সংক্রান্ত মতামত প্রকাশ করে ও কাজ করে। 
সূত্র: পৌরনীতি ও সুশাসন, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
রাজনৈতিক দল কিসের ভিত্তিতে গড়ে ওঠে?
Created: 1 month ago
A
ব্যক্তিগত সম্পদ ও খ্যাতির ভিত্তিতে
B
নীতি ও কর্মসূচির ভিত্তিতে
C
সামরিক শক্তির ভিত্তিতে
D
বিদেশি সহায়তার ভিত্তিতে
রাজনৈতিক দল
- 
সাধারণত বহুমুখী ও ব্যাপক সামাজিক বা জাতীয় স্বার্থের ভিত্তিতে গঠিত হয়। 
- 
জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দায়িত্ব রাজনৈতিক দলের কর্মসূচির অন্তর্ভুক্ত থাকে। 
- 
প্রধান লক্ষ্য: বৃহত্তম জাতীয় ও সামাজিক স্বার্থ সাধন। 
- 
রাজনৈতিক দলের কার্যক্রম জাতীয় জীবনের প্রায় সব ক্ষেত্রেই বিস্তৃত। 
- 
দল সুনির্দিষ্ট রাজনৈতিক নীতি ও কর্মসূচির ওপর ভিত্তি করে গড়ে ওঠে। 
- 
এই নীতি ও কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা দল সক্রিয়ভাবে করে। 
সূত্র: পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
চাপসৃষ্টিকারী গোষ্ঠীর অন্যতম প্রধান বৈশিষ্ট্য কোনটি?
Created: 1 month ago
A
দলীয় সংগঠন থাকা
B
নির্বাচনে অংশগ্রহণ করা
C
রাজনৈতিক ক্ষমতা গ্রহণ করা
D
দলীয় সংগঠন না থাকা
চাপসৃষ্টিকারী গোষ্ঠী
- 
কোন দলীয় সংগঠন নেই; নির্দলীয় সংগঠন। 
- 
লক্ষ্য: রাজনৈতিক ক্ষমতা গ্রহণ নয়, বরং সরকারের ওপর চাপ প্রয়োগ করে নিজেদের স্বার্থ বা দাবি আদায় করা। 
- 
দলের মতো কর্মসূচি নেই; শুধু গোষ্ঠীর স্বার্থ পূরণের জন্য চাপ প্রয়োগ করে। 
- 
নির্বাচনে প্রার্থী দেয় না এবং সরাসরি প্রচারণা চালায় না। 
- 
অনেক সময় পছন্দের প্রার্থীকে অর্থ বা জনবল দিয়ে সহযোগিতা করে। 
- 
কিছু দেশে কখনও কখনও পছন্দের দলের পক্ষে প্রকাশ্য অবস্থান নেয়। 
সূত্র: পৌরনীতি ও সুশাসন, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago