What does the phrase “a world of changing things” mean in the poem "A Prayer for My Daughter"?
A
A world that is politically unstable
B
A world of natural beauty
C
A world that is constantly evolving
D
A world that is fixed and unchanging
উত্তরের বিবরণ
Yeats “a world of changing things” দিয়ে বোঝাচ্ছেন যে, পৃথিবী সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। এই পরিবর্তন সবসময় অস্থির এবং অনিশ্চিত। তিনি চান তার কন্যা এই পরিবর্তনশীল দুনিয়ায় নিজের শান্তি ও সুরক্ষা বজায় রাখুক।
 
                            
                        
                        
                        
                        
                        3
Updated: 1 month ago
Which season’s imagery is most present in the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 month ago
A
Summer
B
Spring
C
Winter
D
Autumn
কবিতায় মৌমাছি, বীন রো এবং শান্ত দুপুরের আভা—এসব মিলিয়ে গ্রীষ্মকালীন পরিবেশ ফুটে উঠেছে। Summer এখানে উষ্ণতা ও প্রাচুর্যের প্রতীক। Yeats দেখাতে চেয়েছেন প্রকৃতির প্রাণশক্তি ও শান্তি একসাথে বিদ্যমান। গ্রীষ্মকাল প্রকৃতির পূর্ণ বিকাশকে চিত্রিত করে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
In the poem "Sailing to Byzantium," why does the poet want to sail to Byzantium?
Created: 1 month ago
A
To explore its wealth
B
To experience its art and intellectual immortality
C
To witness its religious rituals
D
To live in political harmony
Yeats Byzantium-এ যেতে চান কারণ তিনি সেখানে শিল্প এবং বুদ্ধির অমরত্ব খুঁজতে চান। Byzantium ছিল এক সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে শিল্প ও জ্ঞান চিরকালীন ছিল। কবি তার আত্মাকে তাতেই স্থান দিতে চান, যেন তিনি মরণের পরেও অমর হয়ে থাকেন।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
In W. B. Yeats’ poem “The Lake Isle of Innisfree”, what literary device is used in the line “peace comes dropping slow”?
Created: 1 month ago
A
Metaphor
B
Simile
C
Alliteration
D
Personification
“peace comes dropping slow”-এ শান্তিকে শিশিরবিন্দুর মতো ধীরে আসা হিসেবে বোঝানো হয়েছে। এখানে শান্তিকে একটি ভৌত বস্তু বা তরলের মতো কল্পনা করা হয়েছে, যা আস্তে ঝরে পড়ে। এটি metaphor এর উদাহরণ। Yeats প্রায়ই প্রকৃতির সঙ্গে বিমূর্ত ধারণাকে যুক্ত করেন যাতে কাব্যের ধ্যানমগ্নতা বাড়ে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago