In W. B. Yeats’s poem “A Prayer for My Daughter”, what does Yeats wish for his daughter regarding her emotional well-being?
A
To never experience sadness
B
To feel the full range of human emotions
C
To be emotionally stable and resilient
D
To avoid experiencing love
উত্তরের বিবরণ
Yeats তার কন্যার জন্য মনের শান্তি এবং আবেগের স্থিতিশীলতা চেয়েছেন। তিনি চান তার কন্যা বাইরের পৃথিবীর চাপ এবং অস্থিরতার মধ্যে নিজেকে ধৈর্যশীল এবং resilient হিসেবে গড়ে তুলুক।
 
                            
                        
                        
                        
                        
                        2
Updated: 1 month ago
Who does Yeats describe as “a drunken, vainglorious lout”?
Created: 1 month ago
A
John MacBride
B
Patrick Pearse
C
William Butler Yeats himself
D
The Irish people
Yeats “a drunken, vainglorious lout” বলে বর্ণনা করেছেন John MacBride-কে। তিনি ছিলেন একজন ইরিশ স্বাধীনতাকামী নেতা, যিনি জীবনের শেষের দিকে কুখ্যাত হয়ে উঠেছিলেন, এবং Yeats তার সম্পর্কে কিছুটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
What is Spiritus Mundi?
Created: 2 weeks ago
A
A beast
B
A sphinx
C
The collective soul of the world
D
Christ
- “Spiritus Mundi” শব্দটি W. B. Yeats-এর বিখ্যাত কবিতা “The Second Coming”-এ ব্যবহৃত হয়েছে। এর অর্থ হলো বিশ্বের সমষ্টিগত আত্মা বা universal mind, যেখানে মানবজাতির সমস্ত myth, symbol ও archetypal image জমা থাকে। 
- 
Yeats-এর মতে, এই Spiritus Mundi হলো এমন এক অদৃশ্য ভাণ্ডার (storehouse), যেখান থেকে কবি বা ভাবুকরা তাদের দর্শন ও অনুপ্রেরণা গ্রহণ করে। অর্থাৎ এটি ব্যক্তিগত চিন্তা নয়, বরং সমগ্র মানবচেতনার সম্মিলিত রূপ। 
- 
কবিতায় বলা হয়েছে, এই Spiritus Mundi থেকেই “rough beast” নামের এক ভয়াবহ প্রতীকের জন্ম হয়, যা নতুন এক যুগের অস্থির ও বিধ্বংসী পরিবর্তনের প্রতীক। 
সুতরাং, Spiritus Mundi বলতে বোঝায় the collective soul of the world, যা মানবজাতির সমষ্টিগত অভিজ্ঞতা ও কল্পনার প্রতীক।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 weeks ago
"In W. B. Yeats’ poem ‘The Lake Isle of Innisfree’, why does the poet hear the sound of water even in the city?"
Created: 1 month ago
A
Because of his deep inner connection with nature
B
Because there was a lake in the city
C
Because he imagined it in a dream
D
Because he lived beside a river
Yeats শহরে থেকেও পানির শব্দ শোনেন কারণ তার অন্তরের সঙ্গে প্রকৃতির গভীর টান। প্রকৃতি তার মনে এতটাই প্রোথিত যে শহরের ভিড়েও তিনি লেকের ঢেউয়ের ধ্বনি অনুভব করেন। এটি প্রতীকায়িত করে প্রকৃতি ও মানুষের আত্মিক সম্পর্ক।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago