EQUIVOCAL means
A
Universal
B
Mistaken
C
Quaint
D
Clear
উত্তরের বিবরণ
EQUIVOCAL (adjective)
- দ্ব্যর্থবোধক; সন্দেহজনক।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Universal(adjective)
- সর্বজনীন; সার্বলৌকিক; বিশ্বজনীন।
খ) Mistaken (past participle) (adjective)
- ভ্রান্ত; ভ্রমাত্মক; ভুল: অবিবেচনাপ্রসূত।
গ) Quaint (adjective)
- অদ্ভুত কিন্তু আকর্ষক; খেয়ালি।
ঘ) Clear(adjective)
- স্বচ্ছ: মেঘমুক্ত; নির্মল: ; উজ্জ্বল; পরিষ্কার:নির্দোষ; গ্লানিমুক্ত; স্পষ্ট: (মন প্রসঙ্গে) নিঃশংসয়; নিশ্চিত; অবাধ।
• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলর মধ্যে - Clear শব্দটি Equivocal এর বিপরীত অর্থ প্রকাশ করছে। অন্য অপশন গুলো এর বিপরীত বা সমার্থক অর্থ প্রকাশ করছেনা।
Source: Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 4 months ago
'She is all in' means-
Created: 1 month ago
A
She is active
B
She is exhausted
C
She has arrived
D
She has finished packing
Meaning of 'She is all in': She is exhausted
All in (Phrase)
-
English Meaning: Exhausted, very tired
-
Bangla Meaning: অত্যন্ত পরিশ্রান্ত, ক্লান্ত
-
Example Sentence: She is all in.
-
Bangla Meaning: সে অত্যন্ত ক্লান্ত।
-
Other Options:
-
She is active – সে সক্রিয়
-
She has arrived – সে পৌঁছেছে
-
She has finished packing – সে তার গোছানো শেষ করেছে
0
Updated: 1 month ago
What does the idiom "to draw the line" mean?
Created: 2 months ago
A
To start something new
B
To refuse to go beyond a certain limit
C
To make a sketch or diagram
D
To mark a finish line
• The idiom "to draw the line" means: খ) To refuse to go beyond a certain limit
To draw the line (Phrase)
-
Bangla Meaning: সীমা নির্ধারণ করা; কোনো কার্যকলাপ বা আচরণের ক্ষেত্রে সহ্যের সীমা নির্ধারণ করা
-
English Meaning: to put a limit on what you will do or allow to happen
• Other Options:
ক) To start something new
-
Bangla Meaning: নতুন কিছু শুরু করা
গ) To make a sketch or diagram
-
Bangla Meaning: ছবি বা নকশা আঁকা
ঘ) To mark a finish line
-
Bangla Meaning: একটি শেষ সীমা নির্ধারণ করা (দৌড়ের লাইন ইত্যাদি)
Source: Live MCQ Lecture
0
Updated: 2 months ago
Explain the meaning of 'Bring to pass'.
Created: 3 months ago
A
Cause to destroy
B
Cause to happen
C
Cause to carry out
D
Cause to convince
Phrase: Bring to pass
English Meaning: To make something happen; to cause an event or situation to occur.
Bangla Meaning: কোনো ঘটনা বা অবস্থা ঘটানো, কার্যকর করা বা বাস্তবে পরিণত করা।
উদাহরণ বাক্য:
-
স্ত্রীর মৃত্যু তার ধর্মবিশ্বাসের প্রতি মনোভাবের পরিবর্তন ঘটায়।
-
তিনি প্রকল্পটি বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করেন।
তথ্যসূত্র: Collins Dictionary
0
Updated: 3 months ago