What is Yeats’s attitude toward the passage of time in "A Prayer for My Daughter"?
A
He is indifferent to it
B
He is resigned to it
C
He views it as a destructive force
D
He welcomes it
উত্তরের বিবরণ
Yeats কবিতায় সময়কে একটি ধ্বংসাত্মক শক্তি হিসেবে দেখছেন, যা যৌবন, সৌন্দর্য এবং নৈতিকতা সবকিছুকে ক্ষয়িষ্ণু করে ফেলে। তিনি চান, তার কন্যা সময়ের এই ধ্বংসাত্মক প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারে।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
What does Yeats's use of golden imagery signify?
Created: 2 weeks ago
A
Literal wealth
B
Spiritual permanence and aesthetic perfection
C
Political power
D
Irish folklore
Yeats তার কবিতায় “golden imagery” ব্যবহার করেছেন এমন এক রূপক অর্থে, যা কেবল বাহ্যিক সৌন্দর্য নয় বরং আধ্যাত্মিক স্থায়িত্ব ও শিল্পের নিখুঁত পরিপূর্ণতার প্রতীক।
বিশেষ করে “Sailing to Byzantium” কবিতায় এই রূপকগুলি মানবজীবনের ক্ষণস্থায়ী বাস্তবতার বিপরীতে এক চিরন্তন, অপরিবর্তনীয় সৌন্দর্যের ধারণা প্রকাশ করে।
- 
“Golden bough” ও “golden bird” শব্দগুলো spiritual immortality এবং aesthetic perfection-এর প্রতীক। 
- 
Yeats মনে করেন, শিল্প (art) ও আত্মা (spirit) প্রকৃতির decay বা মৃত্যু থেকে মুক্ত — তাই “gold” এখানে eternal beauty-র চিহ্ন। 
- 
এই imagery-র মাধ্যমে তিনি physical world-এর সীমাবদ্ধতা অতিক্রম করে এক divine বা transcendent realm-এর কথা বলেছেন। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 weeks ago
What is the tone of the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 month ago
A
Meditative and longing
B
Satirical
C
Angry
D
Tragic
কবিতার টোন হলো ধ্যানমগ্ন ও আকাঙ্ক্ষামূলক। Yeats শহর ছেড়ে প্রকৃতির কোলে ফিরে যেতে চান। প্রতিটি লাইনে ধ্যান, নিস্তব্ধতা ও শান্তির প্রতি আকাঙ্ক্ষা প্রকাশ পায়।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
What theme connects “The Second Coming” with Modernism?
Created: 1 month ago
A
Collapse of tradition and rise of uncertainty
B
Celebration of progress
C
Praise of religion
D
Joy of romance
Modernism-এর মূল বৈশিষ্ট্য হলো ঐতিহ্যের পতন, অনিশ্চয়তা ও বিশৃঙ্খলা। Yeats এই কবিতায় সেটাই দেখিয়েছেন। পুরনো যুগ শেষ হয়ে যাচ্ছে, ভবিষ্যৎ ভয়ঙ্কর।
 
                                    
                                
                                
                                
                                1
Updated: 1 month ago