What does Yeats want for his daughter’s emotional future in "A Prayer for My Daughter"?
A
To have a life full of excitement and adventure
B
To be free from all emotional suffering
C
To experience a balanced and harmonious life
D
To become emotionally detached from the world
উত্তরের বিবরণ
Yeats চেয়েছেন তার কন্যা একটি ভারসাম্যপূর্ণ এবং সুষম জীবন কাটাক, যেখানে সে সব ধরনের আবেগের মধ্যে শান্তি এবং সমতা বজায় রাখবে। তিনি চান, তার কন্যার জীবনে অত্যাধিক উত্তেজনা বা অস্থিরতা না এসে, সে শান্তিপূর্ণভাবে জীবন কাটাক।
 
                            
                        
                        
                        
                        
                        1
Updated: 1 month ago
In W. B. Yeats’ poem “The Lake Isle of Innisfree”, what literary device is used in the line “peace comes dropping slow”?
Created: 1 month ago
A
Metaphor
B
Simile
C
Alliteration
D
Personification
“peace comes dropping slow”-এ শান্তিকে শিশিরবিন্দুর মতো ধীরে আসা হিসেবে বোঝানো হয়েছে। এখানে শান্তিকে একটি ভৌত বস্তু বা তরলের মতো কল্পনা করা হয়েছে, যা আস্তে ঝরে পড়ে। এটি metaphor এর উদাহরণ। Yeats প্রায়ই প্রকৃতির সঙ্গে বিমূর্ত ধারণাকে যুক্ত করেন যাতে কাব্যের ধ্যানমগ্নতা বাড়ে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
"All changed, changed utterly: A terrible beauty is born.” This extract is taken from W. B. Yeats' poem titled—
Created: 1 month ago
A
No Second Troy
B
Easter 1916
C
The Second Coming
D
The Wild Swans at Coole
W. B. Yeats-এর লেখা “Easter, 1916” একটি বিখ্যাত রাজনৈতিক কবিতা যেখানে তিনি আয়ারল্যান্ডের বিদ্রোহ ও জাতীয়তাবাদী আন্দোলনের চিত্র তুলে ধরেছেন। এখানে উল্লেখিত অংশে তিনি বোঝাতে চেয়েছেন যে পূর্বের সামাজিক জীবন, আড্ডা এবং ক্লাবকেন্দ্রিক আনন্দ–সবকিছু এক ভয়ংকর পরিবর্তনের মধ্য দিয়ে নতুন এক বাস্তবতায় রূপ নিয়েছে।
সেই বাস্তবতা একই সঙ্গে ভয়ঙ্কর আবার মহিমান্বিত। এ কারণেই তিনি লিখেছেন—“All changed, changed utterly: A terrible beauty is born.”
তথ্যসমূহ
- 
William Butler Yeats ছিলেন একজন আইরিশ নাট্যকার, কবি ও সমালোচক। 
- 
তিনি 1912 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি-র ভূমিকাটি লেখেন। 
- 
1923 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 
- 
তাঁর বিখ্যাত কবিতাগুলো হলো: - 
The Second Coming 
- 
The Cat and the Moon 
- 
The Lake Isle of Innisfree 
- 
The Wild Swans at Coole 
- 
The Tower 
- 
The Winding Stair and Other Poems 
- 
The Resurrection 
- 
Among School Children 
- 
The Lord of Harts 
- 
Falling of Leaves 
- 
A Prayer for My Daughter 
- 
When You Are Old 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
In W. B. Yeats’ poem “The Lake Isle of Innisfree”, what does the phrase “peace comes dropping slow” signify?
Created: 1 month ago
A
Gradual and natural arrival of peace
B
Sudden silence of city
C
Noise turning into quiet
D
Sleep and dream
“peace comes dropping slow” লাইনটি বোঝায় যে শান্তি আসে ধীরে ধীরে, যেমন শিশিরবিন্দু ঝরে পড়ে। এখানে শান্তি হলো প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়া, যা শহরের দ্রুতগতি জীবনের বিপরীত। Yeats বোঝাতে চেয়েছেন, Innisfree-এর পরিবেশে মানুষ আস্তে আস্তে ধ্যানমগ্ন হয়ে যায় এবং গভীর মানসিক প্রশান্তি খুঁজে পায়। এটি প্রকৃতির ধীর স্থায়ী প্রভাবকে প্রতীকায়িত করে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago