What does Yeats wish for his daughter’s emotional state in "A Prayer for My Daughter"?
A
To be emotionally detached
B
To be joyful and carefree
C
To maintain balance and peace of mind
D
To be deeply passionate
উত্তরের বিবরণ
Yeats তার কন্যার জন্য চান যে সে শান্তিপূর্ণ মনোভাব এবং অনুভূতির মধ্যে ভারসাম্য বজায় রাখুক। তিনি চেয়েছেন, তার কন্যা বাইরের বিশ্বের উত্তেজনা ও অস্থিরতা থেকে সুরক্ষিত থেকে নিজের শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখুক।
 
                            
                        
                        
                        
                        
                        1
Updated: 1 month ago
"Twenty centuries of stony sleep" refers to-
Created: 2 weeks ago
A
Age of Pyramids
B
Age of Wars
C
Middle Ages
D
The time since Christ's birth
“Twenty centuries of stony sleep”— এই লাইনটি ডব্লিউ. বি. ইয়েটস (W.B. Yeats)-এর বিখ্যাত কবিতা “The Second Coming” থেকে নেওয়া। এখানে কবি মানবসভ্যতার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সময়কে প্রতীকীভাবে প্রকাশ করেছেন।
- 
প্রথমত, “twenty centuries” বলতে বোঝানো হয়েছে খ্রিস্টের জন্মের পর থেকে দুই হাজার বছরের সময়কাল, অর্থাৎ খ্রিস্টীয় যুগ বা the Christian era। এই সময়টিকে ইয়েটস দেখেছেন এক ধরনের স্থবির ঘুম বা “stony sleep”-এর প্রতীক হিসেবে, যা ইঙ্গিত করে আধ্যাত্মিক জড়তা ও মানবতার নিস্তেজ অবস্থাকে। 
- 
দ্বিতীয়ত, কবি মনে করেন এই দীর্ঘ সময়ের নৈতিক ও ধর্মীয় স্থিতি এখন ভাঙতে চলেছে, এবং পৃথিবী এক ভয়াবহ পরিবর্তনের মুখোমুখি—এক নতুন, ভীতিকর যুগের আগমন ঘটতে যাচ্ছে। 
- 
তাই এই বাক্যাংশটি কেবল সময়ের দৈর্ঘ্য নয়, বরং সভ্যতার চক্রাকার পরিবর্তন (cyclical transformation) ও খ্রিস্টীয় যুগের অবসানের প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়েছে। 
অতএব, “Twenty centuries of stony sleep” বলতে বোঝানো হয়েছে খ্রিস্টের জন্মের পর থেকে কেটে যাওয়া দুই হাজার বছরের সময়কাল, যা এখন শেষ হয়ে নতুন যুগের আগমনের বার্তা দিচ্ছে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 weeks ago
What does Yeats mean by "Too long a sacrifice" in "Easter 1916"?
Created: 1 month ago
A
The sacrifices made by the rebels were excessive
B
The Irish people have been struggling for too long
C
The martyrs of the rebellion are not fully appreciated
D
The poet’s own sacrifices for the cause
Yeats এখানে ইরিশ জনগণের দীর্ঘকালীন সংগ্রাম এবং অত্যাধিক ত্যাগ বোঝাচ্ছেন। দীর্ঘ সময় ধরে তারা তাদের স্বাধীনতা ও অধিকারকে রক্ষা করতে সংগ্রাম করেছে, এবং এই সংগ্রাম তাদের মধ্যে এক ধরনের ক্লান্তি এবং যন্ত্রণা সৃষ্টি করেছে।
 
                                    
                                
                                
                                
                                1
Updated: 1 month ago
What does Yeats say about the “revolt” in "Easter 1916"?
Created: 1 month ago
A
It was necessary for the survival of Ireland
B
It brought about meaningful change
C
It was a misguided effort
D
It ended in complete failure
Yeats কবিতায় বিদ্রোহকে কিছুটা বিভ্রান্তিকর এবং অকার্যকর বলে উল্লেখ করেছেন। যদিও তিনি স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ এবং বীরত্ব কে সম্মান জানান, তিনি মনে করেন যে বিদ্রোহের পরিণতি ইরিশ জনগণের জন্য অস্থিরতা এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে।
 
                                    
                                
                                
                                
                                3
Updated: 1 month ago