What does Yeats wish for his daughter’s emotional state in "A Prayer for My Daughter"?
A
To be emotionally detached
B
To be joyful and carefree
C
To maintain balance and peace of mind
D
To be deeply passionate
উত্তরের বিবরণ
Yeats তার কন্যার জন্য চান যে সে শান্তিপূর্ণ মনোভাব এবং অনুভূতির মধ্যে ভারসাম্য বজায় রাখুক। তিনি চেয়েছেন, তার কন্যা বাইরের বিশ্বের উত্তেজনা ও অস্থিরতা থেকে সুরক্ষিত থেকে নিজের শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখুক।

0
Updated: 1 day ago
Where does the poet hear the sound of the lake water lapping?
Created: 1 day ago
A
At Innisfree
B
In his dream
C
While standing on the roadway or pavement
D
While asleep
Yeats বলেছেন তিনি “while I stand on the roadway, or on the pavements grey” তখনও লেকের পানির শব্দ শুনতে পান। এটি দেখায় যে শহরের ব্যস্ত রাস্তার মাঝেও তার মনের ভেতর প্রকৃতির ডাক বেজে ওঠে।
এটি প্রকৃতির সঙ্গে কবির গভীর মানসিক সংযোগ প্রকাশ করে। যদিও তিনি বাস্তবে শহরে আছেন, তবু Innisfree-এর প্রকৃতি তার অন্তরে বেঁচে থাকে।

0
Updated: 1 day ago
What is Yeats’s attitude toward the political upheavals in the poem "A Prayer for My Daughter"?
Created: 1 day ago
A
He sees them as a necessary evil
B
He is indifferent to them
C
He feels they threaten his daughter's future
D
He believes they will bring positive change
Yeats কবিতায় রাজনৈতিক অস্থিরতা এবং পরিবর্তনকে অশান্তি ও ঝুঁকি হিসেবে দেখছেন, যা তার কন্যার ভবিষ্যতের শান্তিপূর্ণ জীবনকে হুমকির মধ্যে ফেলতে পারে। তিনি চান, তার কন্যা এই অস্থির পরিস্থিতির বাইরে গিয়ে নিরাপদ এবং শান্তিপূর্ণ জীবন কাটাক।

0
Updated: 1 day ago
What is the mood of the poem "Easter 1916"?
Created: 1 day ago
A
Optimistic
B
Ambivalent and reflective
C
Joyful
D
Melancholic and regretful
Yeats কবিতাটিতে আবেগপ্রবণ এবং দ্বিধান্বিত মেজাজে আলোচনা করেছেন। তিনি ইরিশ বিদ্রোহের গুরুত্ব স্বীকার করলেও, তিনি নিজেও এই বিদ্রোহের পরিণতি নিয়ে মিশ্র অনুভুতি প্রকাশ করেছেন। কবিতায় দ্বন্দ্ব, ভাবনা এবং ইতিহাসের প্রতি একটি গভীর প্রতিফলন দেখা যায়।

0
Updated: 1 day ago