What does Yeats mean by “the world’s fate” in the poem "A Prayer for My Daughter"?
A
His own future
B
The future of his daughter and her generation
C
The future of Ireland’s politics
D
The spiritual destiny of mankind
উত্তরের বিবরণ
Yeats কবিতায় “the world’s fate” বলতে বোঝাচ্ছেন তার কন্যার ভবিষ্যৎ এবং তার প্রজন্মের ভবিষ্যৎ। তিনি চান, তার কন্যা একটি অস্থির দুনিয়া থেকে মুক্ত হয়ে শান্তিপূর্ণ এবং সুরক্ষিত জীবন কাটাক।

0
Updated: 1 day ago
Who does Yeats describe as “a drunken, vainglorious lout”?
Created: 1 day ago
A
John MacBride
B
Patrick Pearse
C
William Butler Yeats himself
D
The Irish people
Yeats “a drunken, vainglorious lout” বলে বর্ণনা করেছেন John MacBride-কে। তিনি ছিলেন একজন ইরিশ স্বাধীনতাকামী নেতা, যিনি জীবনের শেষের দিকে কুখ্যাত হয়ে উঠেছিলেন, এবং Yeats তার সম্পর্কে কিছুটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন।

0
Updated: 1 day ago
Where does the poet hear the sound of the lake water lapping?
Created: 1 day ago
A
At Innisfree
B
In his dream
C
While standing on the roadway or pavement
D
While asleep
Yeats বলেছেন তিনি “while I stand on the roadway, or on the pavements grey” তখনও লেকের পানির শব্দ শুনতে পান। এটি দেখায় যে শহরের ব্যস্ত রাস্তার মাঝেও তার মনের ভেতর প্রকৃতির ডাক বেজে ওঠে।
এটি প্রকৃতির সঙ্গে কবির গভীর মানসিক সংযোগ প্রকাশ করে। যদিও তিনি বাস্তবে শহরে আছেন, তবু Innisfree-এর প্রকৃতি তার অন্তরে বেঁচে থাকে।

0
Updated: 1 day ago
What does the “golden bird” symbolize in "Sailing to Byzantium"?
Created: 1 day ago
A
The eternal soul or the artist
B
Christ’s resurrection
C
Youth and vitality
D
The pleasures of the flesh
Yeats-এর “golden bird” চিত্রটি বোঝায় অমর আত্মা বা শিল্পী। সোনালী পাখি কখনো মরে না এবং এর গানের মাধ্যমে অমরত্বের ধারণা প্রকাশিত হয়। এটি Yeats-এর আত্মার অমরত্বের আকাঙ্ক্ষাকে প্রতীকিত করে, যেভাবে শিল্প বা সৃষ্টির শক্তি চিরস্থায়ী হয়।

0
Updated: 1 day ago