In W. B. Yeats’s poem “A Prayer for My Daughter”, what personal qualities does Yeats wish for his daughter’s future?
A
She should be politically active
B
She should be independent and strong-willed
C
She should be able to enjoy life's pleasures without being consumed by them
D
She should become a renowned intellectual
উত্তরের বিবরণ
Yeats কবিতায় চেয়েছেন তার কন্যা জীবনের আনন্দ উপভোগ করুক, তবে সে যেন সেই আনন্দের দ্বারা নিয়ন্ত্রিত বা বিপর্যস্ত না হয়ে যায়। তিনি চেয়েছেন তার কন্যা সামাজিক চাপ এবং কৃত্রিমতার মধ্যে হারিয়ে না গিয়ে, নিজের চরিত্রের বিকাশ ঘটাক।
 
                            
                        
                        
                        
                        
                        3
Updated: 1 month ago
Who authored the famous poem Sailing to Byzantium?
Created: 3 weeks ago
A
T.S. Eliot
B
William Butler Yeats
C
P.B. Shelley
D
John Keats
Sailing to Byzantium হলো William Butler Yeats রচিত একটি বিখ্যাত কবিতা।
- 
Sailing to Byzantium: - 
প্রকাশ: ১৯২৭ 
- 
কবিতায় Yeats প্রাচীন Byzantiumকে শিল্পের চিরন্তন রূপান্তরের প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন। 
- 
কবিতাটি তার অসাধারণ lyricism এবং চিরস্থায়ী শিল্প ও মৃত্যু-বিষয়ক দার্শনিক চিন্তার জন্য পরিচিত। 
 
- 
- 
William Butler Yeats (1865–1939): - 
একজন আইরিশ কবি, নাট্যকার ও প্রবন্ধকার। 
- 
২০শ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি ভাষার কবি। 
- 
১৯২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ। 
- 
রচনায় আইরিশ জাতীয়তাবাদ, পৌরাণিকতা ও আধ্যাত্মবাদ ফুটে ওঠে। 
- 
তিনি আইরিশ সাহিত্য পুনর্জাগরণের নেতৃত্ব দেন। 
 
- 
- 
Major Poems: - 
The Wild Swans at Coole 
- 
The Tower 
- 
The Winding Stair and Other Poems 
- 
The Second Coming 
- 
The Cat and the Moon 
- 
Sailing to Byzantium 
- 
The Lake Isle of Innisfree 
- 
Among School Children 
- 
A Prayer for My Daughter 
- 
When You Are Old 
- 
Easter 1916 
- 
September 1919 
- 
The Wanderings of Oisin 
- 
Leda and The Swan 
 
- 
- 
Plays by W.B. Yeats: - 
The Resurrection 
- 
The Only Jealousy of Emer 
- 
The Dreaming of the Bones 
- 
Four Plays for Dancers 
- 
Calvary 
- 
Cathleen ni Houlihan 
- 
The Countess Cathleen 
 
- 
- 
Prose: - 
A Vision 
- 
Celtic Twilight 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago
Who is the writer of the literary collection 'Responsibilities: Poems and a Play'?
Created: 2 weeks ago
A
T. S. Eliot
B
W.H. Auden
C
Francis Bacon
D
W. B. Yeats
W. B. Yeats রচিত সাহিত্য সংকলন ‘Responsibilities: Poems and a Play’ তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ সৃষ্টি।
তথ্যসমূহ নিচে দেওয়া হলো:
- 
‘Responsibilities: Poems and a Play’ হলো আইরিশ কবি ও নাট্যকার W. B. Yeats-এর একটি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম। 
- 
এটি ১৯১৪ সালে প্রকাশিত হয়। 
- 
এই সংকলনটি Yeats-এর কবিতায় একটি পরিবর্তনের সূচনা ঘটায় — তাঁর প্রারম্ভিক Romanticism থেকে এটি আরও Modernist এবং রাজনৈতিকভাবে সক্রিয় ভাবধারার দিকে অগ্রসর হয়। 
- 
সংকলনটিতে Irish nationalism, ব্যক্তিগত দায়িত্ববোধ, এবং শিল্পীর সততা (artistic integrity)-র প্রতিফলন দেখা যায়। 
- 
এতে অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে রয়েছে — “The Grey Rock”, “The Three Beggars”, “The Three Hermits”, এবং “A Coat” (যার বিখ্যাত লাইন — “I made my song a coat”)। 
- 
এই সংকলনে “The Hour-Glass” নামের একটি morality play অন্তর্ভুক্ত আছে, যা prose ও verse উভয় রীতিতে লেখা। 
William Butler Yeats (1865–1939):
- 
তিনি একজন আইরিশ কবি, নাট্যকার এবং সাহিত্যিক, যিনি আধুনিক ইংরেজি সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। 
- 
তিনি Modern Period-এর সাহিত্যিকদের অন্তর্ভুক্ত। 
- 
তাঁর কবিতা ও নাটকগুলো গভীরভাবে আয়ারল্যান্ডের ঐতিহ্য, সংস্কৃতি, এবং রাজনীতি দ্বারা প্রভাবিত। 
- 
নিজের জন্মভূমি আয়ারল্যান্ড-এর প্রতি তাঁর গভীর ভালোবাসা তাঁর রচনায় প্রকাশ পেয়েছে। 
- 
তাঁকে Ireland-এর National Poet বলা হয়। 
- 
তিনি ১৯২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভকারী প্রথম আইরিশ সাহিত্যিক। 
Notable Poems:
- 
No Second Troy 
- 
A Prayer for My Daughter 
- 
The Tower 
- 
Sailing to Byzantium 
- 
The Second Coming 
- 
Easter 1916 
- 
September 1913 
- 
The Stolen Child 
- 
The Lake Isle of Innisfree 
- 
The Man Who Dreamed of Fairyland 
- 
An Irish Airman Foresees His Death 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 weeks ago
Which rebel leader does Yeats criticize most harshly in "Easter 1916"?
Created: 1 month ago
A
Patrick Pearse
B
James Connolly
C
John MacBride
D
Eamon de Valera
Yeats কবিতায় John MacBride-কে নেতিবাচকভাবে চিত্রিত করেছেন। তিনি তাকে “drunken, vainglorious lout” হিসেবে বর্ণনা করেছেন, যার ব্যক্তিগত জীবন ও কুকীর্তির কারণে Yeats তাকে একজন প্রতিকূল চরিত্র হিসেবে মনে করেন।
 
                                    
                                
                                
                                
                                1
Updated: 1 month ago