কাজী ইমদাদুল হক-এর 'আবদুল্লাহ' উপন্যাসের উপজীব্য কী?
A
চাষী জীবনের করুণ চিত্র
B
কৃষক সমাজের সংগ্রামশীল জীবন
C
তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
D
মুসলিম জমিদার শ্রেণীর জীবন কাহিনী
উত্তরের বিবরণ
কাজী ইমদাদুল হকের 'আবদুল্লাহ' উপন্যাসের 'তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র' অঙ্কিত হয়েছে।
• 'আবদুল্লাহ' উপন্যাস:
- 'আবদুল্লাহ' কাজী ইমদাদুল হক রচিত একটি উপন্যাস।
- এটি মোসলেম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতো। ১৯৩৩ সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- উপন্যাসটি রচনাকালীন সময়ে কাজী ইমদাদুল হকের মৃত্যু হলে, কাজী আনোয়ারুল কাদির ইমদাদুল হকের খসড়া অবলম্বন করে অসমাপ্ত উপন্যাসটি সমাপ্ত করেন।
- উপন্যাসটিতে চিত্রিত হয়েছে গ্রামীণ মুসলিম সমাজের পিরভক্তি, ধর্মীয় কুসংস্কার, পর্দাপ্রথা, সম্প্রদায়বিদ্বেষ ইত্যাদির বিরুদ্ধে মানবতাবাদী প্রতিবাদ৷
- শিল্পের বিচারে 'আবদুল্লাহ্' উৎকৃষ্ট উপন্যাস নয়, তবে বাংলার সামাজিক বিবর্তনের, বিশেষ করে বাঙালি মুসলমানের অগ্রযাত্রার সম্ভাবনা ও প্রতিবন্ধকতা সুচারুভাবে ফুটে উঠায় গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব আছে।
----------------------------
• কাজী ইমদাদুল হক:
- কাজী ইমদাদুল হক ১৮৮২ সালে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন।
- 'আবদুল্লাহ' উপন্যাসের লেখক হিসেবেই তাঁর সমধিক পরিচিতি।
- আবদুল্লাহ উপন্যাস রচনা করেই তিনি ঔপন্যাসিক হিসেবে খ্যাতি লাভ করেন।
- বাঙালি মুসলমান সমাজের কল্যাণসাধন ছিল ইমদাদুল হকের সাহিত্য সাধনার মূল লক্ষ্য।
- তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা (১৯১৮) প্রকাশনা কমিটির সভাপতি ছিলেন।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
- আঁখিজল,
- মোসলেম জগতে বিজ্ঞান চর্চা,
- ভূগোল শিক্ষা প্রণালী (দু ভাগ),
- নবীকাহিনী (প্রবন্ধমালা),
- কামারের কান্ড,
- আবদুল্লাহ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি?
Created: 1 week ago
A
ভূমিপুত্র
B
মাটির জাহাজ
C
কাঁটাতারে প্রজাপতি
D
চিলেকোঠার সেপাই
‘চিলেকোঠার সেপাই’ উপন্যাস
-
লেখক: আখতারুজ্জামান ইলিয়াস
-
ধরণ: মহাকাব্যোচিত উপন্যাস
-
প্রেক্ষাপট: ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলনের পূর্ববর্তী সময়, ঊনসত্তরের গণঅভ্যুত্থান
-
প্রধান চরিত্র: ওসমান
-
মূল বিষয়: উপন্যাসে ওসমানের চরিত্রের মাধ্যমে দেখা যায়, কীভাবে স্বাধীনতার লক্ষ্যে একটি বড় আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষও যুক্ত হয়েছিল। এখানে ইতিবাচক রাজনীতির প্রভাব ও বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রাথমিক রূপ ফুটে উঠেছে।
আখতারুজ্জামান ইলিয়াস
-
জন্ম: ১৯৪৩, গাইবান্ধা জেলা
-
উপন্যাস:
-
চিলেকোঠার সেপাই
-
খোয়াবনামা
-
-
ছোটগল্প:
-
অন্য ঘরে অন্য স্বর
-
খোয়ারি
-
দুধেভাতে উৎপাত
-
দোজখের ওম
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
”হাজার বছর ধরে” উপন্যাসের মূল প্রতিপাদ্য-
Created: 2 weeks ago
A
বিরহ ও রোমান্সধর্মী
B
আবহমান বাংলার জীবন ও জনপদ
C
ঐতিহাসিক প্রক্ষাপট
D
পদ্মাপাড়ে জেলে জিবন
হাজার বছর ধরে
-
জহির রায়হানের শ্রেষ্ঠ উপন্যাস হলো ‘হাজার বছর ধরে’।
-
প্রকাশকাল: ১৯৬৪ সাল।
-
উপন্যাসটির মূল প্রতিপাদ্য → আবহমান বাংলার জীবন ও জনপদ।
-
এই উপন্যাসের জন্য তিনি আদমজি পুরস্কার লাভ করেন।
-
উপন্যাসের নায়িকা টুনি একমাত্র জীবন্ত চরিত্র, বাকিরা মৃত ও বিবর্ণ।
জহির রায়হান
-
তিনি ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক।
-
জন্ম: ১৯৩৫ সালে, ফেনী জেলার মজিপুর গ্রামে।
-
প্রকৃত নাম: মোহাম্মদ জহিরুল্লাহ।
-
১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
-
পাকিস্তানি সেনাদের গণহত্যা নিয়ে তিনি নির্মাণ করেন প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’।
-
ভাষা আন্দোলনের অভিজ্ঞতায় রচিত তাঁর উল্লেখযোগ্য উপন্যাস → ‘আরেক ফাল্গুন’।
-
জহির রায়হান নির্মিত প্রথম রঙিন চলচ্চিত্র → ‘সঙ্গম’।
-
১৯৭২ সালের ৩০ জানুয়ারি তিনি মিরপুর থেকে নিখোঁজ হন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 2 weeks ago
"লাফ > ফাল" কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
Created: 2 weeks ago
A
ব্যঞ্জন বিকৃতি
B
ধ্বনি বিপর্যয়
C
অন্তর্হতি
D
অভিশ্রুতি
ধ্বনি বিপর্যয়
সংজ্ঞা:
কোনো শব্দের ভেতরে দুটি ব্যঞ্জনের স্থান-বদল ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলা হয়। অর্থাৎ শব্দে ধ্বনির ক্রমে পরিবর্তন হয়ে যায়।
উদাহরণসমূহ
-
পিশাচ → পিচাশ
-
লাফ → ফাল
-
বাক্স → বাস্ক
-
রিক্সা → রিস্কা
অর্থাৎ, ধ্বনি বিপর্যয়ে শব্দের ধ্বনি বিন্যাসে বর্ণগুলোর স্থান অদল-বদল হয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 2 weeks ago