How does Yeats describe his daughter’s appearance in the poem"A Prayer for My Daughter"?
A
As a symbol of innocence and beauty
B
As a reflection of the past
C
As a perfect replica of his wife
D
As a politically aware figure
উত্তরের বিবরণ
Yeats কবিতায় তার কন্যার সুন্দরতা এবং পবিত্রতাকে একসাথে চিত্রিত করেছেন। তিনি চান তার কন্যা এমন একজন মানুষ হয়ে উঠুক, যার মধ্যে নম্রতা, সৌন্দর্য এবং সত্যতার প্রকাশ ঘটে।

0
Updated: 1 day ago
Which part of the day is not directly mentioned in the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 day ago
A
Midnight
B
Noon
C
Evening
D
Morning
কবিতায় midnight, noon এবং evening উল্লেখ আছে, কিন্তু সকাল বা morning সরাসরি নেই। এটি গুরুত্বপূর্ণ কারণ Yeats দিনের বিশেষ কিছু সময়কে বেছে নিয়েছেন—রাতের নিস্তব্ধতা, দুপুরের দীপ্তি, আর সন্ধ্যার রূপ—যা শান্তি ও ধ্যানমগ্নতার সঙ্গে সম্পর্কিত। morning বাদ দেওয়ার মাধ্যমে তিনি প্রকৃতির মায়াবী দিকগুলিকে বেশি গুরুত্ব দিয়েছেন।

0
Updated: 1 day ago
What does the “golden bird” symbolize in "Sailing to Byzantium"?
Created: 1 day ago
A
The eternal soul or the artist
B
Christ’s resurrection
C
Youth and vitality
D
The pleasures of the flesh
Yeats-এর “golden bird” চিত্রটি বোঝায় অমর আত্মা বা শিল্পী। সোনালী পাখি কখনো মরে না এবং এর গানের মাধ্যমে অমরত্বের ধারণা প্রকাশিত হয়। এটি Yeats-এর আত্মার অমরত্বের আকাঙ্ক্ষাকে প্রতীকিত করে, যেভাবে শিল্প বা সৃষ্টির শক্তি চিরস্থায়ী হয়।

0
Updated: 1 day ago
What universal theme does the poem “The Second Coming” explore?
Created: 1 day ago
A
Collapse of civilizations and rebirth of violence
B
Eternal joy of nature
C
Innocence of childhood
D
Growth of technology
“The Second Coming” কবিতাটি কেবল একটি সময়ের নয়, বরং মানবসভ্যতার পতন ও পুনর্জন্মের ভয়ঙ্কর থিম। পুরনো সভ্যতা ধ্বংস হলে আবার নতুন কিন্তু হিংস্র যুগ জন্ম নেয়। এটি ইতিহাসের চক্র।

0
Updated: 1 day ago