What does Yeats mean by "the stone of the dead" in "Easter 1916"?
A
The physical remnants of the rebellion
B
The sacrifice of the martyrs
C
The ongoing political struggle
D
The oppression of the Irish people
উত্তরের বিবরণ
Yeats “the stone of the dead” দিয়ে শহীদদের আত্মত্যাগের কথা বোঝাচ্ছেন, যারা ইস্টার রাইজিংয়ের জন্য জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগ, ধ্বংস এবং মৃত্যুর পরিপ্রেক্ষিতে, তাদের কবর যেন ইরিশ স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে।
 
                            
                        
                        
                        
                        
                        3
Updated: 1 month ago
What kind of dwelling does the poet wish to build at Innisfree?
Created: 1 month ago
A
A stone castle
B
A small hut made of clay and wattles
C
A wooden church
D
A fisherman’s cottage
Yeats কল্পনায় একটি ছোট কুঁড়েঘর বানাতে চান, যা মাটি ও ডালের তৈরি হবে। এটি প্রতীকী, কারণ এখানে সরল জীবনযাপন ও প্রকৃতির সঙ্গে একাত্মতার ইঙ্গিত আছে। শহরের বিলাসী জীবনের বিপরীতে এই কুঁড়েঘর হলো নিস্তব্ধতা ও শান্তির জায়গা। কবির কাছে এটি শুধু একটি আশ্রয় নয়, বরং একধরনের আধ্যাত্মিক শুদ্ধির প্রতীক।
 
                                    
                                
                                
                                
                                1
Updated: 1 month ago
How does peace come at Innisfree according to the poet?
Created: 1 month ago
A
Peace comes suddenly
B
Peace comes dropping slow
C
Peace comes violently
D
Peace comes with crowd
কবি বলেন শান্তি আসে “dropping slow” অর্থাৎ ধীরে ধীরে, নিঃশব্দে। এটি প্রকৃতির শান্ত গতি বোঝায় যেখানে সময় ধীর গতিতে প্রবাহিত হয়। শহুরে জীবনের কোলাহল থেকে ভিন্ন, Innisfree-এর শান্তি হলো দীর্ঘস্থায়ী এবং গভীর অনুভূতি। এই ধারণা কবিতায় Yeats-এর প্রকৃতির প্রতি আত্মিক আকর্ষণ প্রকাশ করে।
 
                                    
                                
                                
                                
                                1
Updated: 1 month ago
What is the symbolic role of “the centre” in the poem “The Second Coming”?
Created: 1 month ago
A
Childhood memory
B
Authority and tradition
C
Natural beauty
D
Romantic love
“the centre cannot hold” বোঝায় কেন্দ্রীয় কর্তৃত্ব ও ঐতিহ্যের পতন। কেন্দ্র মানে সেই শক্তি যা সবকিছুকে ধরে রাখে—ধর্ম, রাজনীতি, নৈতিকতা। কিন্তু সেটি ভেঙে পড়ায় সমাজ ভেঙে যাচ্ছে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago