What does Yeats wish for his daughter's appearance in the poem "A Prayer for My Daughter"?
A
To be wealthy and well-dressed
B
To be beautiful but not obsessed with beauty
C
To have a perfect body
D
To have the same appearance as the poet
উত্তরের বিবরণ
Yeats কবিতায় চেয়েছেন তার কন্যা সুন্দর হোক, তবে সৌন্দর্যের প্রতি অতিরিক্ত মোহ না রাখুক। তিনি জানেন সৌন্দর্য চিরস্থায়ী নয়, কিন্তু চরিত্র ও আত্মবিশ্বাসই তাকে বাস্তব জীবনে সফল হতে সহায়তা করবে।

0
Updated: 1 day ago
What effect do the closing lines create?
Created: 1 day ago
A
A haunting sense of inevitable doom
B
Joyful resolution
C
Comic relief
D
Hopeful ending
“The Second Coming” এর শেষ লাইন—“slouches towards Bethlehem to be born”—পাঠকের মনে আতঙ্ক সৃষ্টি করে। দানব জন্ম নিতে যাচ্ছে, এটি অনিবার্য। পাঠক বুঝতে পারে ভবিষ্যৎ ভয়ঙ্কর।

0
Updated: 1 day ago
What does Yeats mean by “a terrible beauty is born” in "Easter 1916"?
Created: 1 day ago
A
A beautiful revolution
B
A tragic yet significant transformation
C
A beautiful new beginning for Ireland
D
A conflict between beauty and destruction
Yeats “a terrible beauty is born” দিয়ে বুঝাতে চেয়েছেন যে, ইস্টার রাইজিং এর ফলে গভীর পরিবর্তন হয়েছে, যদিও এর সঙ্গে ছিল ধ্বংস এবং যন্ত্রণা। বিদ্রোহের পরিণতি, একদিকে ছিল মৃত্যু এবং ধ্বংস, অন্যদিকে ইরিশ স্বাধীনতার জন্য একটি নতুন সূচনা।

0
Updated: 1 day ago
What kind of glimmer is seen at midnight in the poem?
Created: 1 day ago
A
Silver glimmer
B
Purple glimmer
C
Golden glimmer
D
Yellow glimmer
কবিতায় বলা হয়েছে “There midnight’s all a glimmer”, যা silver glimmer বা রুপালি আভা বোঝায়। এটি রাতের শান্তি ও প্রকৃতির মায়াবী রূপকে প্রতীকায়িত করে। এই গ্লিমার হলো প্রকৃতির জ্যোৎস্নার রূপ, যা কোলাহলমুক্ত পরিবেশে ধ্যানমগ্ন এক আবহ তৈরি করে। Yeats এখানে প্রকৃতির রহস্যময় সৌন্দর্যকে গুরুত্ব দিয়েছেন।

0
Updated: 1 day ago