How does Yeats describe the “terrible beauty” in the poem "Easter 1916" ?
A
As a reflection of the political power of the Irish
B
As the beautiful result of rebellion despite the destruction
C
As the beauty of the martyrs
D
As the beauty of sacrifice without meaning
উত্তরের বিবরণ
Yeats “terrible beauty” দিয়ে বোঝাতে চেয়েছেন যে, বিদ্রোহের পরিণতি একদিকে ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক, অন্যদিকে তা এক ধরনের সৌন্দর্য সৃষ্টি করেছে—যেমন স্বাধীনতার জন্য আত্মত্যাগের মাধ্যমে একটি মহান এবং চিরস্থায়ী মূল্য সৃষ্টি হয়েছে।
 
                            
                        
                        
                        
                        
                        2
Updated: 1 month ago
Who is the writer of the literary collection 'Responsibilities: Poems and a Play'?
Created: 2 weeks ago
A
T. S. Eliot
B
W.H. Auden
C
Francis Bacon
D
W. B. Yeats
W. B. Yeats রচিত সাহিত্য সংকলন ‘Responsibilities: Poems and a Play’ তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ সৃষ্টি।
তথ্যসমূহ নিচে দেওয়া হলো:
- 
‘Responsibilities: Poems and a Play’ হলো আইরিশ কবি ও নাট্যকার W. B. Yeats-এর একটি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম। 
- 
এটি ১৯১৪ সালে প্রকাশিত হয়। 
- 
এই সংকলনটি Yeats-এর কবিতায় একটি পরিবর্তনের সূচনা ঘটায় — তাঁর প্রারম্ভিক Romanticism থেকে এটি আরও Modernist এবং রাজনৈতিকভাবে সক্রিয় ভাবধারার দিকে অগ্রসর হয়। 
- 
সংকলনটিতে Irish nationalism, ব্যক্তিগত দায়িত্ববোধ, এবং শিল্পীর সততা (artistic integrity)-র প্রতিফলন দেখা যায়। 
- 
এতে অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে রয়েছে — “The Grey Rock”, “The Three Beggars”, “The Three Hermits”, এবং “A Coat” (যার বিখ্যাত লাইন — “I made my song a coat”)। 
- 
এই সংকলনে “The Hour-Glass” নামের একটি morality play অন্তর্ভুক্ত আছে, যা prose ও verse উভয় রীতিতে লেখা। 
William Butler Yeats (1865–1939):
- 
তিনি একজন আইরিশ কবি, নাট্যকার এবং সাহিত্যিক, যিনি আধুনিক ইংরেজি সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। 
- 
তিনি Modern Period-এর সাহিত্যিকদের অন্তর্ভুক্ত। 
- 
তাঁর কবিতা ও নাটকগুলো গভীরভাবে আয়ারল্যান্ডের ঐতিহ্য, সংস্কৃতি, এবং রাজনীতি দ্বারা প্রভাবিত। 
- 
নিজের জন্মভূমি আয়ারল্যান্ড-এর প্রতি তাঁর গভীর ভালোবাসা তাঁর রচনায় প্রকাশ পেয়েছে। 
- 
তাঁকে Ireland-এর National Poet বলা হয়। 
- 
তিনি ১৯২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভকারী প্রথম আইরিশ সাহিত্যিক। 
Notable Poems:
- 
No Second Troy 
- 
A Prayer for My Daughter 
- 
The Tower 
- 
Sailing to Byzantium 
- 
The Second Coming 
- 
Easter 1916 
- 
September 1913 
- 
The Stolen Child 
- 
The Lake Isle of Innisfree 
- 
The Man Who Dreamed of Fairyland 
- 
An Irish Airman Foresees His Death 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 weeks ago
What is Yeats’s attitude toward the passage of time in "A Prayer for My Daughter"?
Created: 1 month ago
A
He is indifferent to it
B
He is resigned to it
C
He views it as a destructive force
D
He welcomes it
Yeats কবিতায় সময়কে একটি ধ্বংসাত্মক শক্তি হিসেবে দেখছেন, যা যৌবন, সৌন্দর্য এবং নৈতিকতা সবকিছুকে ক্ষয়িষ্ণু করে ফেলে। তিনি চান, তার কন্যা সময়ের এই ধ্বংসাত্মক প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
What theme connects “The Second Coming” with Modernism?
Created: 1 month ago
A
Collapse of tradition and rise of uncertainty
B
Celebration of progress
C
Praise of religion
D
Joy of romance
Modernism-এর মূল বৈশিষ্ট্য হলো ঐতিহ্যের পতন, অনিশ্চয়তা ও বিশৃঙ্খলা। Yeats এই কবিতায় সেটাই দেখিয়েছেন। পুরনো যুগ শেষ হয়ে যাচ্ছে, ভবিষ্যৎ ভয়ঙ্কর।
 
                                    
                                
                                
                                
                                1
Updated: 1 month ago