What is the significance of the repetition of the line “A terrible beauty is born” in W. B. Yeats’s poem “Easter 1916”?
A
It emphasizes the futility of the rebellion
B
It highlights the tension between destruction and creation
C
It points to the political power of the rebellion
D
It symbolizes the suffering of the Irish people
উত্তরের বিবরণ
Yeats এই রিপিটেশন দ্বারা ধ্বংস এবং সৃষ্টির মধ্যে সংঘর্ষ তুলে ধরেছেন। বিদ্রোহের পরিণতি, যদিও কিছু অমর এবং সুন্দর সৃষ্টি করেছে, তা ছিল প্রচণ্ড ধ্বংসের মাধ্যমে। Yeats এই দ্বন্দ্বকে বিশেষভাবে চিত্রিত করেছেন।
 
                            
                        
                        
                        
                        
                        3
Updated: 1 month ago
Why does the poet refer to “the dying generations” in "Sailing to Byzantium"?
Created: 1 month ago
A
To express the transience of life
B
To refer to the elderly people
C
To show the political decay
D
To criticize the younger generation
Yeats “dying generations” বলছেন জীবনের ক্ষয়শীলতা ও অস্থায়িত্ব তুলে ধরতে। তিনি দেখতে পাচ্ছেন যে, বয়স বাড়ার সাথে সাথে মানুষ এবং সমাজের পরিবর্তনশীলতা তার চূড়ান্ত পরিণতিতে পৌঁছে, যা তাকে চিন্তিত করে।
 
                                    
                                
                                
                                
                                2
Updated: 1 month ago
The poem “Isle of Innisfree” is written by-
Created: 2 months ago
A
Dylan Thomas
B
Ezra Pound
C
W. H. Auden
D
W. B. Yeats
W.B.
Yeats ছিলেন একজন বিখ্যাত আইরিশ কবি। তিনি ১ম Irishman হিসেবে ১৯২৩ সালে সাহিত্যে নোবেল
: পুরস্কার লাভ করেন। WB Yeats বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘গীতাঞ্জলি' অনুবাদ করতে
সাহায্য করেছিলেন এবং অনূদিত গ্রন্থ 'Song Offerings'-এর ভূমিকা লিখে দিয়েছিলেন।
W.B. Yeats রচিত বিখ্যাত কিছু কবিতা নিম্নরূপ-
1.
The Lake Isle of Innisfree 2. The Second Coming 3. Sailing to Byzantium 4. Leda
and the Swan 5. Death Long-legged Fly 6. No Second Troy 7. Easter 1916
 
                                    
                                
                                
                                
                                2
Updated: 2 months ago
In W. B. Yeats’s poem “The Lake Isle of Innisfree”, how many bean-rows does the poet plan to cultivate?
Created: 1 month ago
A
Ten
B
Nine
C
Seven
D
Twelve
কবিতায় কবি বলেন তিনি “nine bean-rows” রাখবেন। নয় সংখ্যা এখানে প্রতীকী, যা অনেক সংস্কৃতিতে পূর্ণতা, আধ্যাত্মিক পরিপূর্ণতা এবং শৃঙ্খলার প্রতীক। কৃষিকাজের এই উল্লেখ প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে স্বনির্ভর জীবনের ধারণা প্রকাশ করে। এটি শহরের কোলাহল থেকে পালিয়ে শান্তিপূর্ণ ও শ্রমনির্ভর জীবনের ইঙ্গিত বহন করে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago