A
শেষের কবিতা
B
দোলন-চাঁপা
C
সোনার তরী
D
মানসী
উত্তরের বিবরণ
কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সাহিত্যকর্ম নয়- দোলনচাঁপা।
-----------------------------
• 'দোলন-চাঁপা' কাব্যগ্রন্থ:
- কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ 'দোলন-চাঁপা'। কবি তখন রাজবন্দী ছিলেন।
- এতে ২১টি কবিতা আছে। প্রথম কবিতা- আজ সৃষ্টি সুখের উল্লাসে।
- ১৩৩০ বঙ্গাব্দের আশ্বিনে (অক্টোবর ১৯২৩ সালে) গ্রন্থটি প্রকাশিত হয়।
- দোলন-চাঁপা কাব্য গ্রন্থটি মূলত প্রেম- প্রধান কবিতার বই।
এই কাব্যের কিছু উল্লেখযোগ্য কবিতা হলো :
- বেলা শেষে,
- পুবের চাতক,
- পূজারিণী,
- কবি-রানী,
- অবেলার ডাক।
অন্যদিকে,
- মানসী ও সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ।
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'শেষের কবিতা' একটি উপন্যাস।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, 'দোলন-চাঁপা' কাব্যগ্রন্থ।

0
Updated: 1 month ago