How does Yeats describe the “terrible beauty” in the poem "Easter 1916" ?
A
As a reflection of the political power of the Irish
B
As the beautiful result of rebellion despite the destruction
C
As the beauty of the martyrs
D
As the beauty of sacrifice without meaning
উত্তরের বিবরণ
Yeats “terrible beauty” দিয়ে বোঝাতে চেয়েছেন যে, বিদ্রোহের পরিণতি একদিকে ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক, অন্যদিকে তা এক ধরনের সৌন্দর্য সৃষ্টি করেছে—যেমন স্বাধীনতার জন্য আত্মত্যাগের মাধ্যমে একটি মহান এবং চিরস্থায়ী মূল্য সৃষ্টি হয়েছে।

0
Updated: 1 day ago
What theme connects “The Second Coming” with Modernism?
Created: 1 day ago
A
Collapse of tradition and rise of uncertainty
B
Celebration of progress
C
Praise of religion
D
Joy of romance
Modernism-এর মূল বৈশিষ্ট্য হলো ঐতিহ্যের পতন, অনিশ্চয়তা ও বিশৃঙ্খলা। Yeats এই কবিতায় সেটাই দেখিয়েছেন। পুরনো যুগ শেষ হয়ে যাচ্ছে, ভবিষ্যৎ ভয়ঙ্কর।

0
Updated: 1 day ago
What does the phrase “a world of changing things” mean in the poem "A Prayer for My Daughter"?
Created: 1 day ago
A
A world that is politically unstable
B
A world of natural beauty
C
A world that is constantly evolving
D
A world that is fixed and unchanging
Yeats “a world of changing things” দিয়ে বোঝাচ্ছেন যে, পৃথিবী সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। এই পরিবর্তন সবসময় অস্থির এবং অনিশ্চিত। তিনি চান তার কন্যা এই পরিবর্তনশীল দুনিয়ায় নিজের শান্তি ও সুরক্ষা বজায় রাখুক।

0
Updated: 1 day ago
Who wrote The Second Coming?
Created: 1 week ago
A
Robert Frost
B
John Keats
C
Percy Bysshe Shelley
D
William Butler Yeats
The Second Coming
-
লেখক: William Butler Yeats
-
ধরণ: Two-stanza blank verse poem
-
বিষয়: ভবিষ্যদ্বাণীমূলক কবিতা, বিশ্বযুদ্ধ পরবর্তী বিশৃঙ্খলা ও সভ্যতার অনিশ্চয়তা
William Butler Yeats
-
Irish poet, playwright, writer
-
আধুনিক ইংরেজি সাহিত্যের প্রধান ব্যক্তিত্ব
-
আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতি দ্বারা প্রভাবিত
-
জন্মভূমির প্রতি ভালোবাসা তার কবিতায় প্রতিফলিত
-
Ireland-এর National Poet
-
Nobel Prize in Literature: 1923 (প্রথম Irish)
Notable Poems:
-
No Second Troy
-
The Second Coming
-
A Prayer for My Daughter
-
The Tower, Easter 1916
-
September 1913
-
The Stolen Child
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
The Man Who Dreamed of Fairyland
-
An Irish Airman Foresees His Death

0
Updated: 1 week ago