Who does Yeats describe as “a drunken, vainglorious lout”?
A
John MacBride
B
Patrick Pearse
C
William Butler Yeats himself
D
The Irish people
উত্তরের বিবরণ
Yeats “a drunken, vainglorious lout” বলে বর্ণনা করেছেন John MacBride-কে। তিনি ছিলেন একজন ইরিশ স্বাধীনতাকামী নেতা, যিনি জীবনের শেষের দিকে কুখ্যাত হয়ে উঠেছিলেন, এবং Yeats তার সম্পর্কে কিছুটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন।

0
Updated: 1 day ago
What is Yeats’s attitude toward the political upheavals in the poem "A Prayer for My Daughter"?
Created: 1 day ago
A
He sees them as a necessary evil
B
He is indifferent to them
C
He feels they threaten his daughter's future
D
He believes they will bring positive change
Yeats কবিতায় রাজনৈতিক অস্থিরতা এবং পরিবর্তনকে অশান্তি ও ঝুঁকি হিসেবে দেখছেন, যা তার কন্যার ভবিষ্যতের শান্তিপূর্ণ জীবনকে হুমকির মধ্যে ফেলতে পারে। তিনি চান, তার কন্যা এই অস্থির পরিস্থিতির বাইরে গিয়ে নিরাপদ এবং শান্তিপূর্ণ জীবন কাটাক।

0
Updated: 1 day ago
What does Yeats mean by "the stone of the dead" in "Easter 1916"?
Created: 1 day ago
A
The physical remnants of the rebellion
B
The sacrifice of the martyrs
C
The ongoing political struggle
D
The oppression of the Irish people
Yeats “the stone of the dead” দিয়ে শহীদদের আত্মত্যাগের কথা বোঝাচ্ছেন, যারা ইস্টার রাইজিংয়ের জন্য জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগ, ধ্বংস এবং মৃত্যুর পরিপ্রেক্ষিতে, তাদের কবর যেন ইরিশ স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে।

0
Updated: 1 day ago
‘No Second Troy’ is a-
Created: 1 month ago
A
short story
B
novel
C
poem
D
drama
W.B. Yeats একজন বিখ্যাত আইরিশ কবি। তিনি ১ম Irishman হিসেবে ১৯২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। W.B. Yeats বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে 'গীতাঞ্জলি' অনুবাদ করতে সাহায্য করেছিলেন এবং অনূদিত গ্রন্থ 'Song Offerings'-এর ভূমিকা লিখে দিয়েছিলেন। W.B. Yeats রচিত বিখ্যাত কিছু কবিতা নিম্নরূপ-
• The Lake Isle of Innisfree, • The Second Coming • Sailing to Byzantium • Leda and the Swan • Death, • Easter 1916 • Long-legged Fly • No Second Troy

0
Updated: 1 month ago