Who is primarily depicted as a hero in "Easter 1916"?
A
Aodhán
B
John MacBride
C
Patrick Pearse
D
Eamon de Valera
উত্তরের বিবরণ
Yeats কবিতায় Patrick Pearse-কে একজন মহান মুক্তিযোদ্ধা হিসেবে চিত্রিত করেছেন। তিনি ছিলেন ইস্টার রাইজিং-এর নেতৃত্বদানকারী একজন গুরুত্বপূর্ণ নেতা, যিনি নিজের আত্মত্যাগের মাধ্যমে ইরিশ স্বাধীনতার জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
'Easter 1916' is written by whom?
Created: 2 months ago
A
Edgar Allan Poe
B
Virginia Woolf
C
William Butler Yeats
D
Samuel Beckett
• 'Easter 1916' is written by William Butler Yeats.
• Easter 1916 :
- "Easter 1916" হলো আইরিশ কবি William Butler Yeats-এর লেখা একটি প্রভাবশালী কবিতা।
- এটি আইরিশ স্বাতন্ত্র্য আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, Easter Rising 1916-এর স্মরণে লেখা।
- কবিতায় Yeats স্বাধীনতার জন্য শহীদদের স্মরণ করেছেন এবং তাদের ত্যাগের মর্যাদা তুলে ধরেছেন।
• William Butler Yeats:
- ছিলেন একজন প্রখ্যাত আইরিশ কবি, নাট্যকার ও গীতিকার।
- তিনি আধুনিক কবিতার পথিকৃৎ এবং আইরিশ রেনেসাঁ আন্দোলনের মুখ্য ব্যক্তি ছিলেন।
- তার কবিতায় প্রেম, স্বদেশপ্রেম, ইতিহাস ও অতিপ্রাকৃত বিশ্বাসের প্রভাব লক্ষ্য করা যায়।
- Easter 1916, The Second Coming, এবং Sailing to Byzantium তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে অন্যতম।
- তিনি ১৯২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
• Famous works by W. B. Yeats:
- The Second Coming.
- The Lake Isle of Innisfree.
- Easter, 1916.
- Sailing to Byzantium.
- When You Are Old.
- Among School Children.
- A Prayer for My Daughter.
- The Tower.
- Leda and the Swan.
- The Wild Swans at Coole.
Source: Britannica.
                                                                                             
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
Which two contrasting places are central in the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 month ago
A
Innisfree and London city
B
Innisfree and Dublin
C
Innisfree and Paris
D
Innisfree and New York
কবিতায় মূল বৈপরীত্য হলো Innisfree-এর শান্ত প্রকৃতি আর লন্ডনের কোলাহলপূর্ণ শহুরে জীবন। Yeats লন্ডনের ফুটপাথে দাঁড়িয়ে থেকেও Innisfree-এর লেকের শব্দ শুনতে পান। এটি শহুরে জীবনের যান্ত্রিকতার বিপরীতে প্রকৃতির আহ্বানকে প্রতীকায়িত করে। এই বৈপরীত্য পুরো কবিতার মূল ভিত্তি।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Which poet wrote The Second Coming?
Created: 2 months ago
A
William Butler Yeats
B
T. S. Eliot
C
Robert Browning
D
Alfred Tennyson
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago