What is the mood of the poem "Easter 1916"?
A
Optimistic
B
Ambivalent and reflective
C
Joyful
D
Melancholic and regretful
উত্তরের বিবরণ
Yeats কবিতাটিতে আবেগপ্রবণ এবং দ্বিধান্বিত মেজাজে আলোচনা করেছেন। তিনি ইরিশ বিদ্রোহের গুরুত্ব স্বীকার করলেও, তিনি নিজেও এই বিদ্রোহের পরিণতি নিয়ে মিশ্র অনুভুতি প্রকাশ করেছেন। কবিতায় দ্বন্দ্ব, ভাবনা এবং ইতিহাসের প্রতি একটি গভীর প্রতিফলন দেখা যায়।
 
                            
                        
                        
                        
                        
                        3
Updated: 1 month ago
Where does the poet hear the sound of the lake water lapping?
Created: 1 month ago
A
At Innisfree
B
In his dream
C
While standing on the roadway or pavement
D
While asleep
Yeats বলেছেন তিনি “while I stand on the roadway, or on the pavements grey” তখনও লেকের পানির শব্দ শুনতে পান। এটি দেখায় যে শহরের ব্যস্ত রাস্তার মাঝেও তার মনের ভেতর প্রকৃতির ডাক বেজে ওঠে।
এটি প্রকৃতির সঙ্গে কবির গভীর মানসিক সংযোগ প্রকাশ করে। যদিও তিনি বাস্তবে শহরে আছেন, তবু Innisfree-এর প্রকৃতি তার অন্তরে বেঁচে থাকে।
 
                                    
                                
                                
                                
                                2
Updated: 1 month ago
What broader theme does the poem “The Second Coming” represent about history?
Created: 1 month ago
A
Cyclical rise and fall
B
Linear progress
C
Eternal peace
D
Sudden stasis
Yeats-এর gyre তত্ত্ব অনুযায়ী ইতিহাস চক্রাকারে ওঠানামা করে। এক সময় সভ্যতা গড়ে ওঠে, আবার ধ্বংস হয়। “The Second Coming”-এ এই ধারণা প্রতিফলিত হয়েছে—পুরনো সভ্যতা শেষ হয়ে যাচ্ছে, নতুন ভয়ঙ্কর যুগ আসছে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
What is Spiritus Mundi?
Created: 2 weeks ago
A
A beast
B
A sphinx
C
The collective soul of the world
D
Christ
- “Spiritus Mundi” শব্দটি W. B. Yeats-এর বিখ্যাত কবিতা “The Second Coming”-এ ব্যবহৃত হয়েছে। এর অর্থ হলো বিশ্বের সমষ্টিগত আত্মা বা universal mind, যেখানে মানবজাতির সমস্ত myth, symbol ও archetypal image জমা থাকে। 
- 
Yeats-এর মতে, এই Spiritus Mundi হলো এমন এক অদৃশ্য ভাণ্ডার (storehouse), যেখান থেকে কবি বা ভাবুকরা তাদের দর্শন ও অনুপ্রেরণা গ্রহণ করে। অর্থাৎ এটি ব্যক্তিগত চিন্তা নয়, বরং সমগ্র মানবচেতনার সম্মিলিত রূপ। 
- 
কবিতায় বলা হয়েছে, এই Spiritus Mundi থেকেই “rough beast” নামের এক ভয়াবহ প্রতীকের জন্ম হয়, যা নতুন এক যুগের অস্থির ও বিধ্বংসী পরিবর্তনের প্রতীক। 
সুতরাং, Spiritus Mundi বলতে বোঝায় the collective soul of the world, যা মানবজাতির সমষ্টিগত অভিজ্ঞতা ও কল্পনার প্রতীক।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 weeks ago