What does the phrase “no country for old men” refer to in the poem Sailing to Byzantium?
A
The physical world’s rejection of the elderly
B
The political environment of Byzantium
C
The absence of old people in Byzantium
D
The conflict between the youth and the elderly
উত্তরের বিবরণ
Yeats "Sailing to Byzantium" এই কবিতায় “no country for old men” দিয়ে বোঝাতে চেয়েছেন যে, শরীর এবং শারীরিক পৃথিবী বৃদ্ধদের জন্য উপযুক্ত নয়। যৌবন ও শারীরিক শক্তির প্রাধান্য দেয় এমন পৃথিবীতে, বৃদ্ধ বয়সে প্রবেশ করা কঠিন হয়ে পড়ে। কবি চান, তিনি সেই পৃথিবী থেকে মুক্ত হয়ে অমরত্বের পথ খুঁজে যেতে।
 
                            
                        
                        
                        
                        
                        2
Updated: 1 month ago
What does Yeats mean by “a terrible beauty is born” in "Easter 1916"?
Created: 1 month ago
A
A beautiful revolution
B
A tragic yet significant transformation
C
A beautiful new beginning for Ireland
D
A conflict between beauty and destruction
Yeats “a terrible beauty is born” দিয়ে বুঝাতে চেয়েছেন যে, ইস্টার রাইজিং এর ফলে গভীর পরিবর্তন হয়েছে, যদিও এর সঙ্গে ছিল ধ্বংস এবং যন্ত্রণা। বিদ্রোহের পরিণতি, একদিকে ছিল মৃত্যু এবং ধ্বংস, অন্যদিকে ইরিশ স্বাধীনতার জন্য একটি নতুন সূচনা।
 
                                    
                                
                                
                                
                                2
Updated: 1 month ago
'Easter 1916' is written by whom?
Created: 2 months ago
A
Edgar Allan Poe
B
Virginia Woolf
C
William Butler Yeats
D
Samuel Beckett
• 'Easter 1916' is written by William Butler Yeats.
• Easter 1916 :
- "Easter 1916" হলো আইরিশ কবি William Butler Yeats-এর লেখা একটি প্রভাবশালী কবিতা।
- এটি আইরিশ স্বাতন্ত্র্য আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, Easter Rising 1916-এর স্মরণে লেখা।
- কবিতায় Yeats স্বাধীনতার জন্য শহীদদের স্মরণ করেছেন এবং তাদের ত্যাগের মর্যাদা তুলে ধরেছেন।
• William Butler Yeats:
- ছিলেন একজন প্রখ্যাত আইরিশ কবি, নাট্যকার ও গীতিকার।
- তিনি আধুনিক কবিতার পথিকৃৎ এবং আইরিশ রেনেসাঁ আন্দোলনের মুখ্য ব্যক্তি ছিলেন।
- তার কবিতায় প্রেম, স্বদেশপ্রেম, ইতিহাস ও অতিপ্রাকৃত বিশ্বাসের প্রভাব লক্ষ্য করা যায়।
- Easter 1916, The Second Coming, এবং Sailing to Byzantium তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে অন্যতম।
- তিনি ১৯২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
• Famous works by W. B. Yeats:
- The Second Coming.
- The Lake Isle of Innisfree.
- Easter, 1916.
- Sailing to Byzantium.
- When You Are Old.
- Among School Children.
- A Prayer for My Daughter.
- The Tower.
- Leda and the Swan.
- The Wild Swans at Coole.
Source: Britannica.
                                                                                             
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
What does Yeats wish for his daughter's appearance in the poem "A Prayer for My Daughter"?
Created: 1 month ago
A
To be wealthy and well-dressed
B
To be beautiful but not obsessed with beauty
C
To have a perfect body
D
To have the same appearance as the poet
Yeats কবিতায় চেয়েছেন তার কন্যা সুন্দর হোক, তবে সৌন্দর্যের প্রতি অতিরিক্ত মোহ না রাখুক। তিনি জানেন সৌন্দর্য চিরস্থায়ী নয়, কিন্তু চরিত্র ও আত্মবিশ্বাসই তাকে বাস্তব জীবনে সফল হতে সহায়তা করবে।
 
                                    
                                
                                
                                
                                1
Updated: 1 month ago