Why does the poet refer to “the dying generations” in "Sailing to Byzantium"?
A
To express the transience of life
B
To refer to the elderly people
C
To show the political decay
D
To criticize the younger generation
উত্তরের বিবরণ
Yeats “dying generations” বলছেন জীবনের ক্ষয়শীলতা ও অস্থায়িত্ব তুলে ধরতে। তিনি দেখতে পাচ্ছেন যে, বয়স বাড়ার সাথে সাথে মানুষ এবং সমাজের পরিবর্তনশীলতা তার চূড়ান্ত পরিণতিতে পৌঁছে, যা তাকে চিন্তিত করে।
 
                            
                        
                        
                        
                        
                        2
Updated: 1 month ago
Sailing to Byzantium is -
Created: 1 month ago
A
short story
B
poem
C
play
D
novel
Sailing to Byzantium হলো William Butler Yeats রচিত একটি বিখ্যাত কবিতা। এটি ১৯২৭ সালে তাঁর কাব্যসংকলনে প্রকাশিত হয় এবং Yeats-এর অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে বিবেচিত। কবিতায় Yeats প্রাচীন Byzantium-কে শিল্পের চিরন্তন রূপান্তরের সবচেয়ে বিশুদ্ধ প্রতিচ্ছবি হিসেবে দেখিয়েছেন। এছাড়াও, এটি তার অসাধারণ গীতিময়তার (remarkable lyricism) জন্য বিখ্যাত।
W. B. Yeats:
- 
Irish কবি, যাকে Ireland-এর National poet বলা হয়। 
- 
প্রথম আয়রিশ কবি হিসেবে Nobel Prize in Literature লাভ করেন (১৯২৩ সালে)। 
- 
কবি এবং নাট্যকার হিসেবে তাঁর সাহিত্যকর্ম আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতির দ্বারা প্রভাবিত। 
- 
নিজের জন্মভূমির প্রতি ভালোবাসা তার বিভিন্ন কবিতায় প্রকাশিত। 
- 
তিনি Abbey Theatre, Irish National Theatre Society-এর প্রতিষ্ঠাতা এবং মৃত্যুর আগ পর্যন্ত এর পরিচালক ছিলেন। 
W. B. Yeats-এর কিছু নাটক:
- 
The Resurrection 
- 
The Only Jealousy of Emer 
- 
The Dreaming of the Bones 
- 
Four Plays for Dancers 
- 
Calvary 
- 
Cathleen ni Houlihan 
- 
The Countess Cathleen 
প্রধান কবিতাসমূহ:
- 
The Wild Swans at Coole 
- 
The Tower 
- 
The Winding Stair and Other Poems 
- 
The Second Coming 
- 
The Cat and the Moon 
- 
Sailing to Byzantium 
- 
The Lake Isle of Innisfree 
- 
Among School Children 
- 
A Prayer for My Daughter 
- 
When You Are Old 
- 
Easter 1916 
- 
September 1919 
- 
The Wanderings of Oisin 
- 
Leda and The Swan 
প্রসেস (Prose):
- 
A Vision 
- 
Celtic Twilight (essay) 
Source:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Who authored the famous poem Sailing to Byzantium?
Created: 3 weeks ago
A
T.S. Eliot
B
William Butler Yeats
C
P.B. Shelley
D
John Keats
Sailing to Byzantium হলো William Butler Yeats রচিত একটি বিখ্যাত কবিতা।
- 
Sailing to Byzantium: - 
প্রকাশ: ১৯২৭ 
- 
কবিতায় Yeats প্রাচীন Byzantiumকে শিল্পের চিরন্তন রূপান্তরের প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন। 
- 
কবিতাটি তার অসাধারণ lyricism এবং চিরস্থায়ী শিল্প ও মৃত্যু-বিষয়ক দার্শনিক চিন্তার জন্য পরিচিত। 
 
- 
- 
William Butler Yeats (1865–1939): - 
একজন আইরিশ কবি, নাট্যকার ও প্রবন্ধকার। 
- 
২০শ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি ভাষার কবি। 
- 
১৯২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ। 
- 
রচনায় আইরিশ জাতীয়তাবাদ, পৌরাণিকতা ও আধ্যাত্মবাদ ফুটে ওঠে। 
- 
তিনি আইরিশ সাহিত্য পুনর্জাগরণের নেতৃত্ব দেন। 
 
- 
- 
Major Poems: - 
The Wild Swans at Coole 
- 
The Tower 
- 
The Winding Stair and Other Poems 
- 
The Second Coming 
- 
The Cat and the Moon 
- 
Sailing to Byzantium 
- 
The Lake Isle of Innisfree 
- 
Among School Children 
- 
A Prayer for My Daughter 
- 
When You Are Old 
- 
Easter 1916 
- 
September 1919 
- 
The Wanderings of Oisin 
- 
Leda and The Swan 
 
- 
- 
Plays by W.B. Yeats: - 
The Resurrection 
- 
The Only Jealousy of Emer 
- 
The Dreaming of the Bones 
- 
Four Plays for Dancers 
- 
Calvary 
- 
Cathleen ni Houlihan 
- 
The Countess Cathleen 
 
- 
- 
Prose: - 
A Vision 
- 
Celtic Twilight 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago
What is Yeats’s attitude towards the Easter Rising in "Easter 1916"?
Created: 1 month ago
A
He fully supports it
B
He is indifferent to it
C
He is conflicted but respectful
D
He is openly critical of it
Yeats এই কবিতায় দ্বিধান্বিত এবং শ্রদ্ধাশীল মনোভাব প্রদর্শন করেছেন। তিনি ইরিশ বিদ্রোহের ফলে মানুষের আত্মত্যাগ এবং তাদের ক্ষমতার প্রতি সম্মান দেখালেও, তিনি সেই বিদ্রোহের রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিণতি নিয়ে কিছুটা বিরোধিতা করেন।
 
                                    
                                
                                
                                
                                1
Updated: 1 month ago