What does the phrase “no country for old men” refer to in the poem Sailing to Byzantium?
A
The physical world’s rejection of the elderly
B
The political environment of Byzantium
C
The absence of old people in Byzantium
D
The conflict between the youth and the elderly
উত্তরের বিবরণ
Yeats "Sailing to Byzantium" এই কবিতায় “no country for old men” দিয়ে বোঝাতে চেয়েছেন যে, শরীর এবং শারীরিক পৃথিবী বৃদ্ধদের জন্য উপযুক্ত নয়। যৌবন ও শারীরিক শক্তির প্রাধান্য দেয় এমন পৃথিবীতে, বৃদ্ধ বয়সে প্রবেশ করা কঠিন হয়ে পড়ে। কবি চান, তিনি সেই পৃথিবী থেকে মুক্ত হয়ে অমরত্বের পথ খুঁজে যেতে।

0
Updated: 1 day ago
Who wrote the poem 'Sailing to Byzantium'?
Created: 6 days ago
A
Joseph Conrad
B
William Hazlitt
C
Robert Browning
D
William Butler Yeats
The poem Sailing to Byzantium was written by William Butler Yeats.
• Sailing to Byzantium
-
এটি William Butler Yeats রচিত একটি বিখ্যাত কবিতা।
-
এটি ১৯২৭ সালে তাঁর কাব্যসংকলনে প্রকাশিত হয় এবং এটি তাঁর অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে বিবেচিত।
-
Yeats-এর দৃষ্টিতে, প্রাচীন Byzantium ছিল শিল্পের চিরন্তন রূপান্তরের সবচেয়ে বিশুদ্ধ প্রতিচ্ছবি।
-
এই কবিতাটি তার অসাধারণ গীতিময়তার (remarkable lyricism) জন্য বিখ্যাত।
• William Butler Yeats (1865-1939)
-
He was an Irish poet, dramatist, and prose writer.
-
তাঁকে Ireland এর National poet বলা হয়ে থাকে।
-
একজন কবি এবং নাট্যকার হিসাবে, তাঁর সাহিত্যকর্ম আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতির দ্বারা প্রভাবিত হয়েছিল।
-
নিজের জন্মভূমির প্রতি তাঁর ভালোবাসা বিভিন্ন কবিতায় প্রকাশিত হয়েছে।
-
W. B. Yeats ছিলেন প্রথম আইরিশ ব্যক্তি যিনি Nobel Prize in Literature লাভ করেন।
-
১৯২৩ সালে তিনি সাহিত্যে Nobel Prize অর্জন করেন।
-
Abbey Theatre হচ্ছে Yeats প্রতিষ্ঠাকৃত Irish National Theatre Society।
-
মৃত্যুর আগ পর্যন্ত তিনি এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
• Major Poems
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Winding Stair and Other Poems
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1919
-
The Wanderings of Oisin
-
Leda and the Swan
• Notable Plays
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
• Prose
-
A Vision
-
Celtic Twilight (essay)
Sources:
-
Britannica
-
Poetry Foundation

0
Updated: 6 days ago
What does the rocking cradle in the poem “The Second Coming” symbolize?
Created: 1 day ago
A
Birth of a new terrifying age
B
Innocence of children
C
Joy of family life
D
Religious hope
Bethlehem-এর cradle সাধারণত শান্তির প্রতীক, কিন্তু এখানে তা দানবের জন্মের প্রতীক। অর্থাৎ ভয়ঙ্কর নতুন যুগের সূচনা।

0
Updated: 1 day ago
What is Yeats’s attitude toward the political upheavals in the poem "A Prayer for My Daughter"?
Created: 1 day ago
A
He sees them as a necessary evil
B
He is indifferent to them
C
He feels they threaten his daughter's future
D
He believes they will bring positive change
Yeats কবিতায় রাজনৈতিক অস্থিরতা এবং পরিবর্তনকে অশান্তি ও ঝুঁকি হিসেবে দেখছেন, যা তার কন্যার ভবিষ্যতের শান্তিপূর্ণ জীবনকে হুমকির মধ্যে ফেলতে পারে। তিনি চান, তার কন্যা এই অস্থির পরিস্থিতির বাইরে গিয়ে নিরাপদ এবং শান্তিপূর্ণ জীবন কাটাক।

0
Updated: 1 day ago