What does the “sages standing in God’s holy fire” represent in "Sailing to Byzantium"?
A
The timeless wisdom of the ancients
B
The moral decline of society
C
The peace of the afterlife
D
The destruction of civilization
উত্তরের বিবরণ
“Sages standing in God’s holy fire” দিয়ে Yeats বোঝাতে চেয়েছেন প্রাচীন জ্ঞানের অমরত্ব। এই জ্ঞান কখনো ক্ষয় হয় না, বরং আগুনে শুদ্ধ হয়ে চিরকাল বেঁচে থাকে। Yeats Byzantium-কে এমন একটি স্থান হিসেবে চিত্রিত করেছেন যেখানে চিরস্থায়ী জ্ঞান ও শিল্পের জন্ম।
 
                            
                        
                        
                        
                        
                        1
Updated: 1 month ago
Who wrote the poem 'The Second Coming?'
Created: 1 month ago
A
T.S. Eliot
B
Robert Frost
C
William Shakespeare
D
William Butler Yeats
The Second Coming হলো William Butler Yeats রচিত একটি বিখ্যাত কবিতা। এটি দুটি স্তরবিশিষ্ট(blank verse) কবিতা, যা ভবিষ্যদ্বাণীমূলক (prophetic) ধাঁচের। কবিতায় Yeats প্রথম বিশ্বযুদ্ধের পরের বিশৃঙ্খল পরিস্থিতি, সমাজের অস্থিরতা এবং সভ্যতার অনিশ্চিত ভবিষ্যৎ তুলে ধরেছেন।
William Butler Yeats (1865–1939)
- 
একজন আইরিশ কবি, নাট্যকার ও সাহিত্যিক, আধুনিক ইংরেজি সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। 
- 
তাঁর সাহিত্যকর্ম আয়ারল্যান্ডের ঐতিহ্য, রাজনীতি ও নিজ জন্মভূমির প্রতি ভালোবাসার প্রতিফলন বহন করে। 
- 
Yeats কে Ireland-এর National Poet বলা হয়। 
- 
তিনি ১৯২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন, প্রথম আইরিশ হিসেবে। 
প্রধান কবিতাসমূহ:
- 
No Second Troy 
- 
The Second Coming 
- 
A Prayer for My Daughter 
- 
The Tower 
- 
Easter 1916 
- 
September 1913 
- 
The Stolen Child 
- 
Sailing to Byzantium 
- 
The Lake Isle of Innisfree 
- 
The Man Who Dreamed of Fairyland 
- 
An Irish Airman Foresees His Death 
উৎস:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
What is the mood of the poem "Easter 1916"?
Created: 1 month ago
A
Optimistic
B
Ambivalent and reflective
C
Joyful
D
Melancholic and regretful
Yeats কবিতাটিতে আবেগপ্রবণ এবং দ্বিধান্বিত মেজাজে আলোচনা করেছেন। তিনি ইরিশ বিদ্রোহের গুরুত্ব স্বীকার করলেও, তিনি নিজেও এই বিদ্রোহের পরিণতি নিয়ে মিশ্র অনুভুতি প্রকাশ করেছেন। কবিতায় দ্বন্দ্ব, ভাবনা এবং ইতিহাসের প্রতি একটি গভীর প্রতিফলন দেখা যায়।
 
                                    
                                
                                
                                
                                3
Updated: 1 month ago
What inspired Yeats to write the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 month ago
A
A fountain in London
B
A shop window in Strand, London
C
An old Irish legend
D
A school lesson
Yeats লন্ডনের Strand রোডে হাঁটতে হাঁটতে একটি পাখির খাঁচার দোকানের জানালা দেখেন। সেখানে পানির শব্দ শুনে তার মনে পড়ে যায় Innisfree-এর লেকের ঢেউ। এই অভিজ্ঞতা থেকেই তিনি কবিতাটি লেখেন।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago