What is the significance of Byzantium in "Sailing to Byzantium"?
A
 A place of spiritual immortality and eternal art
B
A city of political power
C
A symbol of childhood
D
A symbol of natural beauty
উত্তরের বিবরণ
Byzantium কবিতায় আধ্যাত্মিক অমরত্ব এবং চিরস্থায়ী শিল্পের প্রতীক। Yeats এখানে Byzantium-কে এমন এক স্থান হিসেবে চিত্রিত করেছেন, যেখানে সময়ের প্রভাব ছিল না, এবং শিল্প ও সংস্কৃতি চিরকাল অমর থাকে। কবি এই শহরের শিল্পের অংশ হতে চান।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
What final vision closes the poem “The Second Coming”?
Created: 1 month ago
A
Rough beast slouching towards Bethlehem
B
Falcon in the sky
C
Blood-dimmed tide
D
Ceremony of innocence
কবিতার শেষ চিত্র হলো—দানব Bethlehem-এর দিকে যাচ্ছে জন্ম নিতে। এটি শেষবার্তা দেয়, ভয়ঙ্কর নতুন যুগ অনিবার্যভাবে আসছে। শান্তির জায়গা হয়ে উঠছে ধ্বংসের জন্মভূমি।
 
                                    
                                
                                
                                
                                1
Updated: 1 month ago
What is the central theme of "A Prayer for My Daughter"?
Created: 1 month ago
A
The fleeting nature of youth
B
The poet's desire for his daughter’s happiness and safety
C
The power of nature
D
The importance of political change
Yeats "A Prayer for My Daughter" কবিতায় তার কন্যার সুখ এবং সুরক্ষা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন। তিনি তার কন্যার জন্য এমন একটি জীবন চেয়েছেন যেখানে প্রাকৃতিক বিপর্যয়, রাজনৈতিক অস্থিরতা এবং মানুষের দুর্দশা তাকে ক্ষতিগ্রস্ত না করতে পারে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Who wrote the poem 'The Second Coming?'
Created: 1 month ago
A
T.S. Eliot
B
Robert Frost
C
William Shakespeare
D
William Butler Yeats
The Second Coming হলো William Butler Yeats রচিত একটি বিখ্যাত কবিতা। এটি দুটি স্তরবিশিষ্ট(blank verse) কবিতা, যা ভবিষ্যদ্বাণীমূলক (prophetic) ধাঁচের। কবিতায় Yeats প্রথম বিশ্বযুদ্ধের পরের বিশৃঙ্খল পরিস্থিতি, সমাজের অস্থিরতা এবং সভ্যতার অনিশ্চিত ভবিষ্যৎ তুলে ধরেছেন।
William Butler Yeats (1865–1939)
- 
একজন আইরিশ কবি, নাট্যকার ও সাহিত্যিক, আধুনিক ইংরেজি সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। 
- 
তাঁর সাহিত্যকর্ম আয়ারল্যান্ডের ঐতিহ্য, রাজনীতি ও নিজ জন্মভূমির প্রতি ভালোবাসার প্রতিফলন বহন করে। 
- 
Yeats কে Ireland-এর National Poet বলা হয়। 
- 
তিনি ১৯২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন, প্রথম আইরিশ হিসেবে। 
প্রধান কবিতাসমূহ:
- 
No Second Troy 
- 
The Second Coming 
- 
A Prayer for My Daughter 
- 
The Tower 
- 
Easter 1916 
- 
September 1913 
- 
The Stolen Child 
- 
Sailing to Byzantium 
- 
The Lake Isle of Innisfree 
- 
The Man Who Dreamed of Fairyland 
- 
An Irish Airman Foresees His Death 
উৎস:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago