What is the poet’s attitude toward the physical body in "Sailing to Byzantium"?
A
The body is a source of strength and vitality
B
The body is an obstacle to spiritual growth
C
The body should be celebrated
D
The body is a symbol of political power
উত্তরের বিবরণ
Yeats "Sailing to Byzantium" কবিতায় শরীরকে আধ্যাত্মিক উন্নতির অন্তরায় হিসেবে দেখছেন। তিনি মনে করেন, শরীর শারীরিক পৃথিবী ও তাত্ত্বিক আনন্দের প্রতি আকৃষ্ট করে, যা আত্মিক অমরত্বের পথে বাধা সৃষ্টি করে। কবি চাচ্ছেন শরীর থেকে মুক্ত হয়ে আত্মার অমরত্ব খুঁজে পেতে।

0
Updated: 1 day ago
In W. B. Yeats’s poem “The Lake Isle of Innisfree”, how many bean-rows does the poet plan to cultivate?
Created: 1 day ago
A
Ten
B
Nine
C
Seven
D
Twelve
কবিতায় কবি বলেন তিনি “nine bean-rows” রাখবেন। নয় সংখ্যা এখানে প্রতীকী, যা অনেক সংস্কৃতিতে পূর্ণতা, আধ্যাত্মিক পরিপূর্ণতা এবং শৃঙ্খলার প্রতীক। কৃষিকাজের এই উল্লেখ প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে স্বনির্ভর জীবনের ধারণা প্রকাশ করে। এটি শহরের কোলাহল থেকে পালিয়ে শান্তিপূর্ণ ও শ্রমনির্ভর জীবনের ইঙ্গিত বহন করে।

0
Updated: 1 day ago
What does “anarchy” mean in the poem “The Second Coming”?
Created: 1 day ago
A
Total collapse of law and order
B
Freedom of people
C
Natural calmness
D
Artistic creativity
Yeats বলেছেন “mere anarchy is loosed”। এখানে অরাজকতা মানে হলো আইন-কানুন ও শৃঙ্খলার সম্পূর্ণ ভেঙে পড়া। যুদ্ধ ও হিংসায় পৃথিবী ভেসে যাচ্ছে।

0
Updated: 1 day ago
What symbolic meaning can be attached to “nine bean-rows”?
Created: 1 day ago
A
Simplicity and self-sufficiency
B
Wealth and luxury
C
Power and authority
D
Entertainment and joy
“nine bean-rows” প্রতীকীভাবে বোঝায় প্রকৃতির সঙ্গে স্বনির্ভর, সরল জীবনযাপন। এখানে নয় সংখ্যাটি পূর্ণতা ও শৃঙ্খলার প্রতীক। Yeats চান এমন জীবন যেখানে প্রকৃতির কাছ থেকে খাদ্য সংগ্রহ করা যায় এবং শান্ত পরিবেশে শ্রম ও প্রশান্তি মেলে। এটি আত্মনির্ভরতা ও আধ্যাত্মিক শান্তির প্রতীক।

0
Updated: 1 day ago