What does the “sages standing in God’s holy fire” represent in "Sailing to Byzantium"?
A
The timeless wisdom of the ancients
B
The moral decline of society
C
The peace of the afterlife
D
The destruction of civilization
উত্তরের বিবরণ
“Sages standing in God’s holy fire” দিয়ে Yeats বোঝাতে চেয়েছেন প্রাচীন জ্ঞানের অমরত্ব। এই জ্ঞান কখনো ক্ষয় হয় না, বরং আগুনে শুদ্ধ হয়ে চিরকাল বেঁচে থাকে। Yeats Byzantium-কে এমন একটি স্থান হিসেবে চিত্রিত করেছেন যেখানে চিরস্থায়ী জ্ঞান ও শিল্পের জন্ম।

0
Updated: 1 day ago
What kind of glimmer is seen at midnight in the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 day ago
A
Silver glimmer
B
Purple glimmer
C
Golden glimmer
D
Yellow glimmer
কবিতায় বলা হয়েছে “There midnight’s all a glimmer”, যা silver glimmer বা রুপালি আভা বোঝায়। এটি রাতের শান্তি ও প্রকৃতির মায়াবী রূপকে প্রতীকায়িত করে। এই গ্লিমার হলো প্রকৃতির জ্যোৎস্নার রূপ, যা কোলাহলমুক্ত পরিবেশে ধ্যানমগ্ন এক আবহ তৈরি করে। Yeats এখানে প্রকৃতির রহস্যময় সৌন্দর্যকে গুরুত্ব দিয়েছেন।

0
Updated: 1 day ago
How does peace come at Innisfree according to the poet?
Created: 1 day ago
A
Peace comes suddenly
B
Peace comes dropping slow
C
Peace comes violently
D
Peace comes with crowd
কবি বলেন শান্তি আসে “dropping slow” অর্থাৎ ধীরে ধীরে, নিঃশব্দে। এটি প্রকৃতির শান্ত গতি বোঝায় যেখানে সময় ধীর গতিতে প্রবাহিত হয়। শহুরে জীবনের কোলাহল থেকে ভিন্ন, Innisfree-এর শান্তি হলো দীর্ঘস্থায়ী এবং গভীর অনুভূতি। এই ধারণা কবিতায় Yeats-এর প্রকৃতির প্রতি আত্মিক আকর্ষণ প্রকাশ করে।

0
Updated: 1 day ago
What is the meaning of “the artifice of eternity” in "Sailing to Byzantium"?
Created: 1 day ago
A
A false representation of life
B
A creation of eternal beauty through art
C
The frailty of life
D
A philosophical concept
“The artifice of eternity” বলতে Yeats বোঝাতে চেয়েছেন যে, শিল্পের মাধ্যমে সৃষ্টি হয় চিরস্থায়ী সৌন্দর্য। Yeats শিল্পকে এমন কিছু হিসেবে চিত্রিত করেছেন যা সময়ের ধারায় পরিবর্তিত হয় না, বরং এটি চিরকাল বেঁচে থাকে। Byzantium-এ গিয়ে তিনি সেই অমর শিল্পের অংশ হতে চান।

0
Updated: 1 day ago