What is the meaning of “the artifice of eternity” in "Sailing to Byzantium"?
A
A false representation of life
B
A creation of eternal beauty through art
C
The frailty of life
D
A philosophical concept
উত্তরের বিবরণ
“The artifice of eternity” বলতে Yeats বোঝাতে চেয়েছেন যে, শিল্পের মাধ্যমে সৃষ্টি হয় চিরস্থায়ী সৌন্দর্য। Yeats শিল্পকে এমন কিছু হিসেবে চিত্রিত করেছেন যা সময়ের ধারায় পরিবর্তিত হয় না, বরং এটি চিরকাল বেঁচে থাকে। Byzantium-এ গিয়ে তিনি সেই অমর শিল্পের অংশ হতে চান।
 
                            
                        
                        
                        
                        
                        1
Updated: 1 month ago
What is Yeats’s attitude toward the passage of time in "A Prayer for My Daughter"?
Created: 1 month ago
A
He is indifferent to it
B
He is resigned to it
C
He views it as a destructive force
D
He welcomes it
Yeats কবিতায় সময়কে একটি ধ্বংসাত্মক শক্তি হিসেবে দেখছেন, যা যৌবন, সৌন্দর্য এবং নৈতিকতা সবকিছুকে ক্ষয়িষ্ণু করে ফেলে। তিনি চান, তার কন্যা সময়ের এই ধ্বংসাত্মক প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Which of the following is not an American poet?
Created: 2 months ago
A
Robert Frost
B
W.B. Yeats
C
Emily Dickinson
D
Langston Hughes
(ক) Robert Frost - American Poet
(খ) W. B. Yeats - Irish Poet
(গ) Emily Dickinson - American Poet
(ঘ) Langston Hughes - American Poet
 
                                    
                                
                                
                                
                                1
Updated: 2 months ago
What is the primary theme of the poem "Sailing to Byzantium"?
Created: 1 month ago
A
The fleeting nature of youth and the desire for immortality
B
The joy of childhood
C
The beauty of nature
D
The politics of Byzantium
“Sailing to Byzantium” কবিতার মূল থিম হলো যৌবনের ক্ষয় এবং অমরত্বের আকাঙ্ক্ষা। Yeats এখানে দেখিয়েছেন যে, প্রাচীন পৃথিবী, শরীর এবং শারীরিক আনন্দ অস্থায়ী এবং শেষ হয়ে যায়, কিন্তু শিল্প ও আত্মা অমর থাকে। Byzantium শহর, যা ধ্বংস হয় না, কবির জন্য চিরস্থায়ী শিল্পের প্রতীক।
 
                                    
                                
                                
                                
                                1
Updated: 1 month ago