In the poem "Sailing to Byzantium," why does the poet want to sail to Byzantium?
A
To explore its wealth
B
To experience its art and intellectual immortality
C
To witness its religious rituals
D
To live in political harmony
উত্তরের বিবরণ
Yeats Byzantium-এ যেতে চান কারণ তিনি সেখানে শিল্প এবং বুদ্ধির অমরত্ব খুঁজতে চান। Byzantium ছিল এক সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে শিল্প ও জ্ঞান চিরকালীন ছিল। কবি তার আত্মাকে তাতেই স্থান দিতে চান, যেন তিনি মরণের পরেও অমর হয়ে থাকেন।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
What does Yeats mean by “the world’s fate” in the poem "A Prayer for My Daughter"?
Created: 1 month ago
A
His own future
B
The future of his daughter and her generation
C
The future of Ireland’s politics
D
The spiritual destiny of mankind
Yeats কবিতায় “the world’s fate” বলতে বোঝাচ্ছেন তার কন্যার ভবিষ্যৎ এবং তার প্রজন্মের ভবিষ্যৎ। তিনি চান, তার কন্যা একটি অস্থির দুনিয়া থেকে মুক্ত হয়ে শান্তিপূর্ণ এবং সুরক্ষিত জীবন কাটাক।
 
                                    
                                
                                
                                
                                1
Updated: 1 month ago
Which insect is mentioned in the poem?
Created: 1 month ago
A
Cricket
B
Grasshopper
C
Bee
D
Cicada
কবিতায় উল্লেখ আছে “a hive for the honey-bee”। মৌমাছি এখানে প্রতীকীভাবে ব্যবহৃত হয়েছে। এটি কর্মঠতা, প্রকৃতির প্রাণশক্তি এবং মধুরতার প্রতীক। Yeats প্রকৃতির জীবনচক্র ও আত্মনির্ভরতার ইঙ্গিত দিতে মৌমাছির কথা বলেছেন। এটি বোঝায় যে Innisfree-তে কেবল শান্তি নয়, প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে সক্রিয় জীবনযাপনও সম্ভব।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Which rebel leader does Yeats criticize most harshly in "Easter 1916"?
Created: 1 month ago
A
Patrick Pearse
B
James Connolly
C
John MacBride
D
Eamon de Valera
Yeats কবিতায় John MacBride-কে নেতিবাচকভাবে চিত্রিত করেছেন। তিনি তাকে “drunken, vainglorious lout” হিসেবে বর্ণনা করেছেন, যার ব্যক্তিগত জীবন ও কুকীর্তির কারণে Yeats তাকে একজন প্রতিকূল চরিত্র হিসেবে মনে করেন।
 
                                    
                                
                                
                                
                                1
Updated: 1 month ago