What is the primary theme of the poem "Sailing to Byzantium"?
A
The fleeting nature of youth and the desire for immortality
B
The joy of childhood
C
The beauty of nature
D
The politics of Byzantium
উত্তরের বিবরণ
“Sailing to Byzantium” কবিতার মূল থিম হলো যৌবনের ক্ষয় এবং অমরত্বের আকাঙ্ক্ষা। Yeats এখানে দেখিয়েছেন যে, প্রাচীন পৃথিবী, শরীর এবং শারীরিক আনন্দ অস্থায়ী এবং শেষ হয়ে যায়, কিন্তু শিল্প ও আত্মা অমর থাকে। Byzantium শহর, যা ধ্বংস হয় না, কবির জন্য চিরস্থায়ী শিল্পের প্রতীক।
 
                            
                        
                        
                        
                        
                        1
Updated: 1 month ago
What does the phrase “a world of changing things” mean in the poem "A Prayer for My Daughter"?
Created: 1 month ago
A
A world that is politically unstable
B
A world of natural beauty
C
A world that is constantly evolving
D
A world that is fixed and unchanging
Yeats “a world of changing things” দিয়ে বোঝাচ্ছেন যে, পৃথিবী সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। এই পরিবর্তন সবসময় অস্থির এবং অনিশ্চিত। তিনি চান তার কন্যা এই পরিবর্তনশীল দুনিয়ায় নিজের শান্তি ও সুরক্ষা বজায় রাখুক।
 
                                    
                                
                                
                                
                                3
Updated: 1 month ago
Yeats's symbol of Byzantium suggests-
Created: 2 weeks ago
A
Escape into mythical violence
B
Return of pastoral innocence
C
Perfection of art beyond time
D
The chaos of cyclical history
Yeats তাঁর “Sailing to Byzantium” কবিতায় Byzantium-কে এমন এক প্রতীকী জগৎ হিসেবে দেখিয়েছেন, যেখানে মানবজীবনের ক্ষয়, বার্ধক্য ও মৃত্যুর সীমা অতিক্রম করে শিল্প (art) চিরন্তন ও নিখুঁত রূপে বিরাজ করে। এই প্রতীকের মাধ্যমে কবি বাস্তব জীবনের অস্থায়িত্ব থেকে মুক্তি পেতে চান এক চিরস্থায়ী নান্দনিক জগতে।
- 
Byzantium এখানে একটি spiritual ও artistic world-এর প্রতীক, যেখানে সময়ের কোনো প্রভাব নেই। 
- 
এটি জীবনের decay ও sensual desire থেকে আত্মার মুক্তির ইঙ্গিত বহন করে। 
- 
কবির লক্ষ্য হলো মানব শরীরের পরিবর্তনশীলতা পেরিয়ে art-এর অমর রূপে আত্মাকে স্থাপন করা। 
- 
তাই Yeats-এর কাছে Byzantium মানে হলো “Perfection of art beyond time।” 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 weeks ago
Who authored the famous poem Sailing to Byzantium?
Created: 3 weeks ago
A
T.S. Eliot
B
William Butler Yeats
C
P.B. Shelley
D
John Keats
Sailing to Byzantium হলো William Butler Yeats রচিত একটি বিখ্যাত কবিতা।
- 
Sailing to Byzantium: - 
প্রকাশ: ১৯২৭ 
- 
কবিতায় Yeats প্রাচীন Byzantiumকে শিল্পের চিরন্তন রূপান্তরের প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন। 
- 
কবিতাটি তার অসাধারণ lyricism এবং চিরস্থায়ী শিল্প ও মৃত্যু-বিষয়ক দার্শনিক চিন্তার জন্য পরিচিত। 
 
- 
- 
William Butler Yeats (1865–1939): - 
একজন আইরিশ কবি, নাট্যকার ও প্রবন্ধকার। 
- 
২০শ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি ভাষার কবি। 
- 
১৯২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ। 
- 
রচনায় আইরিশ জাতীয়তাবাদ, পৌরাণিকতা ও আধ্যাত্মবাদ ফুটে ওঠে। 
- 
তিনি আইরিশ সাহিত্য পুনর্জাগরণের নেতৃত্ব দেন। 
 
- 
- 
Major Poems: - 
The Wild Swans at Coole 
- 
The Tower 
- 
The Winding Stair and Other Poems 
- 
The Second Coming 
- 
The Cat and the Moon 
- 
Sailing to Byzantium 
- 
The Lake Isle of Innisfree 
- 
Among School Children 
- 
A Prayer for My Daughter 
- 
When You Are Old 
- 
Easter 1916 
- 
September 1919 
- 
The Wanderings of Oisin 
- 
Leda and The Swan 
 
- 
- 
Plays by W.B. Yeats: - 
The Resurrection 
- 
The Only Jealousy of Emer 
- 
The Dreaming of the Bones 
- 
Four Plays for Dancers 
- 
Calvary 
- 
Cathleen ni Houlihan 
- 
The Countess Cathleen 
 
- 
- 
Prose: - 
A Vision 
- 
Celtic Twilight 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago