What broader theme does the poem “The Second Coming” represent about history?
A
Cyclical rise and fall
B
Linear progress
C
Eternal peace
D
Sudden stasis
উত্তরের বিবরণ
Yeats-এর gyre তত্ত্ব অনুযায়ী ইতিহাস চক্রাকারে ওঠানামা করে। এক সময় সভ্যতা গড়ে ওঠে, আবার ধ্বংস হয়। “The Second Coming”-এ এই ধারণা প্রতিফলিত হয়েছে—পুরনো সভ্যতা শেষ হয়ে যাচ্ছে, নতুন ভয়ঙ্কর যুগ আসছে।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
Which two contrasting places are central in the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 month ago
A
Innisfree and London city
B
Innisfree and Dublin
C
Innisfree and Paris
D
Innisfree and New York
কবিতায় মূল বৈপরীত্য হলো Innisfree-এর শান্ত প্রকৃতি আর লন্ডনের কোলাহলপূর্ণ শহুরে জীবন। Yeats লন্ডনের ফুটপাথে দাঁড়িয়ে থেকেও Innisfree-এর লেকের শব্দ শুনতে পান। এটি শহুরে জীবনের যান্ত্রিকতার বিপরীতে প্রকৃতির আহ্বানকে প্রতীকায়িত করে। এই বৈপরীত্য পুরো কবিতার মূল ভিত্তি।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Which insect is mentioned in the poem?
Created: 1 month ago
A
Cricket
B
Grasshopper
C
Bee
D
Cicada
কবিতায় উল্লেখ আছে “a hive for the honey-bee”। মৌমাছি এখানে প্রতীকীভাবে ব্যবহৃত হয়েছে। এটি কর্মঠতা, প্রকৃতির প্রাণশক্তি এবং মধুরতার প্রতীক। Yeats প্রকৃতির জীবনচক্র ও আত্মনির্ভরতার ইঙ্গিত দিতে মৌমাছির কথা বলেছেন। এটি বোঝায় যে Innisfree-তে কেবল শান্তি নয়, প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে সক্রিয় জীবনযাপনও সম্ভব।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
What does Yeats wish for his daughter's appearance in the poem "A Prayer for My Daughter"?
Created: 1 month ago
A
To be wealthy and well-dressed
B
To be beautiful but not obsessed with beauty
C
To have a perfect body
D
To have the same appearance as the poet
Yeats কবিতায় চেয়েছেন তার কন্যা সুন্দর হোক, তবে সৌন্দর্যের প্রতি অতিরিক্ত মোহ না রাখুক। তিনি জানেন সৌন্দর্য চিরস্থায়ী নয়, কিন্তু চরিত্র ও আত্মবিশ্বাসই তাকে বাস্তব জীবনে সফল হতে সহায়তা করবে।
 
                                    
                                
                                
                                
                                1
Updated: 1 month ago