What is the primary theme of the poem "Sailing to Byzantium"?
A
The fleeting nature of youth and the desire for immortality
B
The joy of childhood
C
The beauty of nature
D
The politics of Byzantium
উত্তরের বিবরণ
“Sailing to Byzantium” কবিতার মূল থিম হলো যৌবনের ক্ষয় এবং অমরত্বের আকাঙ্ক্ষা। Yeats এখানে দেখিয়েছেন যে, প্রাচীন পৃথিবী, শরীর এবং শারীরিক আনন্দ অস্থায়ী এবং শেষ হয়ে যায়, কিন্তু শিল্প ও আত্মা অমর থাকে। Byzantium শহর, যা ধ্বংস হয় না, কবির জন্য চিরস্থায়ী শিল্পের প্রতীক।

0
Updated: 1 day ago
What does Yeats mean by “the world’s fate” in the poem "A Prayer for My Daughter"?
Created: 1 day ago
A
His own future
B
The future of his daughter and her generation
C
The future of Ireland’s politics
D
The spiritual destiny of mankind
Yeats কবিতায় “the world’s fate” বলতে বোঝাচ্ছেন তার কন্যার ভবিষ্যৎ এবং তার প্রজন্মের ভবিষ্যৎ। তিনি চান, তার কন্যা একটি অস্থির দুনিয়া থেকে মুক্ত হয়ে শান্তিপূর্ণ এবং সুরক্ষিত জীবন কাটাক।

0
Updated: 1 day ago
The poem Sailing to Byzantium was authored by -
Created: 3 weeks ago
A
T. S. Eliot
B
Dylan Thomas
C
W. B. Yeats
D
Robert Browning
The poem Sailing to Byzantium was authored by – W. B. Yeats.
-
এটি William Butler Yeats রচিত একটি বিখ্যাত কবিতা।
-
প্রকাশিত হয় 1927 সালে তাঁর কবিতাসংকলন October Blast-এ।
-
Yeats-এর জন্য, প্রাচীন Byzantium ছিল কালের বাইরের শিল্পের রূপান্তরের নিখুঁত প্রতীক।
-
কবিতাটি remarkable lyricism-এর জন্য পরিচিত।
• William Butler Yeats
-
একজন বিখ্যাত সাহিত্যিক, Modern Period-এর সদস্য।
-
তাঁকে Ireland-এর National Poet বলা হয়।
-
কবি এবং নাট্যকার হিসেবে তার সাহিত্য আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতি দ্বারা প্রভাবিত।
-
নিজের জন্মভূমির প্রতি ভালোবাসার প্রকাশ তার বিভিন্ন কবিতায় দেখা যায়।
• Major Poems
-
The Wild Swans at Coole, The Tower, The Winding Stair and Other Poems, The Second Coming, The Cat and the Moon, Sailing to Byzantium, The Lake Isle of Innisfree, Among School Children, A Prayer for My Daughter, When You Are Old, Easter 1916, September 1919, The Wanderings of Oisin, Leda and The Swan
• Plays by W. B. Yeats
-
The Resurrection, The Only Jealousy of Emer, The Dreaming of the Bones, Four Plays for Dancers, Calvary, Cathleen ni Houlihan, The Countess Cathleen
• Prose
-
A Vision, Celtic Twilight (essay)
Source: Britannica, Live MCQ Lecture

0
Updated: 3 weeks ago
What does Yeats wish for his daughter's appearance in the poem "A Prayer for My Daughter"?
Created: 1 day ago
A
To be wealthy and well-dressed
B
To be beautiful but not obsessed with beauty
C
To have a perfect body
D
To have the same appearance as the poet
Yeats কবিতায় চেয়েছেন তার কন্যা সুন্দর হোক, তবে সৌন্দর্যের প্রতি অতিরিক্ত মোহ না রাখুক। তিনি জানেন সৌন্দর্য চিরস্থায়ী নয়, কিন্তু চরিত্র ও আত্মবিশ্বাসই তাকে বাস্তব জীবনে সফল হতে সহায়তা করবে।

0
Updated: 1 day ago