What effect do the closing lines create?
A
A haunting sense of inevitable doom
B
Joyful resolution
C
Comic relief
D
Hopeful ending
উত্তরের বিবরণ
“The Second Coming” এর শেষ লাইন—“slouches towards Bethlehem to be born”—পাঠকের মনে আতঙ্ক সৃষ্টি করে। দানব জন্ম নিতে যাচ্ছে, এটি অনিবার্য। পাঠক বুঝতে পারে ভবিষ্যৎ ভয়ঙ্কর।
 
                            
                        
                        
                        
                        
                        2
Updated: 1 month ago
Who authored the famous poem Sailing to Byzantium?
Created: 3 weeks ago
A
T.S. Eliot
B
William Butler Yeats
C
P.B. Shelley
D
John Keats
Sailing to Byzantium হলো William Butler Yeats রচিত একটি বিখ্যাত কবিতা।
- 
Sailing to Byzantium: - 
প্রকাশ: ১৯২৭ 
- 
কবিতায় Yeats প্রাচীন Byzantiumকে শিল্পের চিরন্তন রূপান্তরের প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন। 
- 
কবিতাটি তার অসাধারণ lyricism এবং চিরস্থায়ী শিল্প ও মৃত্যু-বিষয়ক দার্শনিক চিন্তার জন্য পরিচিত। 
 
- 
- 
William Butler Yeats (1865–1939): - 
একজন আইরিশ কবি, নাট্যকার ও প্রবন্ধকার। 
- 
২০শ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি ভাষার কবি। 
- 
১৯২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ। 
- 
রচনায় আইরিশ জাতীয়তাবাদ, পৌরাণিকতা ও আধ্যাত্মবাদ ফুটে ওঠে। 
- 
তিনি আইরিশ সাহিত্য পুনর্জাগরণের নেতৃত্ব দেন। 
 
- 
- 
Major Poems: - 
The Wild Swans at Coole 
- 
The Tower 
- 
The Winding Stair and Other Poems 
- 
The Second Coming 
- 
The Cat and the Moon 
- 
Sailing to Byzantium 
- 
The Lake Isle of Innisfree 
- 
Among School Children 
- 
A Prayer for My Daughter 
- 
When You Are Old 
- 
Easter 1916 
- 
September 1919 
- 
The Wanderings of Oisin 
- 
Leda and The Swan 
 
- 
- 
Plays by W.B. Yeats: - 
The Resurrection 
- 
The Only Jealousy of Emer 
- 
The Dreaming of the Bones 
- 
Four Plays for Dancers 
- 
Calvary 
- 
Cathleen ni Houlihan 
- 
The Countess Cathleen 
 
- 
- 
Prose: - 
A Vision 
- 
Celtic Twilight 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago
What is the main symbolic contrast in the poem “The Second Coming”?
Created: 1 month ago
A
Christ vs. Beast
B
Nature vs. City
C
Rich vs. Poor
D
Love vs. Hate
পুরো কবিতার মূল বৈপরীত্য হলো খ্রিস্টের শান্ত জন্ম বনাম দানবের জন্ম। Bethlehem প্রতীক হয়ে দাঁড়ায় এই দ্বন্দ্বের। একদিকে মুক্তি, অন্যদিকে ধ্বংস।
 
                                    
                                
                                
                                
                                1
Updated: 1 month ago
What symbolic meaning can be attached to “nine bean-rows”?
Created: 1 month ago
A
Simplicity and self-sufficiency
B
Wealth and luxury
C
Power and authority
D
Entertainment and joy
“nine bean-rows” প্রতীকীভাবে বোঝায় প্রকৃতির সঙ্গে স্বনির্ভর, সরল জীবনযাপন। এখানে নয় সংখ্যাটি পূর্ণতা ও শৃঙ্খলার প্রতীক। Yeats চান এমন জীবন যেখানে প্রকৃতির কাছ থেকে খাদ্য সংগ্রহ করা যায় এবং শান্ত পরিবেশে শ্রম ও প্রশান্তি মেলে। এটি আত্মনির্ভরতা ও আধ্যাত্মিক শান্তির প্রতীক।
 
                                    
                                
                                
                                
                                1
Updated: 1 month ago